কবি বিমল মিত্র - জন্মগ্রহণ করেন কলকাতায়। পিতা সতীশচন্দ্র মিত্র। কবি চেতলা স্কুলের পরে
আশুতোষ কলেজ থেকে স্নাতক হয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এম.এ. পাশ করেন ১৯৩৮ সালে।

তিনি রেলে চাকরি নিয়ে বিহারের (অধুনা ছত্তিসগড়) বিলাসপুরে কর্মরত ছিলেন, চক্রধরপুর ডিভিশনে।
   
১৯৫০ সালে
 মাত্র ৩৮ বছর  বয়সে  তিনি  রেল  থেকে  ইস্তফা দিয়ে পুরোপুরি লেখার কাজে মনোনিবেশ
করেন।  

তাঁর প্রথম উপন্যাস “ছাই” প্রকাশিত হয় ১৯৪৭ সালে। এরপর রচনা করেন “সাহেব বিবি গোলাম”
 (১৯৫৩)
যা দিয়ে তিনি বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ লেখক রূপে আত্মপ্রকাশ করেন। এরপর প্রকাশিত হয়
  
“বেগম মেরি বিশ্বাস”, “কড়ি দিয়ে কিনলাম” (১৯৬২), “একক দশক শতক” প্রভৃতি। এই উপন্যাসগুলির
  
ভিতরে বাংলা দুশো থেকে আড়াইশো বছরের সামাজিক ও নৈতিক জীবনের ইতিহাস বিধৃত হয়ে আছে।

তাঁর রচনা সংখ্যা একশোরও বেশী।  তাঁর বহু  উপন্যাস  চলচিত্র তথা টিভি সিরিয়ালে রূপায়িত করা
 
হয়েছে। তিনি শুধু বাংলারই নন, ভারতবর্ষের অন্যতম জনপ্রিয় কথাসাহিত্যিক।

তাঁর সম্পাদিত পত্রিকা “কালিকলম” (নবপর্যায়)। তাঁর গল্পগ্রন্থের মধ্যে রয়েছে “দিনের পর দিন” এবং “পুতুল
দিদি”। মরিশাস ভ্রমণ নিয়ে লিখেছেন “চলতে চলতে”।

মিলনসাগরে বিমল মিত্রর কবিতা -
আমাদের অতি পরিচিত বিমল মিত্রর সাহিত্যেরও আগে, সতীশচন্দ্র মুখোপাধ্যায় ও সত্যেন্দ্রকুমার বসু  
সম্পাদিত মাসিক বসুমতী পত্রিকার বৈশাখ ও আষাঢ় ১৩৩৮ (মে ও জুলাই ১৯৩১) সংখ্যায় একজন কবি
বিমল মিত্রের দুটি কবিতা পাই। যদি এঁরা একই ব্যক্তি হয়ে থাকেন  তাহলে এই কবি বিমল মিত্রের তখন
বয়স হয়েছিল মাত্র ১৯ বছর। বহু পত্র-পত্রিকা ঘেঁটে এর আগে-পরে আমরা এখনও, অন্য কোনো বিমল মিত্র
নামের কবির সন্ধান পাইনি। এর বেশী তথ্য আমাদের কাছে নেই,  তবে এমনও হতে পারে যে তিনি ওই
 
বয়সেই লেখা শুরু করেছিলেন, প্রথমে কবিতা দিয়ে, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের মতন। পরে প্রবন্ধ, গল্প  
উপন্যাস রচনার দিকে চলে যান।
প্রখ্যাত সাহিত্যিক বিমল মিত্র ও এই কবি বিমল মিত্র কি একই ব্যক্তি?

বঙ্কিমচন্দ্র মিত্র সম্পাদিত দেশ পত্রিকার ২৮শে ফাল্গুন ১৩৫৫ (১৯৪৯) সালের সংখ্যায়, কবি বিমল মিত্রের
আমরা আরেকটি কবিতা পেয়ে এই পাতায় প্রকাশিত করেছি ৬.১১.২০২২ তারিখে।


কেউ সঠিক অন্য তথ্য, প্রমাণসহ, আমাদের  জানালে কৃতজ্ঞ থাকবো এবং এই পাতার সংশোধন করা হবে
সেই পাঠকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে


আমরা
মিলনসাগরে  কবি বিমল মিত্রর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই  
প্রচেষ্টাকে সার্থক বলে মনে করবো।


কবি বিমল মিত্রর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।      


উত্স -  
শিশিরকুমার দাশ, সংসদ বাংলা সাহিত্যসঙ্গী, ২০০৩।     
.            অঞ্জলি বসু, সংসদ বাংলা চরিতাভিধান, দ্বিতীয় খণ্ড, ২০১৫।        
.            
উইকিপেডিয়া      
   

আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


দুটি এই পাতার প্রথম প্রকাশ - ৮.৬.২০১৬
একটি কবিতার সংযোজন - ৬.১১.২০২২।

    
...