কবি বিজয়চন্দ্র মজুমদার - জন্মগ্রহণ করেন অবিভক্ত বাংলার ফরিদপুর জেলায়। তিনি স্নাতক হন
কলকাতার মেট্রোপলিটান কলেজ থেকে।

কর্মজীবনে তিনি আইনজ্ঞ ছিলেন। তিনি ভাষাতাত্ত্বিক, নৃতত্ত্ববিদ এবং কবিও ছিলেন। তিনি ওড়িশার
সম্বলপুরে আইনজীবী ছিলেন। কলকাতা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল নৃতত্ত্বের অধ্যাপকও ছিলেন।

সংস্কৃত, পালি, তামিল, তেলেগু, ওড়িয়া ভাষার উপর দখল ছিল। থেরগাথা, থেরিগাথা (১৯০৫), গীতগোবিন্দ (
১৯২০,
জয়দেবের গীতগোবিন্দের বঙ্গানুবাদ ) প্রভৃতি গ্রন্থ অনুবাদ করেন | কথা ও বীথি (১৮৯৩) ও কথা
নিবন্ধ (১৯০৫) নামে দুটি গল্পগ্রন্থ রচনা করেন | ফুলশর (১৯০৪), যজ্ঞভস্ম (১৯০৫) প্রভৃতি তাঁর কাব্যগ্রন্থ |
তাঁর ইতিহাসের গ্রন্থের মধ্যে রয়েছে “প্রাচীন সভ্যতা”, “ভারতবর্ষের ইতিহাস” প্রভৃতি।

ওড়িয়া সাহিত্যে ছিল তাঁর অনুরাগ ও অধিকার | তাঁর সংকলিত
Typical Selections from Oriya Literature
তার নিদর্শন |

এখানে তাঁর অন্যান্য কবিতার সঙ্গে তাঁর কৃত জয়দেবের গীতগোবিন্দের অনুবাদ সম্পূর্ণ তুলে দিয়েছি।

আমরা
মিলনসাগরে  কবি বিজয়চন্দ্র মজুমদারের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে
আমাদের এই প্রচেষ্টার সার্থকতা।



উত্স - ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩।       
.           
www.telegraphindia.com    
     

কবি বিজয়চন্দ্র মজুমদারের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।       


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রথম প্রকাশ - ২০০৮
পরিবর্ধিত সংস্করণ, জয়দেবের গীতগোবিন্দের বঙ্গানুবাদ সহ - ১১.০৯.২০১৫
কবির ছবি সংযোজন - ৯.৭.২০১৬
...