কবি দিব্যেন্দু গঙ্গোপাধ্যায়ের কবিতা ও ছড়া |
মন্ত্রীমশাই কবি দিব্যেন্দু গঙ্গোপাধ্যায় মন্ত্রীমশাই লোকটি ভালো সবাই তাকে চেনেন পাঁচ’শ টাকার জিনিস তিনি এক’শ টাকায় কেনেন | বছর খানেক আগেও দেখেছি কি হাল ছিলো তার কোনো রকমে টেনেটুনে চালাতো সংসার | আজকে তিনি মন্ত্রীমশাই খান তিন-চার গাড়ি নোকর-বাকর ষোল আনা পাক্কা দালান বাড়ি | তার সামনে দাঁড়ায় এমন সাহস আছে কার ? তিনি এখন সবার দেবতা আমাদের সরকার | এ সব দেখে ছেলেটাকে বললাম, বেটা শোন লেখা-পড়া ছেড়ে ছুঁড়ে নেতা হ একজন | . *************** . সূচিতে . . . মিলনসাগর |
ভ্যাবাচ্যাকা কবি দিব্যেন্দু গঙ্গোপাধ্যায় যেই চেপেছি পাতাল রেলে অমনি ভ্যাবাচ্যাকা ডাইনে-বাঁয়ে, উপর-নীচে যায়না কিছু দেখা | এদিক-সেদিক যেদিক তাকায় দেখছি অবাক একি ! অন্ধকার এক গলির ভিতর ট্রেনটা ছুটে দেখি | দেখছি এবং ভাবছি কিন্তু মিটছেনা আর ধন্দটা ভাবছি গেটটা কেইবা খুলে কেইবা করে বন্ধটা | ভাবতে—ভাবতেই পেরিয়ে গেছি কখনবা কে জানে নামার কথা ছিলো এম.জী রোডে নামলাম ময়দানে | . *************** . সূচিতে . . . মিলনসাগর |
থ্যাঙ্ক ইউ স্যার কবি দিব্যেন্দু গঙ্গোপাধ্যায় আরে-আরে ভোমলা তেলি আবার এলি জেলে ? এই বললি চুরি করবোনা স্যার এবার ছাড়া পেলে | এবার তোকে দেখাবো মজা রাখবো বারো মাস দেখবো এবার কেমন করে জামীন পেয়ে যাস | ভোমলা বলে, থ্যাঙ্ক ইউ স্যার রাখুন ভরে জেলে চুরি করবো কিসের জ্বালায় জেলে খাবার পেলে ? . *************** . সূচিতে . . . মিলনসাগর |
খ্যাতনামা কবি দিব্যেন্দু গঙ্গোপাধ্যায় অ্যাংলাশ-ক্যাংলাশ- প্যাংলাশ পাণ্ডা লেখা-পড়া ছেড়ে শুধু খেলে গুলি ডাণ্ডা এলারাম-ফেলারাম –খেলারাম কাণ্ডা তিনজনে গিলে খাই তিনশ’টা আণ্ডা আমজোল-রামজোল-শামজোল সদ্দার কেউ বলে বেইমান কেউ বলে গদ্দার ছোটো-ছোটো কথা নিয়ে করে শুধু দরদার চুরি করে মাছ ধরে গঙ্গা ও পদ্মার | অম্বল-ভম্বল-কম্বল পুষ্টি ল্যাচ্চড় –ছ্যাঁচ্চোড় এরা তিন গুষ্টি কেউ ভালো হাত দেখে কেউ দেখে কুষ্টি তবু এদের কারও মনে নেই সন্তুষ্টি | আটুরাম –বাটুরাম-সাটুরাম সরকার হাটে –বাটে ঘাস কাটে সুতো কাটে চরকায় তক্ষুনি সে ছুটে যাই যাই যখন যার দরকার সবাই তার আপনার কেউ নয় পর তার | আগারাম–-ভাগারাম—মাগারাম মূর্তি কেউ পড়ে প্যান্ট-শার্ট কেউ পরে কূর্তি কেউ থাকে চুপচাপ কেউ করে ফূর্তি শখ—সাধ যা কিছু দাদু করে পূর্তি | ভিন দেশে থাকে এরা ভিন-ভিন রাজ্যে এরা সব খ্যাতনামা নিজ-নিজ কায্যে | . *************** . সূচিতে . . . মিলনসাগর |
যমুনা কবি দিব্যেন্দু গঙ্গোপাধ্যায় এই মেয়ে, তোর বাড়ি কোথায় ? খোলা ছাতে | থাকিস কোথায় ? ফুটপাতে | ঘুমোস কখন মাঝরাতে খাবার কি খাস মাড়ে ভাতে পাশ কোথায় ? ডাস্টবিনে | তোর মা কোথায় ? ক্যান্টিনে | তোর নাম কি ? আমীনা | তোর বাবা কোথায় ? জানিনা | ব্যাস বাবু ব্যাস আর কিছু কমুনা আমি এক ভারতের স্রোতহারা যমুনা | . *************** . সূচিতে . . . মিলনসাগর |
দেবদাসী কবি দিব্যেন্দু গঙ্গোপাধ্যায় নাইনটিন নাইন্টি ফোর মুখ দেখেছি ওর ‘মে’ মাস, তারিখ ছিলো তিন আমার প্রেমের প্রথম দিন | আহা কি অপরূপ রূপ থাকতে পারিনি চুপ তার রূপের গরিমায় যেন জ্যোত্স্না ঝরে যায় তার গোলাপ পাপড়ি ঠোঁটে যেন হাসির পদ্ম ফোটে তার পটল চেরা চোখ আমার প্রেমের সাগরহ হোক | তার বাঁশীর মতো নাক আমার হৃদয় ছুঁয়ে থাক | তার বর্ষা ঝরা চুল আমার ভালবাসার ফুল | ও মেয়ে তুই আয় আমার প্রেমের বাগিচায় সকাল-বিকাল স্নান করাবো প্রেম ভরা জ্যোত্স্নায় | তার মুক্তো ঝরা হাসি আমার হৃদয় ছুঁয়ে থাক তুই হবি ‘দেবদাসী’ আমার আমি হব দেবদাস | . *************** . সূচিতে . . . মিলনসাগর |
ভারতবর্ষ কবি দিব্যেন্দু গঙ্গোপাধ্যায় আমার ঈশ্বরের নাম ভারতবর্ষ আমার বীর স্বরের নাম ভারতবর্ষ আমার মা এর নাম ভারতবর্ষ আমার ভাইএর নাম ভারতবর্ষ ভারতবর্ষ আমার জন্মভূমি | আমার বাবার নাম ভারতবর্ষ আমার দাদার নাম ভারতবর্ষ আমার প্রেমিকার নাম ভারতবর্ষ আমার সেবিকার নাম ভারতবর্ষ ভারতবর্ষ তোমার তরণ চুমি | আমার ভালোবাসার নাম ভারতবর্ষ আমার আলো-আশার নাম ভারতবর্ষ আমার ভক্তের নাম ভারতবর্ষ আমার রক্তের নাম ভারতবর্ষ ভারতবর্ষ তোমায় আমি নমি | . *************** . সূচিতে . . . মিলনসাগর |
নারী কবি দিব্যেন্দু গঙ্গোপাধ্যায় আমি নারী, সব পারি জ্বলতে পারি জ্বালাতে পারি চলতে পারি চালাতে পারি রাতকে দিন দিনকে রাত করতে পারি | আমি নারী, তোমার গর্ভধারী কখনো পত্নী, কখনো বোন কখনো প্রিয় বান্ধবীর মতোন নানা ক্ষণে নানা রূপ ধরতে পারি | আমি নারী, এ বিশ্ব সারি ভাঙতে পারি ঠাঙতে পারি আঘাতে-ব্যাঘাতে প্রতিঘাত করতে পারি | আমি নারী, পরম শক্তি ধারী আমি দুর্গা, আমি কালী আমি চণ্ডী, শেরোবালী কাজে, সাজে বাজীমাৎ করতে পারি | আমি নারী, সব পারি বাঁচতে পারি বাঁচাতে পারি নাচতে পারি নাচাতে পারি অন্যায়ে ধুলিস্মাত করতে পারি | . *************** . সূচিতে . . . মিলনসাগর |