কবি অনুপম পাঠকের কবিতা
*
স্বপ্নের প্রিয়তম
কবি অনুপম পাঠক

আমি সপনে রয়েছি ঘোর
               মোর সপন ভাঙ্গাওনা প্রিয়তম,
বাস্তবের বেদনা মম
               সপনে সে তো প্রেম সম৷
রৌদ্র বৈশাখীর ঝড় ঝাপ্টা
              যেন আপন হারানোর শোক
তাই শীতল বালুচর মাঝে
               দেখিতেছি তোমার শুভ্র চোখ
বাস্তবের হারানো আপনজন
               আসেনাতো ফিরে আর
সপনের মাঝে দিয়েও বিদাই
               আসে ফিরে বারবার৷
যে পথ হতে তুমি গিয়েছ চলে
                আজ একেবারে দিয়েছ ভুলে
তাই সেই পথে হায়, খুঁজিয়া বেড়াই
                  আমার ঝরা মুকুল
সপনের মাঝে আমার মুখোপানে
                 তুমি চেয়ে আছ আনমনে
আমারে ভাবিয়া নয়ন ভরেছে জলে
                 বসিয়াছ সাধের বাতায়ন পানে ৷
আমার শুণ্য মনে তুমি
                 আসিয়া অবেলায়
সাজালে আমার গলায়
                প্রসন্নতার প্রেম মালায়৷
মোছালে বিরহে ঝরা অশ্রুজল
                 তোমার হাতখানি দিয়ে
জুড়াল সকল ব্যাথা
                  তোমার আঙ্গিনায় গিয়ে
ঘুম হতে উঠে দেখি, এতো!
                 বাস্তব নহে, স্বপ্নের ভাবনা
তাই বলি প্রিয়তম.....
                 আমার সপন ভাঙ্গাওনা ৷৷

.                          ***************                         
.                                                                                
সূচীতে . . .    


মিলনসাগর
*
দুরবাসি
কবি অনুপম পাঠক

তোমারে আমি চিনিনা হে সুন্দরী দুরবাসি
তবু কেন এ নয়ন তোমাকেই চাহে শুধু?
হেথা আছে পূর্ণিমা চাঁদের চকরণ
অন্য দেশে কেন করি তাহারে স্মরণ?
জানি পারিবেনা তুমি আসিতে হেথা
লতা,বিষ্ঠা ছড়ানো অন্ধকার কুটিরের পাশে
তুমিতো থাকো আকাশে নীলাভ তারার সাথে
দিব্য আলোক নিয়ে গায়ে সূর্য সম,
তাহলে ভালোবাসিলে কেন? দুঃখ দিতে—
ফিরায়ে লহ প্রেম তব ফেলিয়ে জল আঁখিপাতে
একা একা কাটাব জীবনের প্রতিক্ষন
রাত্রির নিরবতায় শুধু চাহিব তোমারই পানে
দুর হতে দেখ মোরে, প্রেমের বন্ধন ডোরে
একেলা নিঝুম বাতায়ন পাশে...,
দখিনা বাতাসে যখন উড়িবে তব এলো কেশ
বাঁধিয়া রাখিও, বিরহ স্মৃতির কাঁটায়
যদি আমার জন্যে ঝরে নয়নের জল
তবে নয়ন দুটি ঢেকে রেখো....,
যদি স্বপ্নে কভূ দেখ মোরে দুঃস্বপ্ন ভেবে নিও
যদি আমারে ভাবিয়া তব ঘুম নাহি আসে
আঁখী দুটি বুজে রেখো.....
আমি নয়ন মুদিয়া দেখিব তোমার সকরুন হাঁসি
ভাসিবে নয়ন জলে মোর বিরহের লিপি ৷৷

.                          ***************                         
.                                                                                
সূচীতে . . .    


মিলনসাগর
*
সাত জন্মের সাথি
কবি অনুপম পাঠক

ওগো বধূয়া এ বিশ্ব চরাচর মাঝে
কাটালাম কিছুক্ষন এ নিরব সাঁঝে
কবে আসিবে গো তুমি...?
এ হিয়ার প্রান্তরে, অশ্রুঝরা কোনে
জন্মান্তর ধরে রহিনু এতকাল সুধা সরবরে
কত খেলা খেলিবারে আবার আসিয়াছি ফিরে,
তবে কোথায় গো তুমি ?
খেলিছ এ দুঃখির ঘরে লুকোচুরি খেলা
জীবন অরণ্যে মম বিঁধিয়াছে কাঁটা
সাত জন্মের সাথি, রবেনা অবশেষ প্রিয়তম
যবে আমার দেশে হয়েছে শুস্ক জলভরা নদী
আসিয়াছ বৃস্টি হয়ে তুমি, ফুটিয়েছ কোকোনদ।
অরণ্যের দাবানল হতে বাঁচিয়েছ, দিয়েছ ঠাঁই
ঘরছাড়া পাখি আজ অনুশোচনায় রয়েছে তাই।
আশালতা, ছিন্ন পাতা ধুলায় ধূসরিত হয়ে কহে,
ওগো প্রিয়া তুমি আজ কতদুরে....?
জনম জনম ধরে করেছি অভিসার
অভিসিক্ত হয়ে করিলাম খেয়া পারাবার৷
ফুটেছে আমার ভবনের দ্বারে এক গুচ্ছ গোলাপ
তাদের কাছে শুধু তোমারই লাগি করছি বিলাপ
হবে না কি মিলন? তুমি কোথায় আছ গো কেমন?
যতেক লিখি বিরহ যাতনা,সবই সহিছে এ মন
তোমা বিনা কাটেনা ভুবনের মাধবী রাতি
তুমি যে আসিবে কবে? মোর সাত জন্মের সাথি।

.                          ***************                         
.                                                                                
সূচীতে . . .    


মিলনসাগর
*
শোকাকুলা
কবি অনুপম পাঠক

সজল বর্ষায় আমি একাকী শোকাকুলা
রয়েছি একেলা ঘরে, গাঁথিয়াছি তোমার প্রেমমালা৷
হয়ত তোমার ভবনে আজ জেগেছে চাঁদিনী রাতি
হেথা মোর ঘরে হায় নিভিল একেলা বাতি
আঁধার মাঝে আর দেখিতে না পাই তোরে সখিরে
আমি রইতে নারি ঘরে, আমার মন যে কেমন করে
ছুটিয়া চলিলাম তায় সহসা আলেয়ার পিছে
বুঝিলাম অবেলায়, এতো আঁধারের কল্পনা মিছে
ওগো আমার হিয়ার দুলালী, একি মায়া করিলি?
না মরিয়াও মরিয়াছি, এ খেলা তোমারই খেয়ালী৷
যারে মন হতে ভালোবাসো, কান্দাও কেন যে তারে?
আমি স্বপ্ন কভূ দেখিনি একা, দেখেছি তোমায় ঘিরে৷
আমার সাধের খাঁচায় রেখেছি তোমায়, কথা বলা পাখি
আজ অবশেষে রয়ে গেল দুঃখ পাওয়া বাকি৷
সেই তো শুধু মনে পড়ে বারে বারে
চিত্তের মাঝে পাপিয়া তাই ডাকিয়াছে তারে
ধোঁয়াশায় মলিন কালোছায়ায় রইল স্মৃতি লেখা
ফিরে আয়,ফিরে আয় একবার দিও গো দেখা
তাই মন পাপিয়া কাঁন্দিয়া কাঁন্দিয়া সহিছে বিরহ জ্বালা,
সজল বর্ষায় আমি একাকী শোকাকুলা ৷৷

.                          ***************                         
.                                                                                
সূচীতে . . .    


মিলনসাগর
*
ভাগ্যের কথা
কবি অনুপম পাঠক

আজ পঁচিশ বসন্ত পেরিয়েছি,
তবে ফোটেনি কোন ফুল...
যদিও ফুল গুলি ফুটব বলে এসেছিল
তা অকালেই ঝরে গেল ৷
এ যে নয় কোন ভাবনার কবিতা
সত্যি জীবন আমার, তীব্র প্রতীক্ষা
জানি না জীবনের আর কতগুলি দিন
এ ভাবে কেটে যাবে? মরুর তৃষ্ণার্ত বালুচরেক্ষ৷
ভাগ্য এক বিভিষীকা ময়,
কী যে আছে লেখা তাহার পরিহাস,
যদি বসন্ত দিয়েছে ধরা, না ধরার মত
এক ঝড়ে ঝরিয়েছে মুকুল যত ৷
তাই ফাগুনের পাখি আসিবে কবে ?
রয়েছি প্রতীক্ষায়, এই অবেলায়
বনের পথহারা পাখি আসিয়া পূর্ণিমায়
বিরহের গান গেয়ে কাঁদিয়ে যায় আমায়৷
ওরে আকাশ ঝরা বৃস্টি ধারা
পড়না আমার গায়....,
শীতল ধারা তৃপ্ত কর উষ্ন আঁখিজল
ক্রন্দন সুধা লভিয়া হয়ে উঠুক চঞ্চল,
আমি বাঁশুরীর তালে গেয়েছি গান
ভরেছে আকুল প্রান, হেরেছে অভিমান !
ব্যাথা শুধু মৌন বীণার না বলা বুলি
নিভৃত অন্ধকারে অলক্ষ্যে, মায়ার সাগরে ভেসে চলি ৷৷

.                          ***************                         
.                                                                                
সূচীতে . . .    


মিলনসাগর