কবি গণসঙ্গীতকার দিলীপ বাগচীর গান ও কবিতা |
ভূমিকার বদলে রচনা ও সংগ্রহ : দিলীপ বাগচী শংকর সান্যাল ও তাপস চক্রবর্তী সংকলিত ও সম্পাদিত "এক আসাধারণ সাধারণ মানুষ দিলীপ বাগচী : জীবন ও সৃষ্টি" থেকে নেওয়া। উড়ছে ছড়া, ঘুরছে ছড়া, ছুটছে ছড়া সবখানে, ছড়্ রা হ’য়ে বিঁধবে ছড়া কখন, কোথায়, কোন্ জনে--- যার বেঁধে তা সেই জানে ! চালাক হ’লে চুপ মানে, শুধ্ রিয়ে নেয় পিছপানে ! ভোটাররা নয় অবোধ, তারা সব দেখে, আর সব শোনে ! . ************************** . সূচিতে . . . মিলনসাগর |
সংস্কৃতি / কালচার রচনা ও সংগ্রহ : দিলীপ বাগচী শংকর সান্যাল ও তাপস চক্রবর্তী সংকলিত ও সম্পাদিত "এক আসাধারণ সাধারণ মানুষ দিলীপ বাগচী : জীবন ও সৃষ্টি" থেকে নেওয়া। চাপান : হাস্ মি ম’লেন, ডি-লিট্ দিলেন নিজে করলেন কি ? মন্ত্রীর উতোর : শিলিগুড়িতে শোকসভাতে নাচবে মিঠুনজী ! [ জনৈক বামনেতা জনসভাতে সাংবাদিককে ‘বরাহের বাচ্চা’ বলেন ] বলেন লেনিন— “শূয়োর—খোঁয়াড়” পার্লামেন্ট --- যতদিন তা বুর্জোয়াদের আর্মামেন্ট ! বারো বছর এক নাগাড়ে – কাটিয়ে দিলেন সেই খোঁয়াড়ে— কালচারে তাই সেই খোঁয়াড়ের ছাপ পড়েছে পার্মানেন্ট ! ‘বিপ্লব’ টা এখন নেহাৎ ভোট-ভাষণের অর্ণামেন্ট !! . ************************** . সূচিতে . . . মিলনসাগর |