দেবদূতের প্রতি রাজা অরিষ্টনেমি
কবি অনুরূপা দেবী
ভারতী পত্রিকার পৌষ ১৩১৭ সংখ্যা ( জানুয়ারী ১৯১১ ) থেকে নেওয়া।
( যোগবাশিষ্ট প্রথম সর্গ )
চির বসন্ত বিরাজিত সেই নন্দন উপবন!
গন্ধ প্রবাহি স্নিগ্ধ পবনে মুগ্ধ হৃদয় মন!
যন্ত্র মিলিত স্বর্গ রাগিণী দিবস রাত্রি বাজে,
মৃত্যুঞ্জয়
কবি অনুরূপা দেবী
ভারতী পত্রিকার বৈশাখ ১৩২৩ সংখ্যা ( মে ১৯১৬ ) থেকে নেওয়া।
আপনি সন্ন্যাসী তুমি, সর্ব্বত্যাগী শিব,
. ভোলা ব্যোমকেশ।
তাই নিজ ভক্ত পেলে তারেও সন্ন্যাসী
. সাজাও মহেশ!
আপনি শ্মশানবাসী, অঙ্গে মাখ ছাই,
. ভিক্ষাপাত্র সার,---
শ্মশানবহ্নির দাহ, বক্ষে দাও তাই,
. ভক্তে আপনার।
উন্মাদ তাণ্ডব খেলা তব, ---প্রলয়ের
. গরজন গান---
তোমার আনন্দ-গীত তাই ভকতের
. রোদনের তান।
কালকূটে কণ্ঠভরা তবু মৃত্যু-জয়ী,
. তুমি মৃত্যুঞ্জয়।
অসীম দুঃখের বিষে জর্জ্জরিত নর
. তবু বেঁচে রয়।