সর্বহারা সর্বহারা সর্বহারা বলে যারা মিটিং মিছিল করে কবি অনুপ চক্রবর্তী স্বপন দাসাধিকারী সম্পাদিত যুদ্ধ জয়ের গান থেকে নেওয়া
সর্বহারা সর্বহারা সর্বহারা বলে যারা মিটিং মিছিল করে তারা সর্বহারা নয়, সবাই সর্বহারা নয় ওদের ঘর আছে, জমি আছে বিলাসিতার জিনিস আছে ওদের অভাব বলে যা কিছু সব স্বভাব বই তো নয় ওরা সর্বহারা নয়, সবাই সর্বহারা নয় |
মোরা যারা সর্বহারা মোদের কথা ভাবে না ওরা স্বাধীন ভারতবর্ষ, স্বাধীন মোরা কোথায় বলো স্বাধীন মোরা কোথায়, বলো স্বাধীন মোরা কোথায় সর্বহারা নয় ওরা সর্বহারা নয়