কবি অতুলকৃষ্ণ মিত্রর গান ও কবিতা
যে কোন কবিতার উপর ক্লিক করলেই সেই কবিতাটি আপনার সামনে চলে আসবে।
শ্যামা সঙ্গীত, ভজন ও অন্যান্য ভক্তিগীতি
আমার জ্বালার উপর জ্বালা দেয় সে চিকন কালা সই
আমার সাধ না মিটিল, আশা না পুরিল
আমি কালারে পাইতে, সকলি ত্যজিনু
ও মা আমার যে তুই মায়ের মতো মা
কেন কেঁদে হবি সারা ধারা মুছে আয় মা
কোলে তুলে নে মা কালী
মঙ্গল করো শিবসঙ্গিণীগো
( মা ) এরা আমায় বড়ো ভয় দেখায়
শুন হে পরান-বঁধু
সরো হে এখনো রাধারমণ
গান
অভাগিনী জেলেখা না জীয়ে চাহিয়ে চাহিয়ে
আমার দুঃখের হাসি দেখবি যদি আয়
( আহা ) প্রাণ দিয়ে সই প্রাণের ছবি হাতে এঁকেছে
( ও সে ) আমায় কেন কাঁদায় দিবা রাত
কই আর তো সে এল না
কই কেউ বলে না আমায়
গয়লা দিদি লো, তোমার ময়লা বড়া প্রাণ
টান পড়েছে আর কি থাকে প্রাণ
নব নলিনী নয়ন নীর নিবার লো
প্রেম পরশমণি, পরশে আবেশিনী
প্রেমের ভিখারিনি ভিক্ষা মাগে
ফুটেছে ফুলটি সাধের রেখেছি সঙ্গোপনে
বিদেশী বঁধু বিদেশিনী চায়
বিয়ের ব্যাপার সব দেশে
ভালোবাসতে ভালো ছুঁতে পায় কে তায়
মালঞ্চে ফুল আপনি ফোটে বাস বিলাতে চায়
রূপে আপন হারা
শুধাই বঁধু প্রেমের সুধার পিয়াসা কি মেটে না
( সে যে ) ধরা দিতে ধরা নেয় না
গীতিনাট্য (অংশ)
অসংখ্য শিষ্যের মাঝে সত্যধর্ম্ম-প্রচাকর আছি দাঁড়াইয়া
( ধর্ম্মবীর মহম্মদ )
রণমদে প্রমত্ত বীরবর নিকর
( ধর্ম্মবীর মহম্মদ )
ওই দ্যাখ দিদি ওই দ্যাখ
( নিত্যলীলা বা উদ্ধব-সংবাদ )
( ওই ) নলিনী মলিনী ওর দিনমণি চলে যায়
( নিত্যলীলা বা উদ্ধব-সংবাদ )
হিন্দী গান
পিয়ালা না সাফ হোনে দেও
পুরা --- পিয়ালা পিয়ালা সবার পিয়া
( মেরে ) চিত চোরয়লি চতুর নেহারে
মিলনসাগর
১।
২।
৩।
৪।
৫।
৬।
৭।
৮।
৯।
১০।
১১।
১২।
১৩।
১৪।
১৫।
১৬।
১৭।
১৮।
১৯।
২০।
২১।
২২।
২৩।
২৪।
২৫।
২৬।
২৭।
২৮।
২৯।
৩০।
৩১।
৩২।
৩৩।
৩৪।
৩৫।
৩৬।
কবি অতুলকৃষ্ণ মিত্রর পরিচিতির পাতায় . . .