কবি ধীমান পাল - জন্মগ্রহণ করেন বর্ধমান জেলার দুর্গাপুরে। পিতা মনোরঞ্জন পাল।
কবি প্রাথমিক পাশ করেন বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয় থেকে। মাধ্যমিক পাশ করেন কাশীরাম দাস রোড
ডি.এস.পি হাই স্কুল থেকে এবং উচ্চ মাধ্যমিক পাস করেন বিধান চন্দ্র ইনস্টিটিউশন থেকে। এরপরে
স্নাতক হন বিষ্ণুপুরের রামানন্দ কলেজ থেকে। কমপিউটর শিক্ষাদানকেই কবি নিজের পেশা হিসেবে গ্রহণ
করেন এবং বর্তমানে নিজের কমপিউটর সেন্টার চালনা করছেন।
কবিতা চর্চা কলেজ জীবনে, ২০০০ সাল থেকে শুরু করেছেন। দু-তিনটি লিটিল ম্যাগাজিনে তাঁর কবিতা
প্রকাশ পেয়েছে। www.bangla-kobita.com নামক একটি কবিতার ওয়েবসাইটেও তাঁর কবিতা নিয়মিত
প্রকাশ পাচ্ছে।
কবিতা তাঁর জীবনের একটা অঙ্গ। কবিতা ছাড়া তিনি কিছুই ভাবতে পারেন না।
আমরা মিলনসাগরে কবি ধীমান পাল-এর কবিতা তুলে আনন্দিত।
উত্স - কবির সঙ্গে ইমেলে পত্রালাপ।
কবির সঙ্গে যোগাযোগ -
ঠিকানা - ২৬, রবিন্দ্রনগর, বিধান নগর, দুর্গাপুর, পিন ৭১৩২০৬।
চলভাষ - +৯১৯৩৩২১৪৫৬৯৮
ইমেল - dhimanpaul2010@gmail.com
কবি ধীমান পাল-এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২৫.০৭.২০১৫
...