আহা! বিপ্লব রচনা ও সংগ্রহ : দিলীপ বাগচী শংকর সান্যাল ও তাপস চক্রবর্তী সংকলিত ও সম্পাদিত এক আসাধারণ সাধারণ মানুষ দিলীপ বাগচী : জীবন ও সৃষ্টি থেকে নেওয়া |
আদার গাঁয়ে শেয়াল রাজা রচনা : দিলীপ বাগচী শংকর সান্যাল ও তাপস চক্রবর্তী সংকলিত ও সম্পাদিত এক আসাধারণ সাধারণ মানুষ দিলীপ বাগচী : জীবন ও সৃষ্টি থেকে নেওয়া | [ প্রতিবাদী চেতনা ( মে দিবস সংখ্যা, ১৯৯১ ) – এর সৌজন্যে ]
আমরা আসল কমিউনিষ্টি, জিতেছি চার চারটি টার্ম, রাখতে ধরে বংশগতি – খুলেছি এক ব্রীডিং ফার্ম | স্যাংচুয়্যরী গড়ছি এবার বঙ্গদেশের প্রান্ত ঘিরে, বিরল মোদের এই প্রজাতি থাকবে বেঁচে চ’ড়ে-ব’ড়ে ! কেমন ক’রে রইনু বেঁচে বিশ্বজোড়া ডামাডোলে ? নো-হাউ’টা বলছি শোনো, মক্ সো কোরো সুযোগ পেলে | লাল জামাটা রাখবে অটুট, ছাড়বে বুলি গরমা-গরম, ভিতরে তার শরীর ও মন— ধনীর দালাল, পেলব-নরম ! লেনিনবাদের ‘বাদ’টুকু বাদ, বানাও লেনিন বিরাট মাপে ; সাজতে সতী বারাঙ্গনা ললাট জুড়ে সিঁদুর লেপে | ডুবছে রুশ আলবেনিয়া, চায়না দ্যাখো, খাচ্ছে খাবি, সাম্য, মেড-ইন অ্যামেরিকা – মোদের কাছে টাটকা পাবি ! সায়েন্টিফিক রিগিং-ব়্যাগিং ভোটার লিষ্টি কি করে হয়, ডেমোক্রেসির টেকনোলজি শিখিয়ে দেবো ভোটের সময় | লেনিন-স্তালিন গোরস্থানে, মাও-সে-তুঙ্ ও চক্ষু বোঁজা আপনি মোড়ল আমরা এখন – আদার গাঁয়ে শেয়াল রাজা !
শতবর্ষ বাজি রচনা : দিলীপ বাগচী শংকর সান্যাল ও তাপস চক্রবর্তী সংকলিত ও সম্পাদিত "এক আসাধারণ সাধারণ মানুষ দিলীপ বাগচী : জীবন ও সৃষ্টি" থেকে নেওয়া | [ প্রতিবাদী চেতনা ( মে দিবস সংখ্যা, ১৯৯৩ ) – এর সৌজন্যে ]
ভাগ্যি, কিছু মহাপুরুষ জন্মেছিলেন এই দেশে, তাদের নামে নানা রকম কর্মসূচী হয় ঠেসে | জন্ম থেকে মৃত্যু হওয়া- এবং দু’য়ের মাঝখানে, স্মরণীয় থাকলে কিছু সে সব ধরেও জোর টানে | না থাকলে তেমন কিছু— টাকের শত বার্ষিকী, কিম্বা ধরুন, গোঁফ গজানোর জয়ন্তীটা ধরছি কি ? উড়ছে কোটি কোটি টাকা মিটিং-মিছিল-মজলিশে, দল ও নেতার প্রচার আসল, মহাপুরুষ সব নীচে ! মহাপুরুষ দেব-দেবীদের জন্ম নেহাৎ কুক্ষণে ! তাইতো দেখি ট্রেড মার্কায় পণ্য তাঁরা এক্ষণে, কারো নামে দাদের মলম, কেউবা সর্ষের তেলের টিনে, কেউবা হলে বিড়ির মার্কা. স্বয়ং কালী ধেনোর টানে ! সাইন বোর্ডে ঝুলছেন কেউ জুতোর দোকান, সরাইখানার ; আরো হরেক ব্যবসাদারের হাতের পুতুল, ক্রেতা টানার ! এখন যত ভন্ড নেতা মূল্যবোধে দেউলিয়া, মহাপুরুষ, দেব-দেবতার ধরছে কাছা টান দিয়া !
মস্ত চীজ শেষণ রচনা : দিলীপ বাগচী শংকর সান্যাল ও তাপস চক্রবর্তী সংকলিত ও সম্পাদিত এক আসাধারণ সাধারণ মানুষ দিলীপ বাগচী : জীবন ও সৃষ্টি থেকে নেওয়া | [ প্রতিবাদী চেতনা ( নভেম্বর বিপ্লব সংখ্যা, ১৯৯৪ ) – এর সৌজন্যে ]
তোলাও ফটো ! কমাও খরচ ! হটাও পেশীর শাসন ! গণতন্ত্রের ট্রেন ঢুকবে, সাফাই করো স্টেশন ! . কেউ বলে, “ও পাগলা কাজী” . কেউ বা বলে, “বেজায় পাজী” কেউ বা চেঁচায়, “কাটতে ডানা ডাকুন অধিবেশন !”
“ইস্টুপিড্ আর ফুলিশ্ ! সেই ডালটাই কাটবি না কি, যে ডাল ধরে ঝুলিস ?” সামনে রেখে ফুলের সাজি গণতন্ত্রের ধাপ্পাবাজী ঢাকতে হবে, জানিস ? গানের সুরে মস্ত যে চীজ, জানিয়ে দিলেন শেষণ !
“কামিয়ে নিস” বিপ্লবী রচনা : দিলীপ বাগচী শংকর সান্যাল ও তাপস চক্রবর্তী সংকলিত ও সম্পাদিত এক আসাধারণ সাধারণ মানুষ দিলীপ বাগচী : জীবন ও সৃষ্টি থেকে নেওয়া | [ প্রতিবাদী চেতনা ( মে দিবস সংখ্যা, ১৯৯১ ) – এর সৌজন্যে ]
গ্যাট চুক্তি মানছি না -- ( তাই ) ডাকছি ভারত বন্ধ, কেন্দ্র কেন বেচবে একাই ? তাইতো মনে সন্দ ! ওরাই শুধু ভাগ বসাবে ? আমরা কি সব ফেক্ লু ? দেখনা কেমন ব়্যাপের সুরে বাজাই বাঁশি পিক্ লু ! শিল্পনীতি বের করেছি- লেনিন রেখে সাক্ষি, বঙ্গ দেশের হাওয়ায় ভেসে আসবে সাহেব মক্ষি ! পরিস্থিতি পাল্টে গেছে পাল্টে গেছি আমরা তাই, হাওয়া বুঝে পাল খাটাতে আমরা এখন দক্ষ ভাই ! এবার সাতুই নভেম্বরে, জানিয়ে দিলাম সাড়ম্বরে – ঝুলিয়ে লেনিন পিছে, জন্মেছিল এই দিনেতে, মোদের পার্টি কলকাতাতে, ( আজ ) ‘কামিয়ে নিস’ পার্টি বলে— কদর বেড়ে গেছে !!