গম্ভীর ওই উদ্ধত তরবারি .. নিত্য নিত্য যার কাছে হারি, গুপ্ত জয়ের দম্ভের তর্জনী আজ সেখানেই বুকটি দিব পাতি। দেখি কোন বলে বীর বলীয়ান.. কোন জয়ে নিজে রাখে? গভীর ক্ষতের গোপন ব্যথা , কোন সে বর্মে ঢাকে? আজ আঘাতের বিনিময়ে সে পার.. রাখবো হাতে সহস্র গোলাপ, দেখি, তার হাত কাঁপে কিনা কাঁপে! ব্যবধানে নিজেকে মাপে কিনা মাপে! যদি সে বোঝে তার সব কিছুই ফাঁকি .. বুকের পাশে বা পাশে গভীরে হাত রাখি, যদি কোন গোপন ব্যথায় বিলাসী হয় তার আঁখি। তবে মিলিত নেত্রে সব হোক মাখামাখি.. দৃপ্ত বিজয় ডাকিয়া আনুক যুদ্ধ যথারীতি , হৃদয় দিয়ে হৃদয় জয়ের মুগ্ধ বিভোর আঁখি আজ সেখানেই মরণ যাব লিখি॥
ছিল আশ্রিত হয়ে, কুন্ডলী মনে। অচেতন চিলেকোঠা বেদখল ঘরে। তবুও তো পুষে রাখি, মন সাথে বুঝে দেখি। কিছুটা ছেড়েও দেখি দেখি, সে না ছাড়ে। দেখি সে ধীরে ধীরে বাড়ে, স্পৃহা থেকে স্পৃহা বরাবরে। তাকে দূরে রেখে দেখি দেখি, সে না রোখে। সে ভীতরেই বাড়ে, আমাকেই রাখে বধিবারে । শান দেওয়া বাসনার অসি বারে বারে ওঠে বধিবারে । তবুও তো বুঝে দেখি, নিজ সাথে যুঝে দেখি। বাসনাকে যদি পারি, নিজে বধিবারে । নেমে যাই সন্মুখ রণে, ওজন সম পরিমাণে । কেউ জমি ছাড়িনি , তিল পরিমাণে । দেখি কে কার কাছে হারে! হার হয়ে ছুঁয়ে দেখি, জয় হয়ে ঘুরে দেখি দেখি, সে না ছাড়ে। . *************** . সূচিতে . . .
কিছু চাইতে গিয়ে ... ফিরতে হল যার, বিঁধলো এসে শূন্য হাতে অকাল উপহাস । কিছু চেনা জানা... বিফল হল যার, তার সেই খরা মাসে ,গ্রহণ হাসে বিফল অনুতাপ । শূন্য দলে রুগ্ন খেয়ার মাঝে.. যে বেঁধেছে শীষ মহলের ছাঁচ , তার পায়ের নীচে ছড়িয়ে আছে দুঃখ মনস্তাপ। সে মৌনব্রতে তপস্বিনী আজ.. তার ভষ্ম গায়ে জড়ীয়ে আছে, ব্যথার পীতবাস। সে সর্ব ত্যাগী আজ... শূন্য হাতেই সুর ছুঁয়েছে জীবনের আধার । সে সর্ব ত্যাগী আজ। . *************** . সূচিতে . . .