কবি গণসঙ্গীতকার দিলীপ বাগচীর গান ও কবিতা
*
ভূমিকার বদলে
রচনা ও সংগ্রহ  : দিলীপ বাগচী
শংকর সান্যাল ও তাপস চক্রবর্তী সংকলিত ও সম্পাদিত
"এক আসাধারণ সাধারণ মানুষ দিলীপ বাগচী :  জীবন ও সৃষ্টি" থেকে নেওয়া।

উড়ছে ছড়া, ঘুরছে ছড়া,
ছুটছে ছড়া সবখানে,
ছড়্ রা হ’য়ে বিঁধবে ছড়া
কখন, কোথায়, কোন্ জনে---
যার বেঁধে তা সেই জানে !
চালাক হ’লে চুপ মানে,
শুধ্ রিয়ে নেয় পিছপানে !
ভোটাররা নয় অবোধ,
তারা সব দেখে, আর সব শোনে !

.      **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
সংস্কৃতি / কালচার
রচনা ও সংগ্রহ : দিলীপ বাগচী
শংকর সান্যাল ও তাপস চক্রবর্তী সংকলিত ও সম্পাদিত
"এক আসাধারণ সাধারণ মানুষ দিলীপ বাগচী :  জীবন ও সৃষ্টি" থেকে নেওয়া।

চাপান : হাস্ মি ম’লেন, ডি-লিট্ দিলেন
নিজে করলেন কি ?
মন্ত্রীর উতোর : শিলিগুড়িতে শোকসভাতে
নাচবে মিঠুনজী !
[ জনৈক বামনেতা জনসভাতে সাংবাদিককে
‘বরাহের বাচ্চা’ বলেন ]
বলেন লেনিন—
“শূয়োর—খোঁয়াড়” পার্লামেন্ট ---
যতদিন তা বুর্জোয়াদের আর্মামেন্ট !
বারো বছর এক নাগাড়ে –
কাটিয়ে দিলেন সেই খোঁয়াড়ে—
কালচারে তাই সেই খোঁয়াড়ের
ছাপ পড়েছে পার্মানেন্ট !
‘বিপ্লব’ টা এখন
নেহাৎ ভোট-ভাষণের অর্ণামেন্ট !!

.      **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
শিক্ষা
রচনা ও সংগ্রহ : দিলীপ বাগচী
শংকর সান্যাল ও তাপস চক্রবর্তী সংকলিত ও সম্পাদিত "এক আসাধারণ সাধারণ মানুষ
দিলীপ বাগচী : জীবন ও সৃষ্টি" থেকে নেওয়া।

লেখাপড়া শিখলেই পেয়ে যাবে চেতনা,
বুঝে যাবে কার তরে জীবনের যাতনা !
পাশ-ফেল তুলে চালু করি ‘গণশিক্ষা’ ----
টিপসই-গ্র্যাজুয়েট ! পথে মাগ ভিক্ষা !

               *
‘মাতৃভাষা মাতৃদুগ্ধ’ থাকল’ তোদের তরে,
ইংরেজী দুধ আমরা খাব ফিডিং বোতল ভ’রে !
বড় বড় চাকরী বাকরী ঢুকবে মোদের ঘরে ;
( আর ) তোরা মোদের ভোট করবি ঝান্ডা ডান্ডা ধরে !

আমরা যদি ভোটে হারি, দেশের হাল কে ধরে ?

.           **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
ঘুষ-রসায়ন
রচনা ও সংগ্রহ : দিলীপ বাগচী
শংকর সান্যাল ও তাপস চক্রবর্তী সংকলিত ও সম্পাদিত এক আসাধারণ সাধারণ মানুষ
দিলীপ বাগচী :  জীবন ও সৃষ্টি থেকে নেওয়া |

খাই খাই কর কেন, এসো মহাকরণে---
ল্যাম্প খাও, ট্রাম খাও, মার্কসীয় ধরণে!
মাটি খাও, বাস খাও, খাও যত ট্রেজারী –
বর্ফসটা খেও না হে ! হও যত বেজার-ই!

.                 *
মারিতে পারিনা বেশী, ক্ষমতা যে সীমিত,
দিল্লীতে গেলে পরে কিছু বেশী জমিত !
রাজীব একাই মারে ? – হিটলারি তন্ত্র !
মোরা খাব দশ ভাগে, বাঁটোয়ারা মন্ত্র !’
লাল-নীল-গেরুয়ারা সাধে গোপীযন্ত্র,
রামা-জ্যোতি ভি পি-দের জনগণতন্ত্র !!

.                 *
খাই ট্রাম-বাস, খাই ট্রেজারী,---
খেতে পারিরে বফর্স কামান,
খেতে পারি হে জলের জাহাজ,
খেতেও পারি বোয়িং বিমান |
পাচ্ছি না তাই খাচ্ছি না হে,---
দিল্লী গেলে করব প্রমাণ !

.                 *
ফাঁকি দাও, ঘুষ খাও---
.               ঘটে রেখো বুদ্ধি,
বক্কেশ্বরে দিও
.               কিছু মুখশুদ্ধি !
ধরা প’লে ?  ঘরে আছে
.               বিপ্লবী বদ্যি !

.           **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
জাতীয় সম্পদ
রচনা ও সংগ্রহ : দিলীপ বাগচী
শংকর সান্যাল ও তাপস চক্রবর্তী সংকলিত ও সম্পাদিত এক আসাধারণ সাধারণ মানুষ
দিলীপ বাগচী :  জীবন ও সৃষ্টি থেকে নেওয়া |

জাতির জনক গান্ধীজী,
.                আর জাতির মাতা ইন্দিরা,
জাতির চাচা নেহেরুজী,
.                স্বর্গে বাজান মন্দিরা !
জাতির ভাঁড়ের শূন্য আসন,---
স্বর্গে গেছেন রাজনারায়ণ !
.                জাতির দায় যে রাজীবজী !
জাতির মামা জ্যোতি বসুর
.                বাতেলা আর পেঁয়াজী !!
‘জাতির শিশু’ নাইকো ব’লে
.                করতো জাতি ক্রন্দন ;
( নাও! ) জাতির ক্রোড়ে ক্রোড়পতি---
.                দুলছে শিশু চন্দন* !

.           **************************  
.                                                                                
সূচিতে . . .    

* চন্দন - জ্যোতি বসুর পুত্র

মিলনসাগর
*
গদীর কেচ্ছা
রচনা ও সংগ্রহ : দিলীপ বাগচী
শংকর সান্যাল ও তাপস চক্রবর্তী সংকলিত ও সম্পাদিত এক আসাধারণ সাধারণ মানুষ
দিলীপ বাগচী : জীবন ও সৃষ্টি থেকে নেওয়া |

“ছাড়লে গদী রাজীব গান্ধী---
বসবে সিডায় কুন্ সুমুন্ধী ?”      
ব’ললো চাচা ফুলিয়ে দাড়ি,
“সব কড়া তো বদের ধাড়ি !
কেউবা ডাকাত, কেউবা চোর,
ধাপ্পা দিতে কে কম জোর ?
ছাড়বে গদী ? সবাই ছাড়ো—
কলসী গলায় ডুবে মরো !
বাঁচবে তাতে দেশের লোক,
পালবে দু’সন জাতীয় শোক !”

.           **************************  
.                                                                                
সূচিতে . . .    



মিলনসাগর
*
সাংবাদিকের স্বাধীনতা
রচনা ও সংগ্রহ  : দিলীপ বাগচী
শংকর সান্যাল ও তাপস চক্রবর্তী সংকলিত ও সম্পাদিত এক আসাধারণ সাধারণ মানুষ
দিলীপ বাগচী :  জীবন ও সৃষ্টি থেকে নেওয়া |

‘মানহানি বিল’ দরকার নেই,
.                আছে ক্যাডার, ডান্ডা !
মোদের নামে লিখলে কিছু,
.                 ওতেই হবে ঠান্ডা !
দ্বন্দ্বমূলক হাতের কাজে—
.                 আছে জবর ফান্ডা !
বস্তুমূলক ব্যাপার পেলেই
.                 উড়াই রে লাল ঝান্ডা !

.                      *
মোদের কেচ্ছা লিখবি আবার ?
.                  এতটা আস্পদ্দা !
পেশীকান্ত ক্যাডার পাঠাই,---
.                  মারতে সুপার রদ্দা ?
এক রদ্দায় ফেলবি বুঝে,
.                  কে বাপ, কে বড়দা !

.           **************************  
.                                                                                
সূচিতে . . .    



মিলনসাগর
*
অসাম্প্রদায়িক
রচনা ও সংগ্রহ : দিলীপ বাগচী
শংকর সান্যাল ও তাপস চক্রবর্তী সংকলিত ও সম্পাদিত এক আসাধারণ সাধারণ মানুষ
দিলীপ বাগচী : জীবন ও সৃষ্টি থেকে নেওয়া |

বাড়ী বসে ভজ ইঁট, মিছিলেতে যেও না ;
মিছিলে যদি বা যাও, বে-পাড়ায় ধেও না ;
ধাও যদি বে-পাড়ায়, স্লোগানটা গেও না ;
স্লোগান নেহাৎ দিলে, মাইকে তা দিও না ;
পুলিশ পাঠিয়ে দেব, তারে কিছু ক’য়ো না –
ইঁটের পাহারা দেবে ; মনে কিছু নিও না ;
ধর্মের মাথা খাও ! ভোটগুলো খেও না !

                   ***

জনতার সাথে যাব, বি জে পি-কে নেব না !
বি জে পি-কে ওরা নিলে,  মোরা কিছু কব না !
মার্কসবাদী সতী মোরা, গদীছাড়া হব না !

                  ***

তোদের আছে অমিতাভ,
.                সুনীল, রাজেশ খান্না ?
মোদের আছে শত্রু-মিঠুন,
.                দেবানন্দ, ব্যস, আর না !
তোদের আছে অরুণ—নীতিশ
.                ধর্মকথার হিরো ?
মোদের রামা কলির কেষ্ট---
.                করবে ওদের জিরো !
রামা রাওয়ের এক কানে দুল,
.                দুই পায়েতে আলতা,---
ভোলকালিতে ভুলিয়ে দেবে----
.                কোন্ টা বোল্ আর বোল্ তা !

.           **************************  
.                                                                                
সূচিতে . . .    



মিলনসাগর
*
‘বিপ্লবী’ কেরাণী ও ‘মার্কসবাদী’ মাস্টার
রচনা ও সংগ্রহ : দিলীপ বাগচী
শংকর সান্যাল ও তাপস চক্রবর্তী সংকলিত ও সম্পাদিত এক আসাধারণ সাধারণ মানুষ
দিলীপ বাগচী : জীবন ও সৃষ্টি থেকে নেওয়া |

‘বিপ্লবী’  কেরাণী ও ‘মার্কসবাদী’ মাস্টার,
দিনে মারে গুলতানি, রাতে মারে পোষ্টার,
‘নো ওয়ার্ক ফুল পে’ শেষ হলে মাস-টার!
এ ছেড়েছে দফ্ তর, ও যে চক-ডাস্টার –
প্রশাসন প্রহসন,  মাথা খেল দেশটার!
কে করবে কাজ,  এরা না হ’লে মিনিষ্টার?

                 ***

ঠকালো ভীষণ পে-কমিশন,---
.                 তাহার দালালি এম পি আসন
পেয়েই অজয় জেনেছে বিজয়,
.                ( তাই ) নির্মল হাসি মেলিয়ে দশন!

                  ****

বিপ্লবী হয় যদি তস্কর কেড়াণী,
ভাস্কর-সম তার বিছুরিবে কিরণই!
আকাশেতে ঘুঁসি ছুঁড়ে ভজে বঁধু সরকার,
নেতা যদি ভোটে জেতে, অফিসে কি দরকার?

                 ****

কমুনিষ্ট কেরাণীর তাঁবেদার আমলা,
তার নেতা ভোটে! বাছা, কাছাটাকে সামলা !
বিপ্লবী সার দিস, ---- ফসলটা নামলা !

.           **************************  
.                                                                                
সূচিতে . . .    



মিলনসাগর
*
কেরামতি কত
রচনা ও সংগ্রহ : দিলীপ বাগচী
শংকর সান্যাল ও তাপস চক্রবর্তী সংকলিত ও সম্পাদিত এক আসাধারণ সাধারণ মানুষ
দিলীপ বাগচী : জীবন ও সৃষ্টি থেকে নেওয়া |

কেন্দ্র খুলবে কল-কারখানা,
.                আমরা করব বন্ধ !
সারা বাংলা ছড়িয়ে দিয়েছি
.                বস্তুমূলক দ্বন্দ্ব ---
ভাইরে, ধান্দামূলক গন্ধ !

                  *****
বারটি বছরে পঞ্চাশ লাখ
.                বেকার গড়েছি বঙ্গে,
এই ক্যালি দেখে তরুণ-তরুণী
.                 ভোট দাও মোরে রঙ্গে !

                  *****

এক্ষুনি ঘুচে যাবে বেকারীর বন্ধন,
হও যদি মার্কসবাদী লিডারের নন্দন !
না হ’লে ক্যাডার হয়ে পথে-ঘাটে মাত’রে,
মরলে, শহীদ বেদী মার্বেল পাথরে !

.           **************************  
.                                                                                
সূচিতে . . .    



মিলনসাগর