ভোটের বুথে কি খেল দেখাইল আমার আগাশটা শুখাই গেল ভোটের বুথে কি খেল দেখাইল বিষ আঙুলে কালির ফোঁটা ফট ফটাছে বাঁহাতে ভোট পড়েছে গোটা গোটা রাস্তায় গুলে শেষ রাতে ব্যালট নিয়ে আনকা লোকে আনটিনে হায় ছাপ দিলো ভোটের বুথে কি খেল দেখাইল
মুর্দা গুলে হরি বলে মরা লোকেরও টিপ নিলো দশের ভালো করতে যায়ে দেশটার যে কি হাল হইল এখন ই দেশে আর রইবো না ভাই বিদেশে পালাই চলো বিদেশে পালাই চলো ভোটের বুথে কি খেল দেখাইল আহা কি খেল দেখাইল ওহো কি খেল দেখাইল |
বনে কেনে কাঁদিস টুসু কেউ ঠাবেক কাঠ বোঝা কথা, সুর ও শিল্পী -- কবি বিজয় মাহাতো গানটি শুনে লেখা। গানটির রচয়িতা ও সুরকার অন্য কেউ হলে আমাদের এই ইমেলে জানাবেন। গানটি শুনতে এখানে ক্লিক করুন . . .
চল গো ধনি পেপার মিল যাব কথা, সুর ও শিল্পী -- কবি বিজয় মাহাতো গানটি শুনে লেখা। গানটির রচয়িতা ও সুরকার অন্য কেউ হলে আমাদের এই ইমেলে জানাবেন। গানটি শুনতে এখানে ক্লিক করুন . . .
মকর পরবে আয় বাপের ঘরে কথা, সুর ও শিল্পী -- কবি বিজয় মাহাতো গানটি শুনে লেখা। গানটির রচয়িতা ও সুরকার অন্য কেউ হলে আমাদের এই ইমেলে জানাবেন। গানটি শুনতে এখানে ক্লিক করুন . . .
মকর পরব আসছে মকমকায় কথা, সুর ও শিল্পী -- কবি বিজয় মাহাতো গানটি শুনে লেখা। গানটির রচয়িতা ও সুরকার অন্য কেউ হলে আমাদের এই ইমেলে জানাবেন। গানটি শুনতে এখানে ক্লিক করুন . . .
মকর পরব আসছে মকমকায় হামকে সেইটা কিনে দিলিস নাই মাস পিঠার বাস পায়ে হামার মনটা যে কেমন করে কুরি কুটা পিঠা লাঠা হবেক যে ঘরে ঘরে পাড়ায় পাড়ায় গুলাট হবেক খবর নিয়ে আয়রে ভাই মকর পরব আসছে মকমকায় |
ডুলুং লদীর সিনান ঘাটে ওর সঙ্গে ভেট হয় যদি পরপরা পিরীতের কথা শুনতে পাবেক এই লদী টুসু ভাসায় গুরবিশ ঘরে লইতুন শাড়ী জল ভিজায় মকর পরব আসছে মকমকায়
সরষা তেল দুকুড়ি টাকা পোস্ত দু একশ টাকা কথা, সুর ও শিল্পী -- কবি বিজয় মাহাতো গানটি শুনে লেখা। গানটির রচয়িতা ও সুরকার অন্য কেউ হলে আমাদের এই ইমেলে জানাবেন। গানটি শুনতে এখানে ক্লিক করুন . . .
সরষা তেল দুকুড়ি টাকা পোস্ত দু একশ টাকা কেমন করে কিনবে টুসু পাকিট যে হইল ফাঁকা ভোটের সময় নেতারা সব মুহে ভাই বহিন ডাকে ভোট ফুরালে বিপদ আলে কে তখন কাকে দেখে |
দু কিলো গহম আর দুটাকায় গরীব লোক রাখে ভুলায় গো দুয়ারে দারুয়ানায় কুকুর বাঁধে, নেতারা ভটভটি চালায় গো কোট কাচারী উকিল পুলিশ সব হয়েছে লড়বরা ললিত বলে টুসুমণি মারনোগো ঝাঁটার মুড়া |
টুসু মাকে জলে দিব না কথা, সুর ও শিল্পী -- কবি বিজয় মাহাতো গানটি শুনে লেখা। গানটির রচয়িতা ও সুরকার অন্য কেউ হলে আমাদের এই ইমেলে জানাবেন। গানটি শুনতে এখানে ক্লিক করুন . . .
টুসু মাকে জলে দিব না, আমদের মনে বড় বেদনা গো টুসু ধনকে জলে দেব না টুসু মাকে জলে দিব না|
এত দিন যে ছিলে টুসু মা বলে ডাক দিলে না যাবার বেলায় রগড় নিলে মাকে ছাড়ি যাব না আমি ছাড়ি যাব না টুসি মাকে জলে দিব না আমদের মনে বড় বেদনা টুসু ধনকে জলে দিব না |
মাকে ছাড়ি যাব যদি মাওসী ছাড়ি যাব না ও মাওসী তোর পায়ে পরি তোকে ছাড়া যাব না টুসু মাকে জলে দিব না, আমদের মনে বড় বেদনা টুসু ধনকে জলে দিব না |
জল জল কর টুসু জলে কে গো বল না জলে শ্বশুর ঘর যে আছে সে কথা কি জানো না টুসু মাকে জলে দিব না, আমদের মনে বড় বেদনা |
কলকাতার মিছিলে গেলেক গাঁয়ের সকলে কবি বিজয় মাহাতো স্বপন দাসাধিকারী সম্পাদিত যুদ্ধ জয়ের গান থেকে নেওয়া
কলকাতার মিছিলে গেলেক গাঁয়ের সকলে মরদ হামার ঘুরি আইল না নাই গো মরদ হামার ঘুরি আইল না দিনে দিনে বছর গেল, ভাবে ভাবে গতর গেল চোখের পাতা এক হইল নাই নাই গো, মরদ আমার ঘুরি আইল নাই
বাবুগুলান বুলাইছিল কলকাতার মিছিল গেলে আরো মজুরী বেশি হবে গতর খাটার দাম অভাব নুচি ঘুচি যাবে দুওয়া বেলা খাতি পাবো রোগাভোগা ছেলাগুলার হাড়গিলগিলা পাঁজরাগুলায় গজাই যাবেক টাক উ বাবু ছাড়ি আলেক কুথায় বল কেনে রে বাপ ভুলাই দিছি করিস ছল সবাই লোকের অভাব গেল আমার গেল নাই কেনে মরদ আমার ঘুরি আইল নাই সংগে যদি যাতি তবে হাতটি ধরে
মরদ হামার হারাইত নাই লোকের ভিড়ে আমার জনম বাতি নিভে যাইত নাই রিক্সা টানা ভালই ছিলো গেলেই যদি মিছিলে, এমন করে ভুলে গেলে ছানাপোনার মুখ মজুর খাটা ভালোই ছিলো গেলেই যদি মিছিলে, এমন করে ভুলে গেলে ছানাপোনার মুখ বড়ো বড়ো লোকের কাছে আমাদের কি দাম আছে যখন পাবেক তখন ভালো কখন চুটি ফেলাই দিবে এ জগতের এটাই নিয়ম কেউ বোঝে না দুখ | ও বাবু বল কেন পরব দিনে আমার ছানাগুলা লটপটাইছে ঘরের কোনে কারো সাথে হাঁড়িয়া খাতে ভালো লাগে নাই মরদ আমার ঘুরি আইল নাই |