কবি অরুনিমা মন্ডল দাস - জন্মগ্রহণ করেন পূর্ব মেদিনীপুর জেলারর মুগবেড়িয়া গ্রামে। সেখানেই
তাঁর পৈতৃক বাড়ী। পিতা বর্তমান কিন্তু ছোটবেলাতেই তিনি তাঁর মাকে হারিয়েছেন। তাঁরা দুই বোন
অনেক কষ্টে মানুষ হয়েছেন।
কবি ছোটবেলা থেকেই লেখালেখি করতে ভালোবাসতেন। উচ্চমাধ্যমিকের পর তাঁর বিয়ে হয়ে যায়।
বিয়ের পরে পড়াশোনা চালিয়ে যান। এখন নিজেকে কবি হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে চান। কবির বর্তমান
ঠিকানা দক্ষিণ ২৪পরগণার কাকদ্বীপের বসন্তপুর।
আমরা কবির কাছে কৃতজ্ঞ কারণ তিনি তাঁর কবিতা নিজে বাংলায় টাইপ করে পাঠিয়েছেন।
আমরা মিলনসাগরে কবি অরুনিমা মন্ডল দাসের কবিতা তুলে আনন্দিত।
কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল - arunimaengma@gmail.com
কবির ফেসবুক পাতা - www.facebook.com/arunimamandal.das
উত্স - কবির সঙ্গে ইমেলে পত্রালাপ।
কবি অরুনিমা মন্ডল দাসের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২৫.০৮.২০১৫
পরিবর্ধিত সংস্করণে আরও কবিতা - ১৪.৯.২০১৫
...