আমি সপনে রয়েছি ঘোর মোর সপন ভাঙ্গাওনা প্রিয়তম, বাস্তবের বেদনা মম সপনে সে তো প্রেম সম৷ রৌদ্র বৈশাখীর ঝড় ঝাপ্টা যেন আপন হারানোর শোক তাই শীতল বালুচর মাঝে দেখিতেছি তোমার শুভ্র চোখ বাস্তবের হারানো আপনজন আসেনাতো ফিরে আর সপনের মাঝে দিয়েও বিদাই আসে ফিরে বারবার৷ যে পথ হতে তুমি গিয়েছ চলে আজ একেবারে দিয়েছ ভুলে তাই সেই পথে হায়, খুঁজিয়া বেড়াই আমার ঝরা মুকুল সপনের মাঝে আমার মুখোপানে তুমি চেয়ে আছ আনমনে আমারে ভাবিয়া নয়ন ভরেছে জলে বসিয়াছ সাধের বাতায়ন পানে ৷ আমার শুণ্য মনে তুমি আসিয়া অবেলায় সাজালে আমার গলায় প্রসন্নতার প্রেম মালায়৷ মোছালে বিরহে ঝরা অশ্রুজল তোমার হাতখানি দিয়ে জুড়াল সকল ব্যাথা তোমার আঙ্গিনায় গিয়ে ঘুম হতে উঠে দেখি, এতো! বাস্তব নহে, স্বপ্নের ভাবনা তাই বলি প্রিয়তম..... আমার সপন ভাঙ্গাওনা ৷৷ . *************** . সূচীতে . . .
আজ পঁচিশ বসন্ত পেরিয়েছি, তবে ফোটেনি কোন ফুল... যদিও ফুল গুলি ফুটব বলে এসেছিল তা অকালেই ঝরে গেল ৷ এ যে নয় কোন ভাবনার কবিতা সত্যি জীবন আমার, তীব্র প্রতীক্ষা জানি না জীবনের আর কতগুলি দিন এ ভাবে কেটে যাবে? মরুর তৃষ্ণার্ত বালুচরেক্ষ৷ ভাগ্য এক বিভিষীকা ময়, কী যে আছে লেখা তাহার পরিহাস, যদি বসন্ত দিয়েছে ধরা, না ধরার মত এক ঝড়ে ঝরিয়েছে মুকুল যত ৷ তাই ফাগুনের পাখি আসিবে কবে ? রয়েছি প্রতীক্ষায়, এই অবেলায় বনের পথহারা পাখি আসিয়া পূর্ণিমায় বিরহের গান গেয়ে কাঁদিয়ে যায় আমায়৷ ওরে আকাশ ঝরা বৃস্টি ধারা পড়না আমার গায়...., শীতল ধারা তৃপ্ত কর উষ্ন আঁখিজল ক্রন্দন সুধা লভিয়া হয়ে উঠুক চঞ্চল, আমি বাঁশুরীর তালে গেয়েছি গান ভরেছে আকুল প্রান, হেরেছে অভিমান ! ব্যাথা শুধু মৌন বীণার না বলা বুলি নিভৃত অন্ধকারে অলক্ষ্যে, মায়ার সাগরে ভেসে চলি ৷৷ . *************** . সূচীতে . . .