কবি অপূর্বকৃষ্ণ ভট্টাচার্য - জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার ২৪ পরগণা জেলার গয়িপুরে। তিনি
কবিভূষণ ও জ্যোতিষশাস্ত্রী উপাধী লাভ করেছিলেন।
কর্মজীবনে তিনি কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার পদে নিযুক্ত ছিলেন।
সাহিত্য জগতে তিনি কবিতা, গল্প ও উপন্যাস লিখে পরিচিতি লাভ করেন।
তাঁর রচিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “সায়ন্তনী”, “দীপায়ন” প্রভৃতি। অন্যান্য প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে
“মধুছন্দা”, “নীরাজন”, “সভ্যতার রাজপথে”, “অন্তরীপ”, “নূতন দিনের কথা”, “ভগ্ননীড়” প্রভৃতি। বিভিন্ন পত্র
পত্রিকায় তিনি নিয়মিত লেখালেখি করে গিয়েছেন।
আমরা মিলনসাগরে কবি অপূর্বকৃষ্ণ ভট্টাচার্যর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে
এই প্রচেষ্টাকে সার্থক বলে মনে করবো।
কবি অপূর্বকৃষ্ণ ভট্টাচার্যর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
উত্স - সুবোধচন্দ্র সেনগুপ্ত ও অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, ১৯৭৬।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১৭.৬.২০১৬
...