কবি অতুলকৃষ্ণ মিত্রর গান ও কবিতা
*
ফুটেছে ফুলটি সাধের রেখেছি সঙ্গোপনে
কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র
দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত “বাঙালীর গান” (১৯০৫) সংকলন থেকে নেওয়া।

ফুটেছে ফুলটি সাধের রেখেছি সঙ্গোপনে।
পবনায় আছে মানা আসেনি সুবাস হরণে॥
মনের সাধ মনে আছে, জানাইনে কারো কাছে,
পেয়েছি মনের মতন মনোমতো ধন এত দিনে ;
প্রাণ খুলে প্রাণফুল দিতে তাই
সাধ করেছি শ্রীচরণে॥

.      **********************     
  

.                                                                                      
সূচিতে . . .    


মিলনসাগর
*
কেন কেঁদে হবি সারা ধারা মুছে আয় মা
কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র
দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত “বাঙালীর গান” (১৯০৫) সংকলন থেকে নেওয়া।

কেন কেঁদে হবি সারা ধারা মুছে আয় মা।
কপালে কল্যাণী তোর সুমঙ্গল ভায় মা॥
যে আঁখি নাচিয়ে চায়, জলবিন্দু কেন তায় ;
যে অধরে মাখা হাসি সে কেন শুখায় মা।
কাঁদিয়ে কাঁদাবি কেন মায়াময়ী মায় মা॥

.      **********************       

.                                                                                      
সূচিতে . . .    


মিলনসাগর
*
সরো হে এখনো রাধারমণ
কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র
দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত “বাঙালীর গান” (১৯০৫) সংকলন থেকে নেওয়া।

॥ খাম্বাজ, একতালা ॥

সরো হে এখনো রাধারমণ,
যাই চলো গৃহকাজে।
কোরো না রঙ্গ, শ্যাম ত্রিভঙ্গ,
মরি মরি মোরা লাজে॥
জানি জানি তুমি রাধিকা-রমণ,
করেছিলে গোপীর বসন হরণ,
কত শত ছলা, জান তুমি কালা,
আসিতে রাখাল সাজে।
তুমি বনমালী যমুনা পুলিনে,
করেছিলে কেলি গোপীগণ সনে,
করে লয়ে বাঁশী মুখে মৃদু মৃদু হাসি,
প্রেমভরে গোপীমাঝে॥

.      **********************       

.                                                                                      
সূচিতে . . .    


মিলনসাগর
*
পিয়ালা না সাফ হোনে দেও
কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র
দেবজিৎ বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “বেশ্যাসংগীত বাইজিসংগীত” (২০০১) গীত সংকলন থেকে নেওয়া।

পিয়ালা না সাফ হোনে দেও, ভরো হুঁ সাকি ফিন।
হাতিকোপর হাওদা মেরে, ঘোড়েকোপর জিন॥
চলনে হোগা দিল দেনে, দিল লেনে পিয়া সাথ।
বোলনে হোগা মিঠা বোলি, দিল লেনা দেনা বাত ;
জানিকো দিল দরিয়া মেরা, উৎরানা সঙ্গিন॥

.      **********************       

.                                                                                      
সূচিতে . . .    


মিলনসাগর
*
পুরা --- পিয়ালা পিয়ালা সবার পিয়া
কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র
দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত “বাঙালীর গান” (১৯০৫) সংকলন থেকে নেওয়া।

পুরা --- পিয়ালা পিয়ালা সবার পিয়া।
ক্কুরা হরদম দিয়া সাকি ভরদম পিয়া॥
পুরা জানিকো দেলমেরা মশগুল কিয়া।
পুরা কলেজা খুলকর বেলকুল লিয়া॥

.      **********************       

.                                                                                      
সূচিতে . . .    


মিলনসাগর
*
( মেরে ) চিত চোরয়লি চতুর নেহারে
কবি গীতিকার অতুলকৃষ্ণ মিত্র
দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত “বাঙালীর গান” (১৯০৫) সংকলন থেকে নেওয়া।

( মেরে ) চিত চোরয়লি চতুর নেহারে।
হাসত না ভাষত আবকি বিচারে॥
রূপ না দেখত, গুণ না শুনত,
পিয়াস না বুঝত প্রীত কি পেয়ারে।
সিনান করায়লি নয়ন আসারে॥

.      **********************       

.                                                                                      
সূচিতে . . .    


মিলনসাগর