দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের কবিতা |
তুমি হে ভরসা মম অকূল পাথারে কবি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মসঙ্গীত দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বাঙ্গালীর গান ( ১৯০৫ ) সংকলন থেকে নেওয়া। ॥ সিন্দুকাফি - ঝাঁপতাল॥ তুমি হে ভরসা মম অকূল পাথারে। আর কেহ নাহি যে, বিপদভয় বারে, এ আঁধারে যে তারে॥ এক তুমি অভয় পদ, জগত সংসারে, কেমনে বল দীন জন, ছাড়ে তোমারে। করিয়ে দুখ অন্ত, সুবসন্ত হৃদে জাগে, যখন মম আঁখি তব জ্যোতি নেহারে --- জীবনসখা তুমি, বাঁচি না তোমা বিনা, তৃষিত মন প্রাণ মম, ডাকে তোমারে॥ . **************** . সূচীতে . . . মিলনসাগর |
অখিলব্রহ্মাণ্ডপতি প্রণমি চরণে তব কবি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মসঙ্গীত দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বাঙ্গালীর গান ( ১৯০৫ ) সংকলন থেকে নেওয়া। ॥ ভজন - ঝাঁপতাল॥ অখিলব্রহ্মাণ্ডপতি প্রণমি চরণে তব, প্রেমভক্তি ভরে শরণ লাগি। দুর্মতি দূর করি শুভ মতি দাও হে, এই বরদান ভগবান মাগি॥ ঘোর নিষ্ঠুর রিপু অন্তে বাহিরে, ভীত অতি আমি এ অন্ধকারে। দীন-বত্সল তুমি তারো নিজ সেবকে, তব অভয়-মুরতি ভয় নিবারে॥ বিষয়-মহার্ণবে মগন হয়ে ডাকি হে, দীনহীনে প্রভু রাখো রাখো। তব কৃপা যে লভে, কী ভয় ভব-সংকটে, কাটি যাবে বিপদ লাখো লাখো॥ . **************** . সূচীতে . . . মিলনসাগর |
জ্ঞানময় জ্যোতিকে যে জানে সেই সত্য জানে কবি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মসঙ্গীত দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বাঙ্গালীর গান ( ১৯০৫ ) সংকলন থেকে নেওয়া। ॥ ভৈরবী - চৌতাল॥ জ্ঞানময় জ্যোতিকে যে জানে সেই সত্য জানে ; তাঁরে সেই হৃদে ধ্যায় সেই পায় অচল শরণ। এক প্রথম তেজ সেই, একেরই অসংখ্য কিরণ, কতই মঙ্গল, জ্ঞান, ধরম, প্রীতি, কান্তি ছার ভুবন। গায় তাঁহারে সর্বলোক, মধ্যে সেই বিশ্বলোক, অন্ত কেহ নাহি পায়, যাচি চরণারবিন্দ, দেহি মে কৃপা-আনন, আর কার দ্বারে যাবো, তুমি সবার দরিদ্রভঞ্জন॥ . **************** . সূচীতে . . . মিলনসাগর |
মলিন মুখ-চন্দ্রমা ভারত তোমারই কবি দ্বিজেন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মসঙ্গীত দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত বাঙ্গালীর গান ( ১৯০৫ ) সংকলন থেকে নেওয়া। ॥ নটবেহাগ - পোস্তা॥ মলিন মুখ-চন্দ্রমা ভারত তোমারই। দিবা রাত্রি ঝরিছে লোচন-বারি॥ চন্দ্র জিনি কান্তি নিরখিয়ে, ভাসিতাম আনন্দে, আজি এ মলিন মুখ কেমনে নেহারি। এ দুঃখ তোমার হায়রে সহিতে না পারি॥ . **************** . সূচীতে . . . মিলনসাগর |