কবি ও গীতিকার হীরেন বসুর কবিতা ও গান
*
শেফালী তোমার আঁচলখানি বিছাও শারদ প্রাতে
রচনা – হীরেন বসু
সুর --   হীরেন বসু
শিল্পী --- মিস লাইট , ১৯৩২

শেফালী তোমার আঁচলখানি বিছাও শারদ প্রাতে
চরণে চরণে তোলো রিনিঝিনি অরুণ-বরণ হাতে |
নিশির শিশিরে অবগাহি, যাপিয়াছ কার পথ চাহি,
মৃদুল হিল্লোলে---- অলসে পড়িলে ঢলে ঢুলু ঢুলু নয়নপাতে |
ছন্দে ছন্দে গাঁথ তব জয় মালা গন্ধের অর্চনে ভরে নাও ডালা
অরুণ-তিলকে, রাঙিয়া পুলকে এসো এসো মধু প্রভাতে |

.             *************************            
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর   
*
আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও জননী এসেছে দ্বারে
রচনা – হীরেন বসু
সুর --   হীরেন বসু
শিল্পী ---  ধীরেন্দ্রনাথ দাস , ১৯৩১

আজি শঙ্খে শঙ্খে মঙ্গল গাও    জননী এসেছে দ্বারে |
সপ্ত-সিন্ধু কল্লোল রোল বেজেছে সপ্ত-তারে,    জননী এসেছে দ্বারে |
সুর-সপ্তক তুলেছে তান---- সপ্তঋষির গানে,
সপ্ত-স্বর্গে দুন্দুভি ঘোষে --- সপ্ত-গ্রহের টানে,
অন্তরে আজ সপ্ত-দলের, নবজাগরণ সাড়ে, জননী এসেছে দ্বারে |
আজ সাত রাঙা রবি রামধনু হাতে বরণের বাণ হানে,---
সপ্ত-কোটি সু-সন্তান বিজয় মাল্য আনে
.           আজ সপ্ত-স্বর্গ একসাথ হয়ে হৃদি মন্দির দ্বারে
.           তুলে নাও বুকে তারে, জননী এসেছে দ্বারে ||

.             *************************            
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর   
*
রচনা – হীরেন বসু
সুর --   হীরেন বসু
শিল্পী --- ধীরেন্দ্রনাথ দাস , ১৯৩১

আজ আগমনীর আবাহনে, কি সুর উঠেছে বেজে----
দোয়েল শ্যামা ডাক দিল তাই বরণের এয়ো সেজে |

.           ভরা ভাদরের ভরা নদী
.           কলকল ছোটে নিরবধি |
সে সুর গীতালি দেয় করতালি নাচে তরঙ্গ দোলনে-যে |
আজ পূরব দীপক আরতির দীপ-----
.                     শতছটা মেঘজালে
দিক-বালা তাই আলতা গুলেছে
.                     রক্ত আকাশ থালে,---
.         আজ ঘাসের চোখেতে শিশির নীর
.                     ধোয়াবে ও রাঙা চরণ-ধীর
সবুজ আঁচলে মুছে নেবে বলে ধরণী শ্যামলা সেজেছে যে ||

.                *************************            
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর   
*
আমার আঁখিতে রহগো নন্দদুলাল
রচনা – হীরেন বসু
সুর --   হীরেন বসু
শিল্পী --- রানু দেবী, পাহাড়ী সান্যাল – দুজনেই এককভাবে ,
ছবি  --  মীরাবাঈ, ১৯৩৩

আমার আঁখিতে রহগো নন্দদুলাল!
মোহন মূরতি সুন্দর জ্যোতি, নয়ন অতি বিশাল ||
অধর অমৃত মুরলী বাজে  গলে দোলে জয়মালা---
কটি তটে শোভে ঘন্টী-মেখলা সঞ্জীরে মধু-ঢালা---
রুনুঝুনু রুনুঝুনু নূপুর বোলে চরণে চরণে তোলে তাল ||
চিত-নন্দন মেরে শ্যামল
.         মনের গোপনপুরে ভাঙিলে আগল----
মীরা চিতচারী শ্যামগিরিধারী ভকত হৃদয় গোপাল ||

.                *************************            
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর   
*
জ্বালো আজি আরতি-দীপ আরতি দীপ জ্বালো
রচনা – হীরেন বসু
সুর --   হীরেন বসু
শিল্পী --- ইন্দুবালা , ১৯৩১

জ্বালো আজি আরতি-দীপ আরতি দীপ জ্বালো
বিশ্বনাথে বেড়িয়া বিহর নয়নে অশ্রু ঢালো !
গুণ-পঞ্চকে পঞ্চ প্রদীপ শিখার লিখায়
পঞ্চ-প্রাণের পঞ্চ বটিতে পৈলব আঁকি যায়
হে ভৈরব শৌরি-স্মারক নমো হে নমো বিশাল !
আজি মনপুরে কর্পূরে দীপজ্বালি
.           দিব নয়ন বারি শঙ্খ ঝারি
মরম বিল্বদল অর্ঘ ডালি ---

রাগ পঞ্চমে নাম প্রাণায়াম পূরক প্রভায়
প্রণয় প্রণব প্রণয়ন করো প্রমথের পায় পায়
রুদ্র হে মম----শুদ্ধ হে মম --- নমো নমো মহাকাল |

.                *************************            
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর   
*
আরতি দীপ কে জ্বালিল যমুনার তীরে --- সখি
রচনা – হীরেন বসু
সুর ও শিল্পী---- হীরেন বসু ,  ১৯৩১

আরতি দীপ কে জ্বালিল যমুনার তীরে --- সখি
.         কাজল মাখা নীরে !
শ্যাম রায় এল বুঝি মধুবনে ফিরে !

.         মোহন মুরলী ধ্বনি পুন কি উঠিবে বাজি
.         শেফালি পলাশ কলি পুন কি ভরিবে সাজি
.         চরণ নূপুর ধ্বনি রণিবে কি ধীরে ধীরে
.                    যমুনার তীরে |
পশরা বহি শিরে সখি কি চাইবে ফিরে
গোপন নিলাজ আঁখি চাবে কি ঘোমটা চিরে
সোহাগের গরব হাসি পড়বে খসি---- সখি
.        লুটিয়ে দেবে চরণ তলে পূজার ডালি
.                নয়ন নীরে -----যমুনার তীরে |

.                *************************            
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর   
*
আজি এ শারদ প্রাতে
রচনা – হীরেন বসু
সুর ও শিল্পী-- --  হীরেন বসু, ১৯৩৪

আজি এ শারদ প্রাতে----
.        কে তুমি এলে চরণ ফেলে
.        বরণ ডালা হাতে |
কে গো বালা মাথার পরে
.        ধানের শীষের ঝাঁপি
.        কে আনিলে আঁচল ভরি
.        সোনার ফসল মাপি |’
কে তুলিল কলধ্বনি তোমার মেখলাতে |

রাঙা মেঘে তোমার হাসি, তোমার রূপের ছটা,
কাজলা আঁখির নয়ন হানা সেও ক্ষণিকের ঘটা |

হে ক্ষণিকা, কোন্ মণিকা তোমার রূপেতে ঢালো
কোন্ অজানা কালো মেয়ের কালো চোখের আলো
ভোরের তারায় জ্বালো ঊষার স্বপন-সাথে |

.             *************************            
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর   
*
রিনিকি ঝিনিকি ঝিনি
রচনা – হীরেন বসু
সুর --   হীরেন বসু
শিল্পী --- কানন দেবী  , ১৯৩৩

রিনিকি ঝিনিকি ঝিনি
.                পায়েল বাজে
শ্রীরাধা গরবী চলে
.                 অভিসার সাজে |
চাঁচর চিকুর দোলে চঞ্চল জালে
অলক তিলক শোভে সুন্দর ভালে |
চন্দন চর্চ্চিত শ্রীমুখ কমল
.          বক্ষে নীপের মালা রাজে |

চরণ রণন ঘায়ে ফোটে বন মালতী
ঝঙ্কার ঝিল্লী প্রাণে আনে স্ফূরতি
বনানীর কর যুগে শোভে ফুল আরতি
.           বন্দে চরণ আজি সাঁঝে ||

.          *************************            
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর   
*
আমার আঁধার ঘরের প্রদীপ যদি নাইবা জ্বলে
রচনা – হীরেন বসু
সুর --   রবীন চট্টোপাধ্যায়
শিল্পী ---  রবীন মজুমদার , ১৯৪২

.        আমার আঁধার ঘরের প্রদীপ যদি নাইবা জ্বলে
.        কন্ঠ-মালার বকুল যদি যায় গো দ’লে---
ওগো প্রিয় ! জগবো বাসর শূন্য শয্যা পাতি---- আমার বিফল রাতি |
বন্ধ হবে সেদিন গানের খেয়া চুকবে সকল দেয়া-নেয়া
.        পথের পাশে ঝরবে শেফালিকা দীর্ঘশ্বাসে মাতি
ও গো প্রিয় ! জাগবে বাসর শূন্য শয্যা পাতি--- আমার বিফল রাতি !
তোমার পায়ের চিহ্ন স্মরি   হৃদয় তলে রাখব ধরি
.        মরণ যেদিন আসবে ঘিরে নিভ্ বে যখন বাতি
ওগো প্রিয় ! জাগবে বাসর শূন্য শয্যা পাতি----আমার বিফল রাতি !

.                         *************************            
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর   
*
মোর প্রেমগান হারায়েছে আঁখি ধারে
রচনা – হীরেন বসু
সুর --   রবীন চট্টোপাধ্যায়
শিল্পী ---  রবীন মজুমদার , ১৯৪২

মোর প্রেমগান হারায়েছে আঁখি ধারে
.                 বিরহী মাধবী দুলে
.                 এল রং-এ এল ফুলে
এল কিরে কাঁদিবারে---- |

ঝরা পথ ফুল যারে তুমি গে’ছ দলি’
শিশিরের ছায় যে শেফালি পড়ে ঢলি’
.                    তারি চাওয়া হায়
.                    আনিল কি মধুবায়
ফাগুন আগুনে সে যে জ্বলে বারে বারে |

যে শাওন এল বরষার ভাঙা কূলে
দখিনা পবন বাঁধিবে তারে কি ভুলে
.         সে যে বেদনায়
.         ঝরে পড়ে আজি হায়,
মধু-ঋতু-গানে কেমনে জাগাবে তারে |

.          *************************            
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর