ব্রতপূর্ণ ২য় খণ্ড, পৃঃ ৪০৯, রামবাগানে পদার্পণ কবি অতীন্দ্র লাল দাশ রচনা – ২৪ / ০৯ / ১৯৫৯, উদয়পুর শ্রীমতী মাধুরীকণা দাশ প্রকাশিত “পঙ্কজ” কাব্যগ্রন্থ থেকে নেওয়া
অপূর্ব বালক ২য় খণ্ড, পৃঃ ৪১২, মহাপুরুষ দর্শন কবি অতীন্দ্র লাল দাশ রচনা – ২৪ / ০৯ / ১৯৫৯, উদয়পুর শ্রীমতী মাধুরীকণা দাশ প্রকাশিত “পঙ্কজ” কাব্যগ্রন্থ থেকে নেওয়া
অতুলের সঙ্গে করি শ্রীবন্ধু সুন্দর পাবনা ঘাটেতে আসে নব সুধাকর | ইষ্টিমার হতে দেখে একটি বালক, অপরূপ ক্লান্তি ভার চাহে অপলক | বন্ধু কহে অতুলেরে, “অপূর্ব এ ধন, দিব্য শিশু, দিব্য ভাব, সুনির্মল মন | নামাবলী দিয়ে এস মস্তকে তাহার, স্পর্শি তারে ধন্য কর দেহ আপনার |” অতুল চাহিয়া দেখে শোভায় অতুল, ঢল ঢল মুখখানি চরণ রাতুল | নামাবলী হাতে নিয়ে যায় ধীরে ধীরে, আবেগেতে স্নেহভরে ধরি বালকেরে | মস্তকে জড়ায়ে দিল পুতঃ নামাবলী, সহসা হৃদয় তার উঠিল আকুলি |
শিব, ওকে নাও ২য় খণ্ড, পৃঃ ৪১৩, শিব ওকে নাও কবি অতীন্দ্র লাল দাশ রচনা – ২৪ / ০৯ / ১৯৫৯, উদয়পুর শ্রীমতী মাধুরীকণা দাশ প্রকাশিত “পঙ্কজ” কাব্যগ্রন্থ থেকে নেওয়া
বৈষ্ণব চাঁড়াল ২য় খণ্ড, পৃঃ ৪২৬, ভক্তোচ্ছিষ্ট গ্রহণ কবি অতীন্দ্র লাল দাশ রচনা – ২৫ / ০৯ / ১৯৫৯, উদয়পুর শ্রীমতী মাধুরীকণা দাশ প্রকাশিত “পঙ্কজ” কাব্যগ্রন্থ থেকে নেওয়া
নদী তীরে পরিচ্ছন্ন ঘর কয়খানি, চাঁড়াল বৈষ্ণব এক নাম বঙ্কুমান বাস করে তথা সুখে করে হরিনাম, নিত্য পূজে রাধাকৃষ্ণে নয়নাভিরাম, নিবেদিয়া ভোগরাগ পায় সে প্রসাদ, সদা ব্রত আচরণ নাহি অবসাদ |
মান – মুক্ত ২য় খণ্ড, পৃঃ ৪২৮, “চাঁড়ালের ভাত খায়” কবি অতীন্দ্র লাল দাশ রচনা – ২৫ / ০৯ / ১৯৫৯, উদয়পুর শ্রীমতী মাধুরীকণা দাশ প্রকাশিত “পঙ্কজ” কাব্যগ্রন্থ থেকে নেওয়া
জগাই সেই ২য় খণ্ড, পৃঃ ৪২৯, ‘জগার নাম লবি’ কবি অতীন্দ্র লাল দাশ রচনা – ২৫ / ০৯ / ১৯৫৯, উদয়পুর শ্রীমতী মাধুরীকণা দাশ প্রকাশিত “পঙ্কজ” কাব্যগ্রন্থ থেকে নেওয়া
নিত্য করে ভক্তি কর্ম অতুল সুজন শিবের আদেশ মত টহল কীর্ত্তন | একদা দুর্যোগ দিনে উঠিয়া সকালে অভুল কীর্ত্তন করে বসি কুতুহলে |
* * * *
ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে | যে জন গৌরাঙ্গ ভজে সে জন আমার প্রাণ রে ||”
* * * *
শিব বলে, “চিন না কি বন্ধু রতন ? জগা যে জগৎ বন্ধু বন্ধু সেই জন--- বন্ধু শিব, বন্ধু শুভ বন্ধু প্রাণারাম, প্রাণ ভরে গাহ তবে ‘জগদ্বন্ধু’ নাম |”
* * * *
নেচে নেচে বাহু তুলে গাহে অবিরাম দুঁহু দোঁহা প্রেম ভরে ‘জগদ্বন্ধু’ নাম |