কবি গিরিজাকুমার বসু - বিংশ শতকের প্রথমার্ধের বিষিষ্ট কবি ও শিশু-সাহিত্যিক। তাঁর মাতামহ
প্যারীচরণ সরকার।
কবি তমাললতা বসু তাঁর স্ত্রী।

তাঁর রচনার মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ “ধূলি”। তিনি "রেণু" পত্রিকার সম্পাদক ছিলেন।

বৈশাখ ১৩৩৪ (মে ১৯২৭) সালে
কবি নরেন্দ্র দেব সম্পাদিত কাব্য-দীপালি কাব্য সংকলনের (প্রথম সংস্করণ)
ভূমিকায়,
রাধারাণী দত্ত (কবি রাধারাণী দেবী)হেমেন্দ্রকুমার রায়ের সঙ্গে গিরিজাকুমার বসুর প্রতিও ঋণ
স্বীকার করেছিলেন সম্পাদক।

সে কালের বহু পত্র-পত্রিকাতেই গিরিজাকুমারের কবিতা প্রকাশিত হয়েছে। আমরা প্রবাসী, ভারতবর্ষস
পাঠশালা প্রভৃতি পত্রিকার বিভিন্ন সংখ্যা থেকেও তাঁর কবিতা এখানে তুলে দিলাম।

এছাড়া এই কবি সম্বন্ধে আমাদের কাছে আর কোনো তথ্য নেই। আমাদের কাছে কবির কোনো ছবিও নেই |
একটি ছবি এবং কবি সম্বন্ধে অন্য তথ্য আমাদের কাছে পাঠালে আমরা কৃতজ্ঞতা স্বীকার করে  প্রেরকের
নাম এইখানে ছবির সাখে উল্লেখ করবো |

আমরা  মিলনসাগরে  কবি গিরিজাকুমার বসুর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে
এই প্রচেষ্টার সার্থকতা।



উত্স - সুকুমার সেন সম্পাদিত বাংলা কবিতা সমুচ্চয় ১০০০ - ১৯৪৮, প্রথম খণ্ড, ১৯৯১।
.          বিশ্বনাথ মুখোপাধ্যায় সম্পাদিত কিশোর কবিতা সঞ্চয়ন (দ্বিতীয় সংস্করণ), ১৯৯৯।



কবি গিরিজাকুমার বসুর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।       



আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     



এই পাতার প্রথম প্রকাশ - ৮.১.২০১৬
...