কবি অতুলকৃষ্ণ মিত্রর গান ও কবিতা |
অভাগিনী জেলেখা না জীয়ে চাহিয়ে চাহিয়ে কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র দেবজিৎ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “বেশ্যাসংগীত বাইজিসংগীত” (২০০১) গীত সংকলন থেকে নেওয়া। অভাগিনী জেলেখা না জীয়ে চাহিয়ে চাহিয়ে, কাঁদে চকোরী, চাঁদে সুধা না পিয়ে॥ যৌবন জাগে, যাচে সোহাগে, প্রেম ভিখারিণী নব অনুরাগে ; সাধে, বিশাদ আসে বাদ সাধিয়ে। অভাগিনী জেলেখা না জীয়ে॥ থর থর কলেবর, নৈরাশ বিষধর, করিছে জরজর, রহিয়ে রহিয়ে, ভালোবাসা ভরা বুক, দংশে আসিয়ে। অভাগিনী জেলেখা না জীয়ে॥ . ********************** . সূচিতে . . . মিলনসাগর |
আমার জ্বালার উপর জ্বালা দেয় সে চিকন কালা সই কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র দেবজিৎ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “বেশ্যাসংগীত বাইজিসংগীত” (২০০১) গীত সংকলন থেকে নেওয়া। আমার জ্বালার উপর জ্বালা দেয় সে চিকন কালা সই, বলে ভালোবাসার আশা ভালো, বাসিয়ে ভালো নই॥ সে যে ভক্তি দিলে প্রেমের কথা কয়, প্রেমের আপন বোলে বাঁধন দিলে আপন হারা রয়, এখন কোন পথে যাই, কার পানে চাই, কার কাছে কি কই। সে যে ঠাঁই দিলে পায় চায় না কিছু, মিশিয়ে তাতে রই॥ . ********************** . সূচিতে . . . মিলনসাগর |
আমার সাধ না মিটিল, আশা না পুরিল কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত “বাঙালীর গান” (১৯০৫) সংকলন থেকে নেওয়া। এই গানটি দেবজিৎ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “বেশ্যাসংগীত বাইজিসংগীত” (২০০১) গীত সংকলনেও রয়েছে। ॥ মিশ্র ললিত, একতাল ॥ আমার সাধ না মিটিল, আশা না পুরিল। সকলি ফুরায়ে যায় মা। জনমের শোধ, ডাকি গো মা তোরে, কোলে তুলে নিতে আয় মা॥ পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালো বাসিতে জানে না, যেথা আছে শুধু ভালো বাসাবাসি, সেথা যেতে প্রাণ চায় মা॥ বড় জ্বালা সয়ে বাসনা ত্যজেছি, বড় দাগা পেয়ে কামনা ভুলেছি, অনেক কেঁদেছি কাঁদিতে পারি না বুক ফেটে ভেঙে যায় মা। স্বরগ হইতে, জ্বালার জগতে, কোলে তুলে নিতে আয় মা॥ . ********************** . সূচিতে . . . মিলনসাগর |
আমি কালারে পাইতে, সকলি ত্যজিনু কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র দেবজিৎ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “বেশ্যাসংগীত বাইজিসংগীত” (২০০১) গীত সংকলন থেকে নেওয়া। আমি কালারে পাইতে, সকলি ত্যজিনু কত লোকে কত কয়। কলঙ্ক পশরা শিরে যার তরে সে ধন অপরে লয়॥ কেমনে বা সই, কেমনে বা রই, কিসে বা বাঁধিব হিয়া। আমার নাগর, যায় পর ঘর, আমার আঙিনা দিয়া॥ দেখিব যে দিনে, আপন নয়নে, তার সনে মোর কথা। মুড়াইব কেশ, ছিঁড়িব সুবেশ, ভাঙিব আপন মাথা। প্রাণনাথে মোর এমন করিল কে, আমার এ প্রাণ, জ্বলিছে যেমন এমন জ্বলুক সে॥ . ********************** . সূচিতে . . . মিলনসাগর |
( আহা ) প্রাণ দিয়ে সই প্রাণের ছবি হাতে এঁকেছে কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র দেবজিৎ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “বেশ্যাসংগীত বাইজিসংগীত” (২০০১) গীত সংকলন থেকে নেওয়া। ( আহা ) প্রাণ দিয়ে সই প্রাণের ছবি হাতে এঁকেছে। তুলিতে ললিতে ভালো তুলে লয়েছে॥ ভালো তুলেছ ললিত ঠাম, কমনীয় সম কাম, চোখে মুখে ভালোবাসা উছলে দেছে। ওলো তুলিতে ললিতে ভালো তুলে লয়েছে॥ . ********************** . সূচিতে . . . মিলনসাগর |
( ও সে ) আমায় কেন কাঁদায় দিবা রাত কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র দেবজিৎ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “বেশ্যাসংগীত বাইজিসংগীত” (২০০১) গীত সংকলন থেকে নেওয়া। ( ও সে ) আমায় কেন কাঁদায় দিবা রাত। ( সে তার ) প্রাণের পানে চাইলে, বুকে সহায় শেলাঘাত॥ প্রাণেতে তার প্রেমের নিশানা, দেখতে পেয়ে চাই পেতে তায় মানি না মানা ; পাই কি না পাই, সাধ করে তাই কচ্ছি দেহ পাত। . ********************** . সূচিতে . . . মিলনসাগর |