কবি গীতিকার অনুপ চক্রবর্তীর গান ও কবিতা
*
সর্বহারা সর্বহারা সর্বহারা বলে যারা মিটিং মিছিল করে
কবি অনুপ চক্রবর্তী
স্বপন দাসাধিকারী সম্পাদিত যুদ্ধ জয়ের গান থেকে নেওয়া

সর্বহারা সর্বহারা সর্বহারা বলে যারা মিটিং মিছিল করে
তারা সর্বহারা নয়, সবাই সর্বহারা নয়
ওদের ঘর আছে, জমি আছে
বিলাসিতার জিনিস আছে
ওদের অভাব বলে যা কিছু সব
স্বভাব বই তো নয়
ওরা সর্বহারা নয়, সবাই সর্বহারা নয় |

মোরা যারা সর্বহারা
মোদের কথা ভাবে না ওরা
স্বাধীন ভারতবর্ষ, স্বাধীন মোরা কোথায়
বলো স্বাধীন মোরা কোথায়, বলো স্বাধীন মোরা কোথায়
সর্বহারা নয় ওরা সর্বহারা নয়

মোদের ঘর নাই, জমি নাই
পেট ভরে দুটো ভাত নাই রে
জামা কাপড়ের অভাব মোদের
.                      লজ্জামৃত্যু হয়
সর্বহারা নয়, ওরা সর্বহারা নয় |   

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
কাটে পাট কাটে, গাড়ে ধান গাড়ে
কবি অনুপ চক্রবর্তী
স্বপন দাসাধিকারী সম্পাদিত যুদ্ধ জয়ের গান থেকে নেওয়া

কাটে পাট কাটে, গাড়ে ধান গাড়ে
রোদে জলে মাঠে ঘাটে পাট কাটে, গাড়ে ধান গাড়ে
ওদের ক্ষমতায় ক্ষমতাশালী যারা
.        তারাই কি ভুলে যায় ওদের
.            তারাই কি ভুলে যায় ওদের
ওই কিষাণের ঘরে সেই সংশয় বাঁধে ভয়
ওই কিষাণীর মনে সেই হুঁশিয়ার
কাটি পাট কাটি, গাড়ি ধান গাড়ি |
রোদে জলে মাঠে ঘাটে---


লেনিন স্তালিন কেবা, কেবা রাজা ইংরেজ
.        চেনেনা জানেনা তো ওরা
বন্ধুরা বলেছিলো ওদের নীতিটা নাকি
.        এদের সুখের তরে গড়া
তাই কিষাণ আর কিষাণী আনমনে ভেবে চলে
.        ওদের আপন কেবা, কেবা পর
কাটে পাট কাটে, গাড়ে ধান গাড়ে
রোদে জলে মাঠে ঘাটে ---

.             ***************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর