কবি বিদ্যুৎ ভৌমিকের গান ও কবিতা
*
হতাশা কেন
কবি বিদ্যুৎ ভৌমিক
নিজের সাথে লড়াই খুব শক্ত | একজন লড়াকু কমরেড, একজন নেতা শহীদ হলে যন্ত্রণা,
ঘৃণাই শুধু জাগে ? অবসাদও তো, সাময়িক হলেও আসতে পারে | ভীরুতা যখন সাহসের
শক্তিকে ছাপিয়ে উঠতে চায়, তখনই  তো নিজের সাথে নিজের লড়াই | নীলকমলের সাথে
লালকমলের | আর সত্যের জন্যে তখনই তো গান গাওয়া |
[
স্বপন দাসাধিকারী সম্পাদিত,  ‘এবং জলার্ক, সঙ্গীত সমাজ ইতিহাস’ এপ্রিল—সেপ্টেম্বর
২০১০ সংখ্যা থেকে নেওয়া।
]


নীল কমলের আগে রে,
লাল কমলেরা জাগে রে,
জাগেরে লাল নিশান ---
হাতুড়ির তালে কাস্তের চালে
নব জীবনের গান |  জাগে লাল নিশান---- ||

অন্ধকারের দৈত্যেরা পাতে ফাঁদ |
বিষাক্ত নখে স্বপ্নকলিজা চিরে |
প্রাণের সাগরে গড়েছে বালির বাঁধ |
জীবন বাঁধছে মরণ কারায় ঘিরে |
সাথী হারানোর ব্যথায় পাঁজর জ্বলে |
মিছিলের চোখ খরসান | জাগে লাল নিশান ----||

বুনো  ঘাস ফুলে রক্তের দাগ তাজা |
নিশানের রঙে চিতার আগুন লাল |
পলাশে শিমুলে এবার কাফেলা সাজা |
হেঁকে বল এলো বদলা নেবার কাল |
কোটি বুকে যদি মুক্তিসুর্য জ্বলে,
আঁধার রাতের অবসান | জাগে লাল নিশান ---||

.           **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
শহীদ স্মরণে
কবি বিদ্যুৎ ভৌমিক
সুন্দরপুর, হুগলীর কৃষক আন্দোলনের শহীদ বলরাম ভৌমিকের নৃশংস হত্যাকাণ্ডে
বিচলিত হবে |
[
স্বপন দাসাধিকারী সম্পাদিত,  ‘এবং জলার্ক, সঙ্গীত সমাজ ইতিহাস’ এপ্রিল—সেপ্টেম্বর
২০১০ সংখ্যা থেকে নেওয়া।
]


একরাশ জুঁইফুল রক্তগোলাপ হয়ে গেছে
একমুঠো ভালোবাসা রক্তনদীতে করে স্নান,
একবুক স্বপ্নের নিথর আকাশ ছুঁয়ে---
শত আগুনের পাখি গায় গান |
.              সোনা রং একফালি জমিতে
.              হরিয়াল দোয়েলের শুনে শীষ
.              বুনো ঘাসফুল মেলে পাপড়ি
.              পাণ্ডুর চাঁদ করে কুর্ণিশ |
একপাল হায়েনার খরদাঁতে কলিজা ভেঙেছে,
এক বুক যন্ত্রণা মা’র-ব্যথা ছেলের শ্মশান,
একচোখা তারাদের আয়েসী শোক ছাপিয়ে----
শবযাত্রায় জাগে কলতান |
.               বালিয়াড়ি পথভাঙা জমায়েত
.               মিলবে যে সাগরের মোহনায়,
.               এ যুগের দধীচির পাঁজরা
.               জনতার হাতিয়ার হয়ে যায় |
একজোট জীবনের মণিকোঠা আলোয় ধুয়েছে,
এক গোটা সূর্যের রাত ভাঙবার আহ্বান,
একঘাতী খড়্ গের ধারালো সীমানা ছুঁয়ে---
মুক্ত প্রাণের দেশে অভিযান |

.           **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
এক যদি হই    
কবি বিদ্যুৎ ভৌমিক
১৯৮৬ সালের কোনো এক সময় আমার শ্রদ্ধেয় এক বিপ্লবী  নেতা আমাকে একটা বিদেশী
গানের ক্যাসেট দিলেন | অদ্ভুত সুন্দর ছন্দোময় ব্যঞ্জনা আর তার চেয়েও সুন্দর সিম্ফনি
দিয়ে একটা গান ভালো লাগলো | কথা বুঝিনি একটুও | অনেক কষ্টে জানা গেল স্প্যনিশ
ভাষায় এই গানের মর্মকথা, ‘একতাবদ্ধ হলে জয় আসবেই’ | এটুকু সম্বল করে গান বাঁধলাম
| গাইলাম | সেন্ট্রাল এক্সাইজ – বি এন. জি ইউনিয়ন প্রথম লাইনটাকে তাদের ব্যানার
করলো | সেই বিপ্লবী কমরেড শহীদ হলেন পরে | তাঁর স্মরণসভা হলো | অসুস্থ আমি
যেতে পারিনি | তাঁকে স্মরণ করে অসুস্থ অবস্থায়  আর একটি গান লিথেছিলেন, তা
গাওয়া হয়নি | হারিয়ে ফেলেছি | কিন্তু উপরের গানটি আমাকে তার কথা চিরকাল মনে
করিয়ে দেবে |
[
স্বপন দাসাধিকারী সম্পাদিত, ‘এবং জলার্ক, সঙ্গীত সমাজ ইতিহাস’ এপ্রিল—সেপ্টেম্বর
২০১০ সংখ্যা থেকে নেওয়া।
]


এক যদি হই তবে জিতবোই |
.               হারেনি হারেনা জোট----
.                     তাই এক হই ||
দশের হাতে লাঠি           একের হলে বোঝা |
একের কাছে ভারি          দশের হলে সোজা |
হাজার যদি মেলে           পাহাড় ভেঙে ফেলে |
সাগর সেঁচে ফেলা           কোটির কাছে নয় বোঝা---

মজুর লাখে লাখে           কিষাণ কোটি কোটি
চালাই এ দুনিয়া             সাজাই পরিপাটি |
তবু আমরা হাভাতে       আমরা হা-ঘরে
মানুষ শুধু নামে             বেঁচেও থাকি ম’রে |

সবাই বুক ঠুকে              দাঁড়াই যদি রুখে,
দুনিয়া জিতে নেবো        লড়াই জয় ক’রে |
লুটেরা এ জমানা           সহজে তো দেবে না,
ছিনিয়ে নিতে হবে         জানের বাজী ধরে |

সব লোটে যারা শেষ হলে তারা
.              মেহনতী মানুষেরা
.                  সবটা পাবোই ||

.              **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
ঝুলি ফেঁসে গেছে হে
কবি বিদ্যুৎ ভৌমিক
যে বছর ঢাক ঢোল পিটিয়ে বামফ্রন্টের ২০ বছর পূর্তি উত্সব হোল, সে বছরই এ গান
লেখার ও গাইবার প্রয়োজন বোধ করেছিলাম |
[
স্বপন দাসাধিকারী সম্পাদিত, ‘এবং জলার্ক, সঙ্গীত সমাজ ইতিহাস’ এপ্রিল—সেপ্টেম্বর
২০১০ সংখ্যা থেকে নেওয়া।
]

(
নিশান্তিকা গণসঙ্গীত গোষ্ঠী প্রকাশিত সি.ডি. থেকে গানটি শুনুন এখানে ক্লিক করে . . . )

‘দিচ্ছি দেবো’র ঝুলি ফেঁসে বেরলো বেড়াল |
‘হচ্ছে হবে’র ইচ্ছে ফানুস টলছে টালমাটাল |
তোমরা বলছো দিইছি অনেক, দিচ্ছি আরো দিব |
আমরা মোদ্দা পেলামটা কি সেই কথা কহিব ||

গণতন্ত্র চমত্কার ----
লাল ঝুঁটি তেরঙ্গা মোরগ দেখতে কি বাহার |
আগেও যেমন আজও তেমন খোশামোদে খুশি |
উল্টে কইলে ভোট না দিলে ক্যাডার বাগায় ঘুসি |
বুকের ব্যথায় হেঁচকি তুলে আর কতো সহিব ||

গণ্ডা গণ্ডা ষণ্ডামার্কা নেতার নেই আকাল |
দণ্ডমুণ্ডের মালিক তারা আমরা ভেড়ার পাল |
তারা খাবেন মণ্ডা মিঠাই আমরা ঠোঁট চাটিব ||

পুলিশ পেল সার্টিফিকেট, আমরা পেলাম কি !
বাগুইহাটি ফুলবাগানে প্রমাণ পেয়েছি |
বোনের ইজ্জত ভাইয়ের লাশ আজ কোন বুকে বহিব |
বোনের ইজ্জত ভাইয়ের লাশ আজ কোথায় কবর দিব ||

গালি গুলি মিথ্যে বুলি পুলিশ আর ক্যাডার
লাল হাতে, তেরঙ্গা হাতে একই হাতিয়ার
তোমার ডাণ্ডায় আমার ঝাণ্ডা আর কেন বহিব
সবুর কর সুদে মূলে উশুল করি নিব ||

.              **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
নবান্নের গান
কবি বিদ্যুৎ ভৌমিক
কোনো এক নবান্নের দিনে নদীয়ার এক কৃষক বন্ধুর বাড়ীতে ছিলাম | গান টান গেয়ে বেশ
ক্লান্ত | রাতে খাবারের আগে দুখানা সরুচাকলি পিঠে আর  একটু গুড় | “কমরেড,
জলখাবার” | তখনই এ গানের ছক মাথার মধ্যে চাক বেঁধেছিলো |
[
স্বপন দাসাধিকারী সম্পাদিত, ‘এবং জলার্ক, সঙ্গীত সমাজ ইতিহাস’ এপ্রিল—সেপ্টেম্বর
২০১০ সংখ্যা থেকে নেওয়া।
]


মাঠ ভর ভর রঙ সোনা           চোখ ঝর ঝর জল নোনা
.                     মনের গাঙে ঢেউ ||
বুক দিয়ে কেউ করলো যতন     লুটলো রতন অন্য কেউ
.                     মনের গাঙে ঢেউ ||

.       জমিন যাদের মরণ বাঁচন জমিন যাদের মা,
.       না পেলে যার হাতের ছোঁয়া ফসল ফলে না,
যার হাতে ফল সেই বেদখল       সুদ ও আসল খাইল কেউ |
.                     মনের গাঙে ঢেউ ||

.        পৌষে যখন চাষীর স্বপন আস্কে পিঠের ছাপে,
.        শূন্য চোখে শূন্য দাওয়ায় হিমেল হাওয়ায় কাঁপে,
অহল্যা মা’র বুকে খায়             লুটমহালের ক’জন ফেউ |
.                     মনের গাঙে ঢেউ ||

.         পৈঠাতে নয় আল বরাবর এঁকে দে আল্ পনা,
.         চালগুড়া নয় বুক চিরে লেখ্ হকের মালিকানা,
মার খাতিরে মান রাখিতে      জান দিতে কি পেছ্ পা কেউ |
.                     মনের গাঙে ঢেউ ||

.                       **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
ভুলি নাই
কবি বিদ্যুৎ ভৌমিক
কমরেড ভবানী রায়চৌধুরী মারা গেলেন দীর্ঘদিন রোগভোগের পর | আমিও তখন অসুস্থ
শয্যাশায়ী  | শবযাত্রায়  যেতেও পারিনি | স্মরণসভাতেও না | এ গানই আমার শ্রদ্ধা |
[
স্বপন দাসাধিকারী সম্পাদিত, ‘এবং জলার্ক, সঙ্গীত সমাজ ইতিহাস’ এপ্রিল—সেপ্টেম্বর
২০১০ সংখ্যা থেকে নেওয়া।
]


আঁধার পথে যেতে যেতে
.             আকাশ হয়ে যাওয়া,
আলোর খোঁজে জীবন হলো আলো
ভোরের পাখী ডাকার আগে
.              প্রদীপ নিবে গেল ||

মুক্তি মিছিল ক্ষণেক দাঁড়াস্
.                থেমে পথের মোড়ে,
সামলে বুকের ঘর, নেই যে সাথী
তারই স্বপন মাখা নিশান তুলে ধর |
মধ্যরাতের তারার ব্যথায়
.                 ভাঙা পাঁজর জ্বালো ||

.                 **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
বন্ধ কারখানার গান
কবি বিদ্যুৎ ভৌমিক
আমার এক ভাই ছিল শ্রমিক  | কল্যানীর কারখানায় | কারখানা বন্ধ হলে ওদের বেহাল
অবস্থা হয়ে পড়লো | ওদেরই সাথী আর তার বৌ আত্মহত্যা করলো | তখন বেঁধেছিলাম
এই গানটি |
[
স্বপন দাসাধিকারী সম্পাদিত, ‘এবং জলার্ক, সঙ্গীত সমাজ ইতিহাস’ এপ্রিল—সেপ্টেম্বর
২০১০ সংখ্যা থেকে নেওয়া।
]


লোহার গেটে লোহার তালা লোহার কল চলেনা রে,
.                 বন্ধ দেশের অগুণতি কারখানা রে ||
কত মজুর বেকার হইল হিসেব নাইকো জানা রে,
.                 বন্ধ দেশের অগুণতি কারখানা রে ||

মেশিন কইতো কথা যাদের শক্ত পেশীর চাপে
কঠিন হাতে কঠিন লোহার হাতুড়িখান কাঁপে |
সেই হাতে আজ কৌটা নাচায় হায় কি বিড়ম্বনা রে ||

বয়লারে জ্বলছে না আগুন জ্বলছে পেটের চাম
চোখের জলে ভিটে বেচার কোবলা লিখিলাম |
অভাব চোরা খাইল আমার ভালবাসার মৌ
মরণরশি গলায় পরে মরলো নয়ান বৌ |
( এখন ) দুধের ছেলে মা ডাকিলে কি দিব সান্ত্বনা রে ||

ছিল বড়াই, করবো লড়াই মানবো নাকো হার
ফতোয়া পাই ধর্ণা দেওয়া আর্জি লিখিবার |
মালিক চাইলো মজুর ছাঁটাই বাড়তি প্রোডাক্ শন
কর্তাভজা নেতা দেখায় লেবার কমিশন |
জাত গেল পেট ভরলো না হায়, সার শুধু যন্ত্রণা রে ||

মালিক এবং নেতায় হইল মাসতুতো ভাই
গদির আঠায় মন্ত্রী আঁটা আইন বোবা সাঁই |
বেভুল মজুর ভুলের ফাঁদে ডানা ঝটপটায় |
অন্ধকারের আরশিতে আজ আপন খুঁজে পায়
চেনা পথের নেশায় জ্বলে চোখের অগ্নিকণা রে ||

.                 **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
দিন বদলের গান
কবি বিদ্যুৎ ভৌমিক
কৃষক সম্মেলন, যুব সম্মেলন, ছাত্র সম্মেলনে গান গেয়েছি কতোবার |  ‘৮৫তে বিপ্লবী যুব
লীগ এর রাজ্য সম্মেলন হয়েছিল পুরুলিয়ার বলরামপুরে |  সেই  উপলক্ষে প্রথম
গেয়েছিলাম | অবশ্য বৃন্দগান হিসাবে ‘গণভেরী সাংস্কৃতিক সংস্থার’ পক্ষে |
[
স্বপন দাসাধিকারী সম্পাদিত, ‘এবং জলার্ক, সঙ্গীত সমাজ ইতিহাস’ এপ্রিল—সেপ্টেম্বর
২০১০ সংখ্যা থেকে নেওয়া।
]


এই সম্মেলনে এসো দিন বদলের গান গাই
বুকের তুফানে            মিছিলে শ্লোগানে
ধ্বংসের সুরে নব সৃষ্টির তানে
স্বপ্নের রঙেরসে দুনিয়া সাজাই ||
.                                   এই সম্মেলনে এসো দিন বদলের গান গাই ||

কংসের কারাগারে নিয়তির পরোয়ানা হয়ে
মৃত্যুর দরবারে জীবনের জয়গান গেয়ে
ঘৃণার আগুনে             কলিজার খুনে
লড়াইয়ের সুরে মুক্তির সন্ধানে
বনপলাশের রঙে আকাশ রাঙাই ||
.                                   এই সম্মেলনে এসো দিন বদলের গান গাই ||

পাহারী ঝোরার বেগে চলার ছন্দে বাঁধ টুটে
রাতজাগা সূর্যের আলোয় আলোয় উঠি ফুটে
সত্যের টানে             একতার গানে
বেপরোয়া প্রাণ যাবো যাবোই উজানে
স্বপ্ন শপথ বুকে সারি গেয়ে যাই ||
.                                   এই সম্মেলনে এসো দিন বদলের গান গাই ||

.                 **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
সাথী আমার ওরে
কবি বিদ্যুৎ ভৌমিক
মালদহ জেলার কৃষক সংগ্রাম সমিতির তরুণ নেতা সজল গোস্বামীকে অমানুষিক
অত্যাচার করে মেরে ফেলল পুলিশ | স্বয়ং পুলিশ সুপার এই খুনের পাণ্ডা | তার
স্মরণসভা করতে মালদায় যাবার পথে গাড়ীতে গান লেখা, মহড়া দেওয়া আর পরদিন
সকালে গাওয়া ; ‘গণভেরী সাংস্কৃতিক সংস্থার’ কর্মীরা এরকমটাই করেছিল |
[
স্বপন দাসাধিকারী সম্পাদিত, ‘এবং জলার্ক, সঙ্গীত সমাজ ইতিহাস’ এপ্রিল—সেপ্টেম্বর
২০১০ সংখ্যা থেকে নেওয়া।
]


মনেরই আরশিতে ভাসে সাথীরে তোর মুখ |
গরবভরে উথলে ওঠে আমার ব্যথার পাথর বুক ||

মানী মন তোর মালিক হোল গরীব ভালোবেসে,
নিশানা পেলি লাল নিশানের লাল মিছিলের দেশে |
.                                               ও শহীদ বন্ধু রে -----|
দিন বদলের লড়াই গড়ে পেলি বাঁচার মতন বাঁচার সুখ ||

সোনাধান আর সবুজ ক্ষেতের জড়ায়ে সীমানা,
রক্তচোষা হায়েনাদের নিত্য আনাগোনা |
                                             ও শহীদ বন্ধু রে -----|
সেথা সবার সাথে বুক চিতিয়ে পোহালি প্রাণের আগুনটুক ||

জীবনগাঙে লাগলো রে ঢেউ হক্ মাগিল চাষী,
শুকাইল লুটেরাদের মুখের কুটিল হাসি |
.                                               ও শহীদ বন্ধু রে -----|
ওরা ভয় তরাসে ভয় দেখাতে হানলো আঘাত ভাঙলো বুক ||

রইলি রে তুই মশাল হয়ে মুক্তি পাগল প্রাণে,
থাকবি রে তুই জনগণের শ্বাসের তুফানে |
.                                                ও শহীদ বন্ধু রে ----|
তোর খুনেরই বদলা নিতে লড়াইয়ের মাদল বাজুক ||

.                 **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
মাটির দখল চাই
কবি বিদ্যুৎ ভৌমিক
সাল-টাল মনে নেই | ঘটনাটা মনে আছে | শান্তিপুরে বিদ্যুতের দাবীতে চাষীদের মিছিল ও
পথ অবরোধ |  পুলিশ গুলি চালালো | তারই প্রতিবাদে এবং নিহত ও আহতদের প্রতি
শ্রদ্ধা নিয়ে কৃষ্ণনগরের জনসভায় গানটি প্রথম গেয়েছিলাম আমরা, ‘গণভেরী সাংস্কৃতিক
সংস্থার’ –র কর্মীরা |  
[
স্বপন দাসাধিকারী সম্পাদিত, ‘এবং জলার্ক, সঙ্গীত সমাজ ইতিহাস’ এপ্রিল—সেপ্টেম্বর
২০১০ সংখ্যা থেকে নেওয়া।
]


পাওনা হোল তিনটে জানের দাম |
চাষীর এ লাশ মাটি দিতে
মাটির দখল চাই,
হিসেব কষে উশুল নেবার দিনে
ভুলবো কি আর বামাচারী
কসাই নেতার নাম |

গর্ভবতী বোরো ধানের জল---
চাষী বৌয়ের চোখের জলে মেশে,
ধান বাঁচাতে জান খোয়ালো কেউ,
সাফাই গাওয়া সরকারী রামধুনে
ও-ডায়ার আর কাশোয়ানের
.         আওয়াজ শুনিলাম |

তদন্ত বা ক্ষতিপূরণ দিয়ে---
হয় না শান্তি, যায় না বুকের ব্যথা,
স্বামী, ছেলে কিংবা কাটা পা,
ফিরিয়ে দেবে কোন্ সে মিষ্টি কথা |
মাটির ছেলে মাটি-মায়ের টানে
.         লড়াই গড়ে বেপরোয়া
.         ঝরায় রক্ত, ঘাম ||

জালিনাবাগ কিংবা আরোয়ালে---
ঠাণ্ডা মাথায় খুন করেছে যারা,
আজ নদীয়ার কিষাণ খুনের দায়ে,
সমান দায়ী গরীবের নেতারা |
জনদরদ ‘মানব-বন্ধনে’
.           যায় না ঢাকা গরিববাদীর
.           আসল পরিণাম |

.             **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর