কবি অনুপম পাঠকের কবিতা
*
বিরহী বসন্ত
কবি অনুপম পাঠক

আমি সপ্নের মায়াবি ছবি ত্রঁকে যাই,
শুধু তোমার মুখপানে চেয়ে—
তুম অনন্ত বৈশাখী ঝড়,
তুমি শ্রাবনের বৃষ্টি মুখরিত মুসলধারা,
বেণু বনে আজ শুনেছি তোমার কণ্ঠধ্বণি
মন মুখরিত চেয়ে অমৃত তোমার করুন বাণী৷
দ্বীপ্ত প্রভা প্রজ্জলিত তোমার উজ্জল আভা
বনমালা পরিবেস্টিত সৈম্যকান্তি প্রভা৷
গাহিছ প্রেম সংলাপ,নিমগ্ন নৃত্য তালে—,
তুমি কে গো সুন্দরী প্রিয়া; কে তুমি,কে তুমি?
বসন্তের বনলতায় ফুটেছে ওই যে পুস্প সারি,—
তোমার গলায় নিয়েছ যে মালা,সে যে প্রেম তারি!
শুধু গেঁথেছ মলা,ফুটিয়ে ছিল ফুলকলি—সে যে বসন্ত৷
আজ ভুলেছ তারে,শুধু চেয়েছ তার গন্ধ,গৌরব অনন্ত'৷
দেখনি তাহার মন ছুয়ে, সে কি চায়?— ওগো তোমার কাছে;
চির অনিদ্রা,চির অনাহুত হয়ে রহিয়াছে তোমার মাঝে৷
চিরকাল ধরে খুঁজিছে তোমায় নিভ্ ত অন্ধকারে—
ওগো আন্ধারের পথে আলেয়ার মায়া দেখাও কেন যে তারে?
যদি বসন্তের ডাকে না ফোটে পলাশ,
তবে কোন সে হ্রদয় মন্জিরে রহিবে প্রেম আস?
নৃসংশ,প্রেমহীন মুখোশের আড়ালে রয়েছ মৌন প্রিয়া,
বুকের পাঁজর কোলে অজ্ঞাত স্রোতে ভেসেছে ব্যার্থ হিয়া৷
বিহগীর অপমান সঞ্চিত অভিমান সারা'
নয়ন কোনে ঝরিতেছে অবিরাম অশ্রুধারা৷
তব স্মৃতির চরনে বিরহের ঝরা ফুলকলি দিয়ে পুষ্পাঞ্জলি—,
উজাড় করা উদাসীন শশি রয়েছে ত্রকা নিদ্রিত আজ,
তমশায় নিবিড় নিরবতা শুধু ত্রঁকে যায় সপ্নের ছবি,
ভালোবেসে তাই ভুল বুঝে যায় তোমার উদাসী কবি৷৷

.                          ***************                         
.                                                                                
সূচীতে . . .    


মিলনসাগর
*
চলে গেছ তুমি,না জানি কতদুরে...
কবি অনুপম পাঠক

তবু রয়েছ প্রিয় মোর হ্রদয় জুড়ে,
ত্রসেছিলে কাছে,করে ছিলে কত কুয়াশার আশা
বলেছিলে মোরে ওগো তুমি কী মোর ভালোবাসা?
নদী তটে ত্রসেও তব পিপাসীত মন,
আজ তুমি নেই কাছে আড়ালের স্বপ্নধন৷
বারেক চাহিয়াও পাইনি তোমায় প্রিয়;
বাস্তবে তুমি ছায়াছবি,স্বপ্নে মায়ামৃগ৷
রয়েছ আঁখির আড়ালে তবু হ্রদয়ের অন্তরালে—
ত্রই কী নহ মোর ভালোবাসা.....?
আমার হ্রদয়ের সকল সঞ্চিত ধন আজ—
লুট করিয়াছ তুমি,দেখিয়ে রাজকুমারীর সাজ৷
জানি নও তুমি অনধিকার প্রবেশ কারী,
তুমিতো মোর রত্নকক্ষর প্রধান দ্বারী৷
আমি সিংহাসন চ্যুত ভিখারী রাজা—
অজ কী ফিরে ভালোবাসিবে মোরে?
চিনিবে কী আমায়?—আমি কোন প্রদেশের রাজা?
তোমায় ভালোবাসি আমি,অতীত হতে ভবষ্যৎ
নাইবা হলে রাজকুমারী,তবুও তো প্রেমিকা;
আলো নেই পথে শুধু তমশায় নিবিড়৷
বিদ্যুতের চকিত আলোর মত ক্ষনিকের প্রেম
দাওনি আমায়৷আলেয়ার মত বিরহ ডাকে মোরে—
তুমি আজ কতদুরে.....,?

.                          ***************                         
.                                                                                
সূচীতে . . .    


মিলনসাগর
*
বছর পেরিয়ে গেল....
কবি অনুপম পাঠক

বছর পেরিয়ে গেল....
কতদিন দেখিনাই তোমার সেই মায়াবী মুখ।
আজও তো জানিনা,কোথায় আছো গো কেমন?
শুধু ভাবি যে ত্রকা তোমার অলিখিত কথা....
হঠাৎ সময়ের অলক্ষ্যে নিভে গেল আশাদ্বীপ
জ্বালিবে গো আবার কবে?_কোন জনমের নিশীথে?
আমার সাধের বাগানে,তুমি বসন্তের ফোটা গোলাপ কলি,
অকালে ঝরিয়া নিঃসঙ্গ করে গেলে চলি৷
জীবন মরুতে মম,ত্রক নিশীথের স্বপ্ন সম—
বৃষ্টি হয়ে আসিয়া ত্র বুকে, ফিরে গেলে প্রিয়তম৷
তবু বৃষ্টির সে জলে আজো বেঁচে আছে মরুর তৃণলতা,
হয়ত তারা চাহেনা আর মায়াবী বৃষ্টির ধারা, হয়েছে সাথিহারা।
যত ভাবি ভুলে যাব,তবু ভোলাতো গেলনা তোমায়',
গোলাপ বড় গরবী,হয়ত সে আজ ভুলেছে আমায়৷
তাই আমি আজ না ভুলিলেও ভুলিয়াছি সব,
জানি পাখি নেই ,তাই শুন্য খাঁচা আর করিবেনা কলরব৷
তুমি তো জান না প্রিয়ে,আমার পরানের কাছে—
তোমার মরা ভালোবাসা কতখানি জড়িয়ে আছে?
তবে অসিম করুণা তোমার, ভালো তো বেসেছ ত্রকবার!
ভুল তো আমারই ছিল,মেটাতে পারিনি তোমার আবদার,
ত্র জন্ম আমার বৃথা গেল হাহাকারে....
অতিথির মত ত্রসেছিলাম জীবনে তোমার
যেদিন আমি চলে যাব! ত্রই ব্যাথিত বিশ্ব হতে,
ফেলিও সেদিন শুধু ত্রক ফোঁটা জল,ওগো তোমার আঁখিপাতে।
হয়ত সেদিন তোমার সম্মুখে আমি থাকিবনা আর—
তবে পুরাতন প্রেম,তোমার মাঝে জাগিবে গো আবার॥

.                          ***************                         
.                                                                                
সূচীতে . . .    


মিলনসাগর
*
আমি বিরহেরই কবি
কবি অনুপম পাঠক

আমি সহসা দেখেছি আমারে—
মনে বয়ে যায় বেদনার ঝড়,
আঁখিপাতে ঝরে যায় বিরহের জল,
আমি তবে কি বিরহী?...,,
যদি তাই, তবে কাহার জন্যে কান্দি?
কেনই বা কান্দি? কে আমার মনে—
বাজিয়েছে বাঁশি? ত্র তিমির বৃন্দাবনে,
আমি দেখিনি ত্রক বিংশ শতাব্দীর করুন আঁখি,
যে কাউকে ভালোবেসে ঝরালো অশ্রুজল৷
তাই আমার কবিতা হায় ত্রকা কান্দে নিরালায়
সবরীর আশ্রমে নিলাম গো চির বিদায়৷....
মনের ভাবেতে লেখা, বিরহের সুরে গাওয়া
মোর কথা খানি শুনিতেছ কেহ...?
যদি কোন দিন, কোন ভালোবাসা
অপূর্ণ থেকে যায়......
তবে পূর্ণ করিব আমি তোমায়,
ত্রই অপূর্ণতার মাঝেই.....
যদি ঝড়ে কভূ প্রদীপ নিভে যায়,
তবে বুঝে নিও.......
আমি তারে আবার জ্বালাব ফিরে,
কেননা আমি যে বিরহেরই কবি॥

.                   ***************                         
.                                                                                
সূচীতে . . .    


মিলনসাগর
*
পরশমণি
কবি অনুপম পাঠক

ওই যে আমর পরশমণি~
শোনাই তারে মোর গানের ধ্বনি৷
আজিও বাজে গো হায় এ বিশ্বভূবনে,
মোর গাওয়া সেই গানের বাণি৷
হ্রদয় মাঝারে অনলগিরী উথলেছে বিরহে...
নিভাও তাহারে, নিজেরই অশ্রুজলে,
আপনি নিয়েছি হায় আপনার দুঃখ,
কি ভাবে জুড়াবে? কি রূপে বুঝিব সুখ?
অন্তর বিভিষীকায় আমি যে জীর্ণ—
সেই বিরহেই করিব বাস, হব ছিন্ন—ভিন্ন!
যেথায় মোর পরশমণি, শুন্য করে বিরহ বাণি,
নত করে না শির,— সে খুব বিরহ বীর৷
বাঁশি বাজে মোর সুর শুধু তোর
আমি আজ হয়েছি প্রেম রূপী বিরহে কাতর৷
সিংহ দুয়ার হতে আসিলাম শুন্যে,
ভুলিলাম সমুদ্র শৈকত, ডুবিলাম ফোঁটা কয়েক জলে
আজ সম্মুখে রয়েছে মৃত্যু, করি নমস্কার!
বিরহী নদী আজ ধরেছে প্রেম সাগরের আকার,
শুন্য করিবে বিরহ বাণি,
যেথায় মোর পরশমণি..........,৷

.                   ***************                         
.                                                                                
সূচীতে . . .    


মিলনসাগর
*
সেই দুটি চোখ
কবি অনুপম পাঠক

রাত বারোটায়' ঘুমে ঢলে পড়ে চোখ,
তবু যেন সে কত এলমেল স্বপ্ন দেখে
এই নিরবতা,নিঃসঙ্গ মরুভূমিতে৷
কিন্তু সে স্বপ্নে যেন কত রঙিন ফুল ফুটেছে,
যদি তারা সত্যি থাকে পৃথিবীতে—
তবে তারা এখন ঘুমোচ্ছে তারই মতো৷
তারা কি স্বপ্নে আমায় দেখেছে কোন দিন?
বাস্তবেও দেখেনি, তবে সেই দুটি চোখ...!
চোখ দুটি যেন রাত্রির নিরবতা কেড়েছে,
দিনের ভাবনাতেও সেই দুটি চোখ...!
তবে কে তুমি ? আকাশের মত শুভ্র নীল,
যাকে আন্দাজ করেও বোঝা যায় না—
কে তুমি?.....কে তুমি?
অঝোর শ্রাবনেও ঝরেনি সেই চোখে জল
শুস্ক হয়নি রৌদ্র বৈশাখীর ঝড় ঝাপ্টায়
হঠাৎ একদিন দেখলাম,সেই দুটি চোখ যেন আসছে,
নিবিড় অন্ধকার চারিধার.......
আমাকে বলছে, আমি দুঃখ পেয়েছি অনেক
ব্যাথায় ভরেছে এই নির্মল, স্বচ্ছ হ্রদয়—,
তাই আমি নির্মল, স্বচ্ছ....॥

.                   ***************                         
.                                                                                
সূচীতে . . .    


মিলনসাগর
*
মৌন বধূয়া
কবি অনুপম পাঠক

তোমার জল এনেছে আমার কথা,
ওগো আমার মৌন বধূয়া...,
আজ ছল ছল দু'নয়নে তাকিয়ে রয়েছ কেন?
নিশীর স্বপ্নে বিরহী পলাশকলি ফুটিয়াছে যেন৷
ছন্নছাড়া তরুলতা, এভাবে মৌন রহি
সকরুন সাজে সজ্জিতা রানী, কে আসিবে গো আরহী?
ওগো চন্দ্রমল্লিকা ! চাহিয়াছ চাঁদের পানে—
গগনে সুবাসিত তব সুরভি, নিরব প্রেমের আহ্বানে,
প্রদীপ শিখা আঁন্ধারে যেমন,
তেমন তোমার প্রেমজ্বতি উথলে ওঠে মনে
আঁন্ধার ভরা মন যে সারা বিশ্বভ্রমি
পুলকে শিহরীত সম্মুখে তব জ্বোতি আগমনী ৷
হ্রদয় বেদনাতে তৃষিত আঁখি খুঁজিছে তোমায়
নাহি এলে প্রিয় তুমি, তবু সজল বর্ষা এসেছে ফিরিয়া৷
তবে কেন মনে করে আজ তুমি, একেলা প্রান্তরে
যারে ফিরায়েছ, তারে ডাকিতেছ কেন বারে বারে?
কি হবে চোখের জলে? ডুবেছে চাঁদ,
উঠিবেনা পূর্ণিমা ছাড়া, পাতিওনা আর ফাঁদ৷
আসিব গো বক্ষে তোমার কান্না নিয়ে নয়নে
আমি বিরহের ঝরা ফুল হয়ে লুটাব তব চরনে৷
আজ আমি হয়েছি পাগল, নেই পুরাতন প্রেমিক
দেখিলে আমারে তুমি, দেবে যে নিজেরে ধিক৷
চেওনা আমারে আর, আমি হয়েছি পাগল ভিখারী
দ্বারে দ্বারে শুধু তোমার জন্যে হাহাকার করে ফিরি
চাহিনা আর তোমায় কভূ দিতে যে দেখা
লিখিওনা আর হ্রদয় মাঝে অমার বিরহের কথা

.                   ***************                         
.                                                                                
সূচীতে . . .    


মিলনসাগর
*
হে উদাসী
কবি অনুপম পাঠক

হে প্রিয়, মোদের প্রেম কাহিনী
শুধু এ জীবন নয়, জন্মে জন্মে ঋনী
তবু না বুঝি, না দিলে ধরাহ্রদয় পানে,
তবে কোন জন্মে আসিবে আমার প্রাঙ্গনে?
আমি শুধু অতীথির মত বিচরণ করি
তোমায় বক্ষে ধরে নয়ন মুদিয়া প্রানে শিহরী৷
এ জন্মে যদিও দিলে গো ধরা, না ধরার মত
মন মাঝে ঝরালে মুকুল হাজার শত শত৷
অন্তহীন প্রেম কেন যে আমার প্রানে উঠেছে জেগে?
যদি না পাব তারে প্রেমের আদর সোহাগে৷
করিয়াছি বারে বারে বিরহ নদীর সেতু বন্ধন
কোন না কোন ঝড়ে সে নেচেছে মায়ার নাচন
আজ অলীকের স্বপ্নসুখ কেঁদেছে আমার ঘরে
হাঁসিবে কি অন্তরে তুমি, আমারই হ্রদয় ধরে?
কত জন্মের অভিসার আজ ব্যর্থ,
তোমা বিনা জীবনে শূণ্যতা অব্যর্থ!
চিরতরে উন্মাদনা নিশীর নিশাচর বালুচরে
শত শত স্বপ্ন নিয়েছে বিদায়, শুধু তোমায় ঘিরে
আজ আমি একেবারে অনাহুত, শুন্যতা করেছে গ্রাস,
তুমি নও প্রিয়ে, শুধু আমার হ্রদয় করেছে আস
ক্ষমিও মোরে, ওগো আমি আজ মৃত্যু যাত্রী
অচেনা পথে থাকিব মরে, ঘনিয়েছে নিবিড় রাত্রি৷

.                   ***************                         
.                                                                                
সূচীতে . . .    


মিলনসাগর
*
যোগমায়া
কবি অনুপম পাঠক

আজ তোমার দেশে এসেছি আমি
ভ্রমিতে একেলা পথে,
জোছনা ভরা চাঁদ ডেকেছে তোমার ঘরে
তাই এসেছি প্রিয়, নিরব অহংকারে ৷
হরিতে তোমার করুন আলো, রাতের স্নিগ্ধ জ্বোতি
আমার ভুবনে আজ এসেছে বুঝি মায়ার মাধবী রাতি৷
আজ মন হতে শুধু চেয়েছি তোমায়
তোমার মধুর হাঁসি, তোমার মায়াবী আঁখি
ধরেছ আজ যোগীনীর বেশ আমার লক্ষ্য পথে
ওগো যোগমায়া, তুমি বিচরিলে আমার প্রেমের রথে!
রুদ্ধ দুয়ার তাই খুলেছি তোমার লাগিয়া
মন মাঝে তুমিই শুধু মোর পরান পাপিয়া,
তোমার বিনা ঘুম নাহি আসে, নাহি কোন ভাবনা
স্বপ্নের মাঝে তাই এঁকেছি তোমার ছবি, গগন চুম্বে কল্পনা ৷
ওহে চাঁদ তুমি জোছনা দিও মোর প্রিয়ার ঘরে
দিব্য আলোকে যেন সাত রঙ ঝরে...,
তবে চাহিনা আর তব উদাসীন চকরণ
শুধু হ্রদ মাঝারে রাখব ধরে প্রিয়ার ছল ছল দু'নয়ন ৷
যদি বিভিষীকা মনে ওঠে কোন ঝড়ের প্রবল ঢেউ
রাখবনা এ জীবন তরী, বাঁচাবে না আর কেউ
আলেয়ার মাঝে রহিব চিরকাল..,
মরিয়া অকালে ফুলের স্বপ্নে, করিব সুখ কল্পনা
তবু যেন মনে হয় বারে বারে....
কে যেন দিয়েছে মোরে, এ হিয়ার মাঝে বেদনা ৷

.                   ***************                         
.                                                                                
সূচীতে . . .    


মিলনসাগর
*
সাধের পাখি
কবি অনুপম পাঠক

তুই যে আমার সাধের পাখি
                    যেওনা উড়ে পরান ছাড়ি
তুই যে আমার হ্রদয় সখি
                    দিওনা কভূই আমায় আড়ি৷
মনের মাঝে যে সুর বাজালে
                    শুনিল মৌন হিয়া
নিভৃত আঁন্ধার মাঝে আমি পথহারা
                    পেয়েছি ঠাঁই তোমার চরণে প্রিয়া৷
জানিনা আমায় তুমি আজ
                     ভালোবাসো কিনা—?
তবে জেনেছি তোমারে অচেনা পথে
                     রইলে নয়নে চেনা...৷
আমার পরানের মাঝে যে
                    বাঁধিলে প্রেমের রাখি,
তাই পরান পাপিয়া চাহে শুধু
                     দেখিতে তোমারই আঁখি ৷
যদি নাহি লাগে ভালো আমায়
                   করিও প্রিয় অপমান,
শুধু হ্রদয় ভরে বেসেছি ভালো
                   রচেছি প্রেমের গান৷
   
যদি পাই তোমার আঁখি
                    হ্রদ মাঝারে রাখব সখি
রইবেনা আর কিছুই বাকি
                    তুই যে আমার সাধের পাখি ৷

.                   ***************                         
.                                                                                
সূচীতে . . .    


মিলনসাগর