কবি দিলীপ বাগচীর গান, কবিতা, লেখা ও তাঁর স্মরণে লেখা
দিলীপ বাগচী ১৯৩৪ ~ ১১. ০১. ২০০৭
আমরা কবি রাজেশ দত্তর কাছে ভীষণভাবে কৃতজ্ঞ, কবি দিলীপ বাগচীর এই পাতাটি তৈরী করার সবরকম তথ্য, ছবি, গান আমাদের দেবার জন্য তাঁর ব্যক্তিগত সংগ্রহ থেকে। আমরা আরও কৃতজ্ঞ শ্রী চিররঞ্জন পালের (+৯১৯৪৩৪৫১৬৮৯৮) কাছে তাঁর নানাভাবে এই পাতাটি তৈরী করতে সাহায্য করার জন্য। কবি দিলীপ বাগচীর ছবি, কবিতা, লেখা তথা অন্যান্য লেখকের বিভিন্ন লেখা, নেওয়া হয়েছে শংকর সান্যাল ও তাপস চক্রবর্তী সংকলিত ও সম্পাদিত “এক অসাধারণ সাধারণ মানুষ, দিলীপ বাগচী জীবন ও সৃষ্টি” নামক দিলীপ বাগচী স্মারক গ্রন্থ (২০১৩) থেকে। আমরা তাঁদের ও তাঁদের সংঘটন গণতান্ত্রিক অধিকার রক্ষা সমিতি, নদীয়া জেলা-কে জানাই আমাদের অশেষ কৃতজ্ঞতা। এছাড়া আমরা কৃতজ্ঞ বিশিষ্ট সাংবাদিক, তথ্যচিত্র নির্মাতা তথা সমাজ কর্মী তুষার ভট্টাচার্যের কাছে যিনি তাঁর ব্যক্তিগত সংগ্রহ থেকে, আমাদের দিয়েছেন দিলীপ বাগচীর সাক্ষ্যাত্কার এবং নিশান্তিকা দ্বারা প্রকাশিত তরাইয়ের গান অডিও সি.ডি.টি।