কবি দীনেশচরণ বসু - পূর্ববঙ্গের প্রসিদ্ধ কবি ছিলেন। তিনি জন্মগ্রহণ করেন বিহারের পূর্ণিয়ায়
(শিশিরকুমার দাশ-এর বইতে তাঁর জন্মস্থান ঢাকা)।

পিতা অভয়াচরণ বসু পূর্ণিয়ার ফৌজদারী আদালতে সেরেস্তাদার ছিলেন। পিতা ভাগলপুরে বদলি হয়ে গেলে
সেইখানেই কবির শিক্ষা শুরু হয়। প্রবেশিকা পরিক্ষায় (এন্ট্রান্স) প্রথম বিভাগে উত্তীর্ণ হয়ে তিনি মেডিকেল
কলেজে ভর্তি হন। তৃতীয় বর্ষের পরে পড়া ছেড়ে দেন মস্তিষ্কের পীড়ার জন্য।

অল্প বয়স থেকেই তিনি “বঙ্গদর্শন”, “বান্ধব” প্রভৃতি পত্র-পত্রিকায় লেখালেখি শুরু করেছিলেন। সঙ্গীতরচনায়
ইনি দক্ষ ছিলেন।

তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “মানসবিকাশ” (১৮৭৩),  “কবি কাহিনী” (১৮৭৬) প্রভৃতি। তাঁর
উপন্যাসের মধ্যে রয়েছে “কুলকলঙ্কিনী” (১৯৯৩),  “মোহিনী প্রতিমা বা সরলা” (১৯৮৮), “পদ্মিনী” (১৮৯৪)
প্রভৃতি।

তিনি ঢাকাবার্তা ও ঢাকাপ্রকাশ নামক পত্রিকা সম্পাদনা করেছেন।

আমরা
মিলনসাগরে  কবি দীনেশচরণ বসুর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।

কবির একটি ছবি ও তাঁর জীবন সম্বন্ধে আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা, আমাদের
কৃতজ্ঞতাস্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।


উত্স -     কবি দুর্গাদাস লাহিড়ি, বাঙালির গান, ১৯০৫।      
.              
কবি শিশিরকুমার দাশ, সংসদ বাংলা সাহিত্য সঙ্গী, ২০০৩।       
       



কবি দীনেশচরণ বসুর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন


আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রথম প্রকাশ - ৪.৮.২০১৫
...