কবি ও গীতিকার হীরেন বসুর কবিতা ও গান |
আমি তনু-চন্দন বাটি রাম-নামে পাষাণে রচনা – হীরেন বসু সুর -- অনুপম ঘটক শিল্পী --- হেমন্ত মুখোপাধ্যায় ছবি – শ্রী তুলসীদাস, ১৯৫০ আমি তনু-চন্দন বাটি রাম-নামে পাষাণে নয়ন সলিল ঢালি তায়, ভকতি সুরভি ক্ষরে--- মনতাপ ধেয়ানে আলিম্পন আঁকি রাম-পায় | মোর মনের মিনতি রাখো প্রভুজী ! নিজ হাতে লেপি’ লহ আপন বুঝি--- ললাট-শশাঙ্কে পরো, পরো সিত পঙ্কে তুলসীর অঙ্কে রাখি কায় ! রঘুবর-পদ-রজ অগুরু-গন্ধ-চুয়া তুলসী মাখো সারা গায় || . ************************* . সূচিতে . . . মিলনসাগর |
সেদিনের অপরাহ্নকালে রচনা – হীরেন বসু সুর -- অনুপম ঘটক শিল্পী --- হেমন্ত মুখোপাধ্যায় সেদিনের অপরাহ্নকালে দেখেছিনু কালো দিঘি জলে গগনের রক্ত-রবি-রেণু মাখি পঙ্খদলে ঐ হংস মিথুন চলে যেন অস্তাচলে | প্রভাতের ভিড় করা হংস সভাতলে তারা কৈ যায় নি তো কলকুতূহলে তারা শুধু নিরালায় প্রেমের মহলে রচেছিল ফুলশয্যা শ্বেত-পদ্মদলে || মধ্যাহ্ন বিদ্রোহী-বিরহ খরতাপে দুটি চোখে চেয়ে থাকে মূক-প্রেমালাপে | গাহন খেলায় দোঁহে ওষ্ঠপুটে চাপে মৃণালের মধুবৃন্তে, আলিঙ্গন ছলে | প্রদোষের ধূপছায়ে বলাকা দেখে তারা বুঝি প্রণয়ের ভাষণ শেখে অনুরাগ অনুলিপি জলেতে লেখে আর লেখে --- লেখে প্রীতমের হৃদয়-কমলে || . ************************* . সূচিতে . . . মিলনসাগর |
শুকনো শাখার পাতা ঝরে যায় রচনা – হীরেন বসু সুর -- অনুপম ঘটক শিল্পী --- হেমন্ত মুখোপাধ্যায়, ১৯৪৮ শুকনো শাখার পাতা ঝরে যায়--- তবু ফোটে ফুল, হায় একি ভুল, পাখি তবু গান গায়॥ কেন কালো হ’লো কোকিলা বধুয়া রাগিনীতে কেন বিদায়ের ধুয়া কেন সুরভিত চন্দন চুয়া--- শুধু যদি জ্বলে যায়॥ নব কুসুমিত মুকুল সুবাস যদি ধুয়ে নেয় পবনে হারা ফুল দোলে প্রণয় শাখায় শতেক সুখের লগনে--- কেন ওঠে সুর বেণু ও বীণায় যদি কেঁদে ফিরে বাণী বেদনায়, কেন রূপ-ছবি গগনের গায় নিতি যদি মুছে যায়॥ . ************************* . সূচিতে . . . মিলনসাগর |