কবি দেবকুমার রায়চৌধুরীর কবিতা
*
অয়ি প্রীতিময়ী প্রকৃতি
কবি দেবকুমার রায়চৌধুরী
রাধারাণী দেবী ও নরেন্দ্র দেব সম্পাদিত কাব্য-দীপালি, দ্বিতীয় সংস্করণ, আষাঢ় ১৩৩৮ (জুন ১৯৩১) কাব্য
সংকলন থেকে নেওয়া।


হে প্রকৃতি,
নিশিদিন নব নব প্রীতি
সঞ্চারিয়া শুষ্ক হিয়া ’পরে,---
কেন তুমি লুকাইছ সলাজ-অন্তরে
তব গুপ্ত ধন?
আমি যে লভিতে আজ এসেছি তোমারি কাছে


.      **********************     

.                                                                                      
সূচীতে . . .    




মিলনসাগর
*
মিলনে বিরহ
কবি দেবকুমার রায়চৌধুরী
সুকুমার সেন সম্পাদিত বাংলা কবিতা সমুচ্চয়, ১৯৯১, কাব্য সংকলন থেকে নেওয়া।

তোমারে কি ভালোবাসি?
.                        ---তোমারেই বটে!
ভালোবাসি প্রাণপণে। রহিলে নিকটে,
সব জ্বালা ভুলে যাই। তোমারই দর্শনে
---নাহি যেন কেন, কোন্ অজ্ঞাত কারণে---
এ বিষণ্ণ মনে মোর আসে প্রসন্নতা ;
হৃদয়ের অন্তস্তলে সর্ব সঙ্কীর্ণতা ;
সেইক্ষণে দূরে যায়। তোমারে লভিলে


.      **********************     

.                                                                                 
সূচীতে . . .    




মিলনসাগর
*
গুণে-রূপে
কবি দেবকুমার রায়চৌধুরী
প্রমথনাথ বিশী ও ডঃ তারাপদ মুখোপাধ্যায় সম্পাদিত কাব্যবিতান, ১৯৬৬,
কাব্য সংকলন থেকে নেওয়া, মাধুরী কাব্যগ্রন্থের কবিতা।

নির্মল গগন হতে বিধাতার আশীর্বাদ-সম
.        প্রভাতের স্নিগ্ধ সূর্য-কর


.      **********************     

.                                                                                 
সূচীতে . . .    




মিলনসাগর
*
রহস্য
কবি দেবকুমার রায়চৌধুরী
সরলা দেবীচৌধুরাণী সম্পাদিত ভারতী পত্রিকার চৈত্র ১৩০৮ (মার্চ ১৯০২) সংখ্যা থেকে
নেওয়া।

জীবনের মধুর প্রভাতে
.                বুঝি নাই কাহারে কি বলে,
মধ্যাহ্নের রবিকরে যেন
.                বুঝিনু সবারে দলে দলে।
দুরন্ত


.      **********************     

.                                                                                 
সূচীতে . . .    




মিলনসাগর
*
প্রণয় মাধুরী
কবি দেবকুমার রায়চৌধুরী
সরলা দেবীচৌধুরাণী সম্পাদিত ভারতী পত্রিকার শ্রাবণ ১৩১০ (জুলাই ১৯০৩) সংখ্যা থেকে
নেওয়া।

ভালবাসি তাই দিনরাত


.      **********************     

.                                                                                 
সূচীতে . . .    




মিলনসাগর