কবি অতীন্দ্রলাল দাশের কবিতা |
জাতির জনক কবি অতীন্দ্র লাল দাশ রচনা –১৩ / ১০ / ১৯৬৫ শ্রীমতী মাধুরীকণা দাশ প্রকাশিত “পঙ্কজ” কাব্যগ্রন্থ থেকে নেওয়া ওগো মহাত্মা জাতির জনক আজি এ পুণ্য লগনে মহা সংকটে জাতির জীবনে তোমারে পড়িছে মনে | সত্য অহিংসা তোমার মন্ত্র অটুট মনের বল মরিব তবুও ডরিব না কভু ধরমেতে অবিচল পাক চীনাদের কূট চক্রের দানবীয় হুঙ্কার মাতৃ অঙ্গে আঘাত হানিয়া ফিরে আসে বার বার | আঘাতে আঘাতে সুপ্ত সিংহ জাগিয়া উঠেছে আজি নূতন যুগের আসিয়াছে ডাক কি সুর উঠেছে বাজি | অসুরের দলে ধ্বংস করিবে এক জাতি এক প্রাণ জাতির জনক দাও এ আশীষ কর এ শক্তি দান || . **************** . সূচিতে . . . মিলনসাগর |