কবি অতীন্দ্রলাল দাশের কবিতা
*
ভগবান শ্রীকৃষ্ণ
কবি অতীন্দ্র লাল দাশ
রচনা – ০৬ / ০৬ / ১৯৬০
শ্রীমতী মাধুরীকণা দাশ প্রকাশিত “পঙ্কজ” কাব্যগ্রন্থ থেকে নেওয়া

তোমারপার্থ লয়েছে শরণ তোমার চরণতলে,
রথের অশ্ব সংযত কর, বনমালী অবহেলে |
দেহ-রথ-শিরে শোভে কপি শির এই কপিদ্বজ রথ,
ছয়-রিপু তেজে ছয়টি অশ্ব টেনে চলে এ শকট,
কর্ম্ম ক্ষেত্র কুরুক্ষেত্র জীবন যুদ্ধ চলে,
ভোগে আর ত্যাগে চির দ্বন্দ্বের কুরু পান্ডব দলে |
পার্থ তোমার অর্জ্জুন হল অর্জ্জন করি তোমা
নয়নে দানিলে জ্ঞান অঞ্জন ঘুচে অজ্ঞান অমা |
পাঞ্চজন্য বাজায়ে তোমার, জাগালে পঞ্চপ্রাণ,
সুরের পরশে জাগালে হরষ গাহিয়া গীতার গান |
জ্ঞান ও কর্ম্ম ভকতি-ভাবের বহালে ত্রিবেণী ধারা
প্রবাহে যাহার ধন্য হইল বিশ্ব নিখিল ধরা |
বাঁশীর কিশোর বাজাও বাঁশরী মলয় পবন বহে
কালীয়রে তুমি দমন করিলে কামনা-কালীয় দহে |
গোঠে চলিয়াছে গোষ্ঠ বিহারী সাজিলে রাখাল রাজা,
রাখাল সখায় বাসিয়াছ ভাল অসুরে দিয়েছ সাজা |
নুপূর বাজায়ে ছন্দে ছন্দে নেচে নেচে তালে তালে
এস এস ওগো নন্দ দুলাল হৃদি যমুনার কুলে |
ধরম রাজ্য স্থাপিয়াছ তুমি অধর্মের অবসান
সত্য নিত্য দানিয়াছ প্রেম যুগে যুগে ভগবান |

.                    ****************                                
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
লোহিত
১৯৬২ সালে চীনের আগ্রাসন নিয়ে লেখা কবিতা।
কবি অতীন্দ্র লাল দাশ
রচনা –১২ / ১২  / ১৯৬২
শ্রীমতী মাধুরীকণা দাশ প্রকাশিত “পঙ্কজ” কাব্যগ্রন্থ থেকে নেওয়া

মহাভারতের পূরব প্রপান্তে নেফার অরূণাচল
লোহিতের বুকে রক্তের তৃষা জেগে উঠে চঞ্চল |
বন্ধুর পথ দুর্গম করি থরে থরে গিরি রাজি
পীত দানবের হুঙ্কার ধ্বনি সহসা উঠিল বাজি |
ভগবদ্ দ্বেষী মানবতা বৈরী ছলে বলে কৌশলে,
ভারত ভূমিরে গ্রাসিবারে চায় ন্যায় নীতি পায়ে দলে |

*     *     *     *        

মাতৃভূমি দীক্ষিত যত মায়ের সু-সন্তান
স্তব্দ করিতে অসুরের দলে হয়ে যায় আগুয়ান |
অস্ত্রে অস্ত্রে ভীম-পরিচয় ছুটিল প্রভঞ্জন
হাজারে হাজারে শত্রু মরিল ভারতের দুষমন |
শত শহীদের লহু ঝড়ে ঝড়ে তিতিল ধরণীতল
রক্তে তাদের লাল হয়ে গেল লোহিত নদীর জল |

*     *     *     *   

ওয়ালংয়ে আর লোহিতের বুকে সমর নহেত শেষ,
অসুর নিধন তান্ডব নাচে শংকর ব্যোমকেশ |
ত্রিনয়নে জ্বলে ধ্বক্ ধ্বক্ জ্বালা বম্ বম্ গাল বাজে
নব ভার্গব কঠোর কুঠারে উদ্যত রণ সাজে |
পরশুরামের কুন্ডের তীরে বীর্য বহ্নি জ্বলে,
রুদ্র ঈশান বাজায় বিষাণ ফুঁসিছে নাগিনী দলে |

*     *     *     *   

আকাশে বাতাসে ধনিয়া উঠিল অগ্নি দীপক তান,
দৃপ্ত চমকি জাগিয়া উঠেছে ভারতের সন্তান |
অমৃত মন্ত্রে দীক্ষা নিয়েছে ভারত সে অক্ষয়
রণ দুর্যোগে তূর্য্য ফুকারে জয় ভারতের জয় |
এ নহে কাহিনী এ নহে স্বপন জেনেছি সুনিশ্চয়
মানবের জয় দানবের ক্ষয় জয় ভারতের জয় |

.                    ****************                                
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
অর্ঘ্য
কবি অতীন্দ্র লাল দাশ
রচনা – ০৩ / ০৪ / ১৯৬৪
শ্রীমতী মাধুরীকণা দাশ প্রকাশিত “পঙ্কজ” কাব্যগ্রন্থ থেকে নেওয়া

ধীরে বহি চলে গোমতী গঙ্গা, পূত তাহার তীর
পুণ্য তীর্থ, চরণ পরশে শঙ্কর ভবানীর ||
দেউলে দেউলে শঙ্খ ধ্বনিত মঙ্গল আরতির
মলয় পবনে বারতা জানায় স্বস্তি ও শান্তির ||
পূরবাচলের উদয় শিখরে রাধা কিশোরের পুরে
স্বাগত জানাই মহান অতিথি শুভ বাণী মন্দিরে ||
জীবন তোমার অগ্নিশুদ্ধ ওগো বিপ্লবী বীর
দুঃখ পীড়নে তীর দহনে কল্যাণব্রতী স্থির |
কালের চক্র ঘুরে অবিরাম রচি চলে ইতিহাস
কত রাজ্যের ভাঙ্গা গড়া হয় কত হাসি পরিহাস ||
সাধনা তোমার সিদ্ধির পথে মুক্তিমন্ত্র জপি
কালের পাষাণে রক্ত আখরে ফুটে নব শিলালিপি ||
আজও অসুরের রণ তান্ডব গর্জ্জন হুঙ্কার |
এখনও থামেনি আর্ত পীড়িত মানুষের হাহাকার ||
“অভী” মন্ত্রের মন্ত্রীর রূপে দাও আশা ভাষা ঋক্ |
নব-মানবতা --- বহ্নি-বীর্যে ধ্বনিয়া উঠুক দিক ||
ললাটে তোমার জয়ের তিলক গাহি তব জয়গান |
শ্রদ্ধা-পূরিত ভকতি-সিক্ত লহ অর্ঘ্য দান ||

.                    ****************                                
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
প্রণাম
কবি অতীন্দ্র লাল দাশ
শ্রীমতী মাধুরীকণা দাশ প্রকাশিত “পঙ্কজ” কাব্যগ্রন্থ থেকে নেওয়া

বারে বারে আসে ফিরে
.              জন্ম দিনের ডাক
তোমায় মোরা জানাই প্রণাম
.             ২৫শে বৈশাখে ||
মহান কবি অমর রবি
.             স্মরণ তাঁহার নাই
ছন্দে-গানে রূপে রসে
.             দেখা সদা পাই ||
তোমার “শিশু” আজো আছে
.             তোমার “বলাকা”
“সোনার তরী” বেয়ে চলে
.             উড়িয়ে পতাকা ||
“গীতাঞ্জলি” র অঞ্জলি যে
.             সুরে সুরে ভরা
মন মাতানো প্রাণ মাতানো
.             সে সুর না যায় ছাড়া ||
তোমার ভারত সাগর তীরে
.             দাঁড়িয়ে আছ তুমি
তোমায় আজি প্রণাম জানাই
.             তোমার চরণ চুমি ||

.                    ****************                                
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
আচার্য প্রণাম
কবি অতীন্দ্র লাল দাশ
রচনা –২২ / ০৪  / ১৯৬১
শ্রীমতী মাধুরীকণা দাশ প্রকাশিত “পঙ্কজ” কাব্যগ্রন্থ থেকে নেওয়া

হে আচার্য লহ গো প্রণাম
.          জ্ঞানের তাপস গুণধাম |
নব দিগন্তে উদিলে চন্দ্র
.          সদা প্রফুল্ল অন্তর
সুপ্ত জাতির ভাঙ্গাইলে ঘুম
.          দানিয়া নবীন মন্তর
জ্ঞানের আলোকে
.          জাগিল পুলকে
গাহি জীবনের জয় গান |
চির সন্ন্যাসী শঙ্কর-সম
.          পুত পবন বহ্নিশিখা
মাতৃ ভূমির উজলিলে মুখ
.           ঘুছায়ে সকল কালীমা লিখা |
করমে ধরমে
ভকতি ও প্রেমে
ভারত মায়ের সুসন্তান |

.                    ****************                                
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
জাতির জনক
কবি অতীন্দ্র লাল দাশ
রচনা –১৩ / ১০  / ১৯৬৫
শ্রীমতী মাধুরীকণা দাশ প্রকাশিত “পঙ্কজ” কাব্যগ্রন্থ থেকে নেওয়া

ওগো মহাত্মা          জাতির জনক
আজি এ পুণ্য লগনে
মহা সংকটে          জাতির জীবনে
তোমারে পড়িছে মনে |

সত্য অহিংসা         তোমার মন্ত্র
অটুট মনের বল
মরিব তবুও           ডরিব না কভু
ধরমেতে অবিচল

পাক চীনাদের          কূট চক্রের
দানবীয় হুঙ্কার
মাতৃ অঙ্গে            আঘাত হানিয়া
ফিরে আসে বার বার |

আঘাতে আঘাতে           সুপ্ত সিংহ
জাগিয়া উঠেছে আজি
নূতন যুগের           আসিয়াছে ডাক
কি সুর উঠেছে বাজি |

অসুরের দলে            ধ্বংস করিবে
এক জাতি এক প্রাণ
জাতির জনক          দাও এ আশীষ
কর এ শক্তি দান ||

.                                    ****************                                
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
প্রাণ প্রতিষ্ঠা
আচার্য জগদীশ জন্মশতবার্ষিকী
কবি অতীন্দ্র লাল দাশ
রচনা –৩০ / ১১  / ১৯৫৭
শ্রীমতী মাধুরীকণা দাশ প্রকাশিত “পঙ্কজ” কাব্যগ্রন্থ থেকে নেওয়া

হে আচার্য জগদীশ
নব ভারতের ওগো বিজ্ঞানী তাপস,
আজি হতে শত বর্ষ আগে
সিপাহীবিদ্রোহ-রূপে দীপ্ত হোমানলে---
অগ্নি শুদ্ধ পূতঃ প্রাণ জাগে ||
সেই প্রাণ জগতের জগদীশরূপে
জন্ম নিলে অভিশপ্ত বন্দীনী ভারতে ||
জ্ঞান-বিজ্ঞানের দীপ্ত আলো জ্বালি,
পঞ্চপ্রাণ পঞ্চপ্রদীপের শিখায় শিখায়
মাতৃমুখ উজলিলে অতুল প্রভায় ||
প্রাণময় জগতের অণুতে অণুতে,
প্রাণের চাঞ্চল্য গুপ্ত তনুতে তনুতে,---
পাথরেও প্রাণ আছে
প্রাণ আছে পাতায় পাতায় ||
ভারতের এই প্রাণমন্ত্র বিজ্ঞানিত করি---
দীক্ষিত করিলে তুমি সেই মন্ত্র দিয়া
জড়বাদী পৃথিবীরে ||
ভঙারত শ্মশান মাঝে
শব সাধনায় যেন সিদ্ধ তুমি,
প্রাণ মন্ত্র উচ্চারিয়া প্রাণদান করিয়াছ তুমি ||
সেই প্রাণ শক্তি বলে জেগেছে ভারত
আজি মুক্ত জননী তোমার ||
মুক্ত ভারতের ওগো পুরোধা ঋত্বিক,
যুগে যুগে বহি আনো বিজ্ঞান সমিধ্ ,
অনির্বাণ হোমানলে অজ্ঞান সন্তাপ
তিলে তিলে দগ্ধ করি সর্ব অভিশাপ
দানো প্রাণ নব নব উত্তর সাধকে |
জাগুক বিপুল প্রাণ সর্ব দিকে দিকে ||
.        হে বরেণ্য আচার্য প্রবর
.        তোমারে প্রণাম করে সর্বচরাচরে ||

.                          ****************                                
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
শহীদ স্মরণে
কবি অতীন্দ্র লাল দাশ
শ্রীমতী মাধুরীকণা দাশ প্রকাশিত “পঙ্কজ” কাব্যগ্রন্থ থেকে নেওয়া

মুক্তিমন্ত্রে দীক্ষা দানিয়া
.             করিলে জীবন দান
মৃত্যুর পথে আনিলে অমৃত
.             দানিলে নবীন প্রাণ
অত্যাচারীর শাণিত কৃপাণ
.             ভেঙ্গে হল খান খান
টুটে শৃঙ্খল জাগে চঞ্চল
.             নিশি হল অবসান |
মুক্তি যুদ্ধে আহুতি তোমার
.             হয়নিক নিষ্ফল
ওগো মহাদেব দানিলে অমৃত
.              পান করি হলাহল
যুক্ত ভারতে মুক্ত পথিক
.                গাহি তব জয় গান
মুক্ত জাতির শ্রদ্ধাপূরিত
.                করিনু অর্য্য দান |

.                          ****************                                
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
সুভাষ স্মরণে
কবি অতীন্দ্র লাল দাশ
শ্রীমতী মাধুরীকণা দাশ প্রকাশিত “পঙ্কজ” কাব্যগ্রন্থ থেকে নেওয়া

আমার প্রণাম লহ বিপ্লবী সুভাষ
ভুলিয়াছ মুক্তি দীপ করি তমোনাশ |
জাতির জীবনে ওগো শাশ্বত পথিক
ধ্রুব জ্যোতি লক্ষ্য করি চল অনিমিখ |
ধন্য হল বসুন্ধরা বসুরে ধরিয়া
পুণ্য হল জন্মভূমি তোমারে বরিয়া |
কালের সমুদ্রতটে রেখে গেলে নব
রক্তের স্বাক্ষর চির পদচিহ্ন তব |
রক্ত তুমি চেয়েছিলে মুক্তিকামনায়,
তোমার আদর্শে বীর লহ গো আমার
অমৃত নন্দন তুমি মৃত্যু তব নাই
তোমার অমরবাণী শুনিবারে পাই
জলে-স্থলে-অন্তরীক্ষে নক্ষত্রের লোকে
সেই মন্ত্রে দীক্ষা দাও আনন্দ পুলকে ||

.                       ****************                                
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
পুনর্মিলন
কবি অতীন্দ্র লাল দাশ
রচনা –২২ / ১০  / ১৯৬০
শ্রীমতী মাধুরীকণা দাশ প্রকাশিত “পঙ্কজ” কাব্যগ্রন্থ থেকে নেওয়া

আমাদের এই পুনর্মিলন
.              মিল্ ছি মোরা পুনঃ
স্মেহ প্রীতির বাঁধন এযে
.               মালিন্য নাই কোন |
বিদ্যা ভবন মাতৃ সম
.                সে যে অনুপম
মায়ের স্নেহ সুধার ধারা
.                সবার সেরা ধন |
প্রাণে প্রাণে ঝঙ্কারিছে
.                সরস্বতীর বীণা
সপ্ত সুরের ঐক্য তানে
.                পুলক অজানা |
সবার উপর তীর্থ এ যে
.                 পূতঃ ইহার ধূলি |
ধন্যমানি আপনারে
.                  মাথায় তারে তুলি |
আবার বুঝি সরল শিশু---
.                   নব জন্ম মোর,
স্মৃতির মধুর স্বপন জালে
.                   হৃদয় হল ভোর |
আনন্দে আজ ছন্দে নাচে
.                   হৃদয় যে আমার,
জানাই আমার স্নেহ-প্রীতি,
.                   জানাই নমস্কার ||

.                       ****************                                
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর