কবি অতুলকৃষ্ণ মিত্রর গান ও কবিতা
*
কই আর তো সে এল না
কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র
দেবজিৎ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “বেশ্যাসংগীত বাইজিসংগীত” (২০০১) গীত সংকলন থেকে নেওয়া।

কই আর তো সে এল না।
এল কেঁদে চলে গেল কাঁদাতে তো রইল না।
দুঃখের দুঃখী সে --- বুঝি ভালোবাসা সইল না॥
এস সই প্রাণ ভরে কাঁদি যদি দিয়েছ দেখ।
এতদিন কেঁদে সুখ পাইনি সখা॥
সে আমার --- কাশের ধ্রুবতারা, কুঞ্জে ফোটা ফুল।
কুটিরের কমলা সে --- তটিনীর কূল॥
তরণীর বুকে গড়া কল্পনা পুতুল॥

.      **********************       

.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর
*
কই কেউ বলে না আমায়
কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র
দেবজিৎ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “বেশ্যাসংগীত বাইজিসংগীত” (২০০১) গীত সংকলন থেকে নেওয়া।

কই কেউ বলে না আমায়।
কাঁদো কাঁদো মুখে কেন কেঁদে ফিরে চায়,
কেঁদে এসে এরা কেন কেঁদে ফিরে যায়॥
আপনার মতো আসে, আপনারে ভালোবাসে,
পরের মতন শেষে কোথা ভেসে যায়।
আপনি কাঁদিয়ে কেন পরের কাঁদায়॥

.      **********************       

.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর
*
গয়লা দিদি লো, তোমার ময়লা বড়া প্রাণ
কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র
দেবজিৎ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “বেশ্যাসংগীত বাইজিসংগীত” (২০০১) গীত সংকলন থেকে নেওয়া।
অতুলকৃষ্ণের “হিরন্ময়ী” নাটকের গান (মঞ্চায়ন ১৮৮৯)।

॥ মিশ্র, খেমটা ॥

গয়লা দিদি লো, তোমার ময়লা বড়া প্রাণ।
তুমি সেরেক্কে জল দু সের ঢেলে
দুধে ডাকাও বান---দুধে ডাকাও বান।
তোমার হাত পা দোলা, কোমর দোলা সার,
দোলায় নাই কিছু বাহার,
আমার কেঁড়ে থই থই অথই জলে
ভর্তি কানে কান, ভর্তি কানে কান॥

.      **********************       

.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর
*
টান পড়েছে আর কি থাকে প্রাণ
কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র
দেবজিৎ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “বেশ্যাসংগীত বাইজিসংগীত” (২০০১) গীত সংকলন থেকে নেওয়া।

টান পড়েছে আর কি থাকে প্রাণ।
বিকিয়ে গেছি যার পায়ে তার প্রাণ দিয়েছে টান॥
বিনি সুতোর বাঁধন বড় দায়, বাঁধন খুললে খোলা যায়,
সহজে আর বাঁধা না যায় ;
বাঁধন খুলবও না বাঁধবও না রাখব টানে টান॥

.      **********************       

.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর
*
নব নলিনী নয়ন নীর নিবার লো
কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র
দেবজিৎ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “বেশ্যাসংগীত বাইজিসংগীত” (২০০১) গীত সংকলন থেকে নেওয়া।

॥ খাম্বাজ, কাওয়ালি ॥

নব নলিনী নয়ন নীর নিবার লো।
বপু বিনোদ বিপিনে বিচর লো॥
বনফুল হার, দাও উপহার,
মনোমোহন মদনে আবার লো॥

.      **********************       

.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর
*
প্রেম পরশমণি, পরশে আবেশিনী
কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র
দেবজিৎ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “বেশ্যাসংগীত বাইজিসংগীত” (২০০১) গীত সংকলন থেকে নেওয়া।


প্রেম পরশমণি,                 পরশে আবেশিনী,
সুজলা সুফলা ধরণী।
প্রেম পরশ আশে,            আকাশে শশী ভাসে,
সলিল কুমুদী নলিনী॥
প্রেম পরশ ভরা                        জীবন সারা,
ফুটে তারা আপন হারা।
প্রেম পরশ ফলে,                  কল্লোল কল্লোলে,
সাগরগামিনী চটিনী॥
পাখি গায়,                        আঁখি ভেসে যায়,
ফুল্ল ফলে সোহাগে মলয় বায়,
মধু প্রেম পরশে আবেশে অলসে মানিনী॥

.      **********************       

.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর
*
বিদেশী বঁধু বিদেশিনী চায়
কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র
দেবজিৎ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “বেশ্যাসংগীত বাইজিসংগীত” (২০০১) গীত সংকলন থেকে নেওয়া।

বিদেশী বঁধু বিদেশিনী চায়।
বিদেশে নিরাশে যেন জীবন না যায়॥
বিষাদিনী বিরহিণী, এলায়ে রেখেছে বাণী,
নয়ন সলিলে ধুয়ে ধরিয়ে ও পায় ;
মুছাইয়ে কেশে শেষে ভালোবাসা চায়।
বিদেশিনী ভালোবাসা চায়॥

.      **********************       

.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর
*
ভালোবাসতে ভালো ছুঁতে পায় কে তায়
কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র
দেবজিৎ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “বেশ্যাসংগীত বাইজিসংগীত” (২০০১) গীত সংকলন থেকে নেওয়া।

ভালোবাসতে ভালো ছুঁতে পায় কে তায়।
( ও তার ) বরণ কালো দেখতে ভালো, আলোর ছটা গায়॥
ও সে জগৎ জুড়ে বাজায় বাঁশি,
শুনে সবাই হয় উদাসী,
( ও তার ) আদর ভরা বদনখানি, দেখতে ধেয়ে যায়।
চোখের দেখা দেখে শেষে মরে প্রাণের দায়॥

.      **********************       

.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর
*
মালঞ্চে ফুল আপনি ফোটে বাস বিলাতে চায়
কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র
দেবজিৎ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “বেশ্যাসংগীত বাইজিসংগীত” (২০০১) গীত সংকলন থেকে নেওয়া।

মালঞ্চে ফুল আপনি ফোটে বাস বিলাতে চায়---
ঊষার কোলে হেলে দুলে শিশির মাখে গায়॥
ফুলে ফুলে করি খেলা, ফুলে ফুলে গাঁথি মালা,
ফুলকুমারী ফুটলে আঁখি হাসলে হাসি পায়।
তাড়িয়ে অলি চুমিয়ে কলি শিহরি মলয় বায়॥

.      **********************       

.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর
*
শুধাই বঁধু প্রেমের সুধার পিয়াসা কি মেটে না
কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র
দেবজিৎ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “বেশ্যাসংগীত বাইজিসংগীত” (২০০১) গীত সংকলন থেকে নেওয়া।

শুধাই বঁধু প্রেমের সুধার পিয়াসা কি মেটে না।
প্রাণের ভালোবাসার আশায় বাসনা তো পোড়ে না॥
জ্বলে মিলে কোমলে কঠিনে,
কামনা আগুনে দিনে দিনে
নয়নে নয়নে খেলে পলক তো পড়ে না।
নিতুই নূতন সাধ আসে মানা শোনে না॥

.      **********************       

.                                                                                      
সূচিতে . . .    




মিলনসাগর