কবি দেবকুমার রায়চৌধুরীর কবিতা |
বিধবা কবি দেবকুমার রায়চৌধুরী রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকার বৈশাখ ১৩১৪ (এপ্রিল ১৯০৭) সংখ্যা থেকে নেওয়া। সে কোথায় গেল চলি তোমায় কিছু না বলি অজানিত দেশে। ক্ষণেক বিলাপ করি, তার পরে শান্ত ভাবে এলাইয়া কেশে, তার সনে উপহৃত তারি রত্ন-আভরণ, ত্যজি অযতনে, বারেক অনন্ত, নীল ঊর্দ্ধপানে আঁখি তুলি অতৃপ্ত নয়নে। কি যেন হেরিয়া, শেষে, ধীরপদে গৃহে এসে আত্ম-সম্বরিয়া, |
অতুল কবি দেবকুমার রায়চৌধুরী রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকার কার্ত্তিক ১৩১৫ (অক্টোবর ১৯০৮) সংখ্যা থেকে নেওয়া। স্তন্য-সুধাপায়ী শিশু হাসে ‘মা, মা’ বলে চুমি’ছে সে মুখ মাতা ভাসি’ আঁখি-জলে। দার্শনিক হেরি তাহে কহে--- “এ যে ভুল”! মুগ্ধ কবি কাঁদি কহে--- “অতুল, অতুল”! |
জ্যোত্স্নায় কবি দেবকুমার রায়চৌধুরী রামানন্দ চট্টোপাধ্যায় সম্পাদিত প্রবাসী পত্রিকার কার্ত্তিক ১৩১৫ (অক্টোবর ১৯০৮) সংখ্যা থেকে নেওয়া। রোমাঞ্চ হ’তেছে মোর হেরি’ আজি এ শান্ত মাধুরী! --- যেন এক স্বপ্ন-বিশ্ব জুড়ি’ |