কবি দীনেশচরণ বসুর কবিতা
*
বীণা
কবি দীনেশচরণ বসু
কবি যোগীন্দ্রনাথ সরকার সম্পাদিত বন্দে মাতরম্, ১৯০৫, কাব্য সংকলন থেকে নেওয়া।

বাজ্ রে গম্ভীরে বীণা একবার,
ভারতের জয় কর্ রে ঘোষণা,
জমদ নির্ঘোষে উঠাও ঝঙ্কার,
ঘোর রবে বীণা বাজ্ রে আমার!

ওরে তন্ত্রি, রাখ, প্রেম-গুঞ্জরণ,
বিরহের গান গেও না এখন।
মৃত-সঞ্জীবনী-সঙ্গীত উঠাও,
জাগাও, নিদ্রিত ভারতে জাগাও,
সে গম্ভীর নাদে ডুবাও অম্বর,
কাঁপাও জলধি, পর্ব্বত-কন্দর,
কর মৃতদেহে শোণিত সঞ্চার,

.                             *************************      
.                                                                                   
সূচিতে . . .      



মিলনসাগর       
*
মা আমারে করো কোলে
কবি দীনেশচরণ বসু
কবি দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত বাঙালির গান, ১৯০৫, কাব্য সংকলন থেকে নেওয়া।

॥ মধুকানের সুর, কাওয়ালি॥

মা আমারে করো কোলে ;
কত দিনে আর কেঁদে কেঁদে,
ভাসিব নয়নের জলে।
সয়েছি যাতনা যত, বলে তা জানাবো কত,
জীবনে মৃতের মতো, পড়ে আছি ধরাতলে।
এসো এসো এসো একবার, করুণাময়ী মা আমার,
ঘুচাও আসি হৃদয়ের ভার,
দেখা দিয়ে হৃদ-কমলে॥

.        *************************      
.                                                                                   
সূচিতে . . .      



মিলনসাগর       

.                 *************************      
.                                                                                   
সূচিতে . . .      



মিলনসাগর       
*
শেষের সে দিন
কবি দীনেশচরণ বসু
কবি দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত বাঙালির গান, ১৯০৫, কাব্য সংকলন থেকে নেওয়া।

॥ ভৈরবী, তেওট॥

.                 *************************      
.                                                                                   
সূচিতে . . .      



মিলনসাগর       
*
আয় লো স্মৃতি আয়, দয়া করে আয়
কবি দীনেশচরণ বসু
কবি দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত বাঙালির গান, ১৯০৫, কাব্য সংকলন থেকে নেওয়া।

॥ লখনউ ঠুংরি॥

আয় লো স্মৃতি আয়, দয়া করে আয়।
সেই পুরানো সংগীত শুনা লো আমায়।

.                 *************************      
.                                                                                   
সূচিতে . . .      



মিলনসাগর       
*
এ সুখসন্ধ্যায় আজি জাগো রে নিদ্রিত মন
কবি দীনেশচরণ বসু
কবি দুর্গাদাস লাহিড়ি সম্পাদিত বাঙালির গান, ১৯০৫, কাব্য সংকলন থেকে নেওয়া।

॥ পুরবি, আড়া॥

এ সুখসন্ধ্যায় আজি জাগো রে নিদ্রিত মন।
আশার কুসুম তুলি গাঁথো মালা সুচিকন।