কবি বিনোদ বিহারী মুখোপাধ্যায়ের কবিতা
*
চিত্র দর্শনে **
কবি বিনোদ বিহারী মুখোপাধ্যায়
সরলা দেবী সম্পাদিত ভারতী পত্রিকার ভাদ্র ১৩১০ (অগাস্ট ১৯০৩) সংখ্যা থেকে নেওয়া।


শুভ্রবাস বর-অঙ্গে, হস্তে লয়ে কুসুম-মালিকা,
.                        কোথা তুমি চ’লেছ বালিকা?
তোমার অলক্তরক্ত সুকুমার চরণ-পরশে,
সুন্দর নবীন সাজে বন-বীথি সাজিছে হরষে!
সহসা জাগিয়া উঠি, শুনি তব নূপুরৃসিঞ্জিনী,
গাহিছে প্রভাতী গান কল কণ্ঠে বন-বিহঙ্গিনী,
.                        অপূর্ব্ব পুলকে।
.                আলেখ্যে লিখিত কোন্ স্বপ্ন বালা তুমি,
.                        হে মনোহারিকে?

.               ***********************  

** রাজা রবিবর্মার অঙ্কিত



.                                                                              
সূচিতে . . .    




মিলনসাগর
*
অর্ঘ্য
কবি বিনোদ বিহারী বন্দ্যোপাধ্যায়
সরলা দেবী সম্পাদিত ভারতী পত্রিকার আষাঢ় ১৩১০ (জুন ১৯০৩) সংখ্যা থেকে নেওয়া।

     কবি হেমচন্দ্রের মৃত্যু উপলক্ষে।

সংসারের আর্ত্তনাদে, মানবের করুণ ক্রন্দনে,
বধির শ্রবণ-পথ ক্লিষ্ট-তনু গভীর বেদনে।
শুনায়েছ দেবগীতি, তারি মাঝে, ওগো অন্ধ কবি,
গাহিয়াছ প্রেম-গাথা, দেখায়েছ ত্রিদিবের ছবি।
রচিয়াছ কত ছন্দে, জননীর বিষাদের কথা,
অরাতির উত্পীড়ন, মরমের মৌন-কাতরতা।
ঢালিয়াছ মার পায় যাতনার তপ্ত-অশ্রু-বারি,
কাঁদিয়াছ ভয়ে ভয়ে, অন্তরেতে গুমরি গুমরি।
আজ বীণা ছিন্ন-তন্ত্রী, থেমে গেছে মহান্-রাগিণী,
ভারতের কেন্দ্রে কেন্দ্রে, তবি তার র’বে প্রতিধ্বনি।

.               ***********************  

.                                                                              
সূচিতে . . .    




মিলনসাগর