কবি অসিতকুমার হালদারের কবিতা
*
বিভীষণের বিভীষিকা
(নাট্য কনিকা)
কবি অসিতকুমার হালদার
কবি প্রেমেন্দ্র মিত্র সম্পাদিত, রংমশাল পত্রিকার, মাঘ ১৩৪৪ (জানুয়ারী ১৯৩৮) সংখ্যা
থেকে নেওয়া।

প্রথম দৃশ্য

[ বিভীষণ পাতালপুরীতে তাঁর রাজদরবারে বসে আছেন, পাশে অহি-রাবণ মহী-রাবণ দুটি
নাতি এবং পিছনে পর্দার আড়ালে রাণী সরমা সমাহিতা। সকলেই পাঠকের নিকট রামায়ণ
শুনচেন। ]

          

.           ***************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর


[ ঠিক এই সময় একজন নাগ প্রগরী হন্তদন্ত হয়ে একজন হ্যাট্-কোট-টাই ধারী হাল ফ্যাসনের
যুবককে ধরে এনে হাজির করলে ]


( প্রথম দৃশ্য শেষ )



দ্বিতীয় দৃশ্য

[ মহারাজ বিভীষণ, অহি ও মহি পাতালের এক অন্ধকার গুহার মধ্যে আব্ ছা দেখা যাচ্চে
দেবকীকে চোখ বেঁধে তাঁরা সেখানে এনেচেন। ]


( অহী দেবকীর চোখ খুলে দেওয়ার পর সামনে একটি অসমাপ্ত সিঁড়ি দেখে )


[ দুম দাম সিঁড়ি ভাঙা শব্দ হতে লাগল, আর নেপথ্যে জাহাজের ভোঁ বেজে উঠ্ ল। ]