কবি হাসান ইমতি - জন্মগ্রহণ করেন বাংলাদেশের ফরিদপুরে। কবির বর্তমান বাসস্থান ঢাকা। পিতা
বেলায়েত হোসেন, ব্যাঙ্ক কর্মকর্তা ছিলেন। উনি দুই বছর আগে পরলোক গমন করেছেন। মাতা আনোয়ারা
বেগম।
কবি কমনওয়েলথ এম.বি.এ শেষ করে সি.এ. করার পাশাপাসি একটি নিরীক্ষা বিভাগে চাকরী করছেন।
তিনি মূলতঃ অনলাইনে লেখালেখি করেন। বাংলা কবিতা, কবিতা ক্লাব, কবিতা ইবারয়ারি ইত্যাদি সাইটে
নিয়মিত লেখালেখি করে থাকেন। এছাড়াও ই-ম্যাগের ভেতর অন্যনিষাদ, কালিমাটি, জলভূমি সহ আরও
বেশকিছু ব্লগজিনেও তাঁর লেখা প্রকাশিত হয়েছে। প্রিন্ট মিডিয়ার ভেতর গত বইমেলায় সাহিত্যকথা,
অন্যপ্রকাশ, তারুন্য সহ আরও কয়েকটি সংকলনে তাঁর লেখা প্রকাশিত হয়েছে। এর বাইরে ভারতের দিগন্ত
পত্রিকা, যুগসাগ্নিক, ঢাকার লেখচিত্র প্রকাশনী, অতসী পত্রিকাসহ আরও বেশকিছু প্রকাশনী থেকে প্রকাশিত
হয়েছে কবির লেখা।
ইতিমধ্যেই, অনলাইনে আয়োজিত “আটকাহন সাহিত্য পুরস্কার”, “গল্পলেখা সাহিত্য পুরস্কার” ও “সৃষ্টিসুখের
উল্লাসে সাহিত্য পুরস্কার” সহ আরও কিছু সাহিত্য পুরস্কার দ্বারা কবির লেখা সন্মানিত হয়েছে।
আমরা মিলনসাগরে কবি হাসান ইমতির কবিতা তুলে আনন্দিত। আমরা কবির কাছে কৃতজ্ঞ কারন তিনি
তাঁর কবিতা নিজেই আমাদের টাইপ করে পাঠিয়েছেন।
উত্স - কবির সঙ্গে ইমেলে পত্রালাপ।
কবি হাসান ইমতির মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল - hasanimti@gmail.com
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২৬.০৯.২০১৫
...