কবি ও গীতিকার হীরেন বসুর কবিতা ও গান
*
চলার পথে থেমে যাও বৃন্দাবন পথযাত্রী
রচনা – হীরেন বসু
সুর --   রবীন চট্টোপাধ্যায়
শিল্পী --- সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়  , ১৯৪৩

.   চলার পথে থেমে যাও---      বৃন্দাবন পথযাত্রী !
একমুঠি ধূলি তুলে নাও---      অঙ্গে মাখো সুখ-দাতৃ ||
.   কালো তমাল মূলে     কালো শ্যাম আজিও ধূলি
.         উড়ায় ফাগের ধূলে ---    জাগে নব রাত্রি
একমুঠি তারই তুলে নাও---    অঙ্গে মাখো সুখ-দাতৃ
.         মুরলী খুঁজিয়া ফিরে,     বিরহী রাধায়---
.         স্মৃতির হংসী ফিরে,     আঁখির তারায় ;
.         রাস-ময়ূরী সাথে       রাধা শ্যাম দুজনাতে,
.         ধূলায় ধূলটে মাতে,      গোপিনী বিধাতৃ |
একমুঠি তারই তুলে নাও---     অঙ্গে মাখো সুখ-দাতৃ |

.                  *************************            
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর   
*
ওগো মৌসুমী সমীর
রচনা – হীরেন বসু
সুর --   হীরেন বসু
শিল্পী --- সাবিত্রী ঘোষ, ১৯৪৮

.                  ওগো মৌসুমী সমীর !
মলয় গিয়াছে ফিরে হেরিয়া নয়ন নীরে
.                  জানি তুমি বুঝিবে গো
.                 ব্যথা বিরহীর |
.     আমার বরষ মাঝে বরষাই বহে যায়
.     নয়ন-দিগন্ত কোলে তারি ধারা বয়ে যায়
.     বিগলিত গাধা আমি চিরধীর ধরণীর |

.     আমি যেন ভাদরের বুক ভাঙা নদী
.    নয়ন দুকূল ভরি ক্ষরি নিরবধি---

.     আঁধারের গুরুবুকে শুরু করে যে বাঁশি   
.     প্রলয়ের মায়াজালে রুদ্র সে উদাসী
.     বিজরিত ব্যথা আমি আঁখি-নীর পিনাকীর |

.                *************************            
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর   
*
প্রিয়ার প্রেমের লিপি লেখনী তরে হে বলাকা
রচনা – হীরেন বসু
সুর --    অনুপম ঘটক
শিল্পী --- হেমন্ত মুখোপাধ্যায়  , ১৯৪৮
                      
প্রিয়ার প্রেমের লিপি লেখনী তরে হে বলাকা !
সুদূর দিগন্ত হ’তে ফেলে দাও একখানি সাদা ঝরা পাখা |
.          শত কাঙ্ক্ষিত দিন গেছে যাপিয়া
.          শত শতদল দলে, লিপি লিখিয়া,
.          পথের ধূলায় মিছে দেছি ফেলিয়া ---
.          সে শুধু ধুলায় র’লো আঁকা----- হে বলাকা ||
পদ্মপত্রে নখ-রেখা, পত্র লেখার ছলে
আমারই বেদনা হায় লিখি কুতূহলে,
সে শুধু নখরাঘাত হৃদয় কমলে
বেদনায় ম্লান হয়ে আঁকা-----
.          তব অভিসার-পথে মেঘ বাহিয়া,
.          হয়তো রহিবে প্রিয়া পথ চাহিয়া
.          বিরহী বুঝিবে তুমি বিরহিনী হিয়া
.          কাজল নয়ন তার সরসী রাখা --- হে বলাকা  ||

.                *************************            
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর   
*
লিখিনু যে লিপিখানি প্রিয়তমারে
রচনা – হীরেন বসু
সুর --   অনুপম ঘটক
শিল্পী --- হেমন্ত মুখোপাধ্যায়, ১৯৫০
ছবি  ---- শ্রী তুলসীদাস

লিখিনু যে লিপিখানি প্রিয়তমারে!
সঞ্চিত কত আশা -----    কত মধু ভালবাসা
.                     নারিনু পাঠাতে হায় শরমপারে |
খুলে তাই পত্রখানি মোর    অনুরাগে আপনি বিভোর
বিরহে জড়ানো প্রেমডোর     বাঁধিল আলিঙ্গন ভারে ||
তোমারে নয়নে ভরি’ রাখি
.           ময়ূরপঙ্খ সম মেলি’ শত আঁখি
তোমারে হৃদয়ে অনুভাবি
.           জলভরা আকাশেতে রামধনু আঁকি----
দেখি তাই স্বপ্ন-স্মৃতি ছবি         মরমের মরমিয়া কবি      
অখিলের অফুরন্ত রবি         যেন ঘেরে নীল নীলিমারে

.                *************************            
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর   
*
মেঘ-মেদুর বরখারে
রচনা – হীরেন বসু
সুর --   অনুপম ঘটক
শিল্পী --- হেমন্ত মুখোপাধ্যায়  , ১৯৫১

.         মেঘ-মেদুর বরখারে !
তুমি কি দেখেছো মোর প্রিয়তমারে ?
.         শতেক প্রদীপ অবসানে ---
চেয়ে থাকি দিন গণি শুষ্ক-দিনমানে
.                     নয়নাশ্রু-ধারে,
তুমি কি দেখেছো সেই প্রিয়তমারে ?
মৃণাল-বলয় পড়ি’ খসি’
ধূসরিত কুঞ্জ-ধূলে বন-বেতসি
.                     অভিমান ভারে
মধূপ প্রণয় গুঞ্জরণে
চমকি থমকি যায় অনুসরণে
.                     স্বপ্ন পারাবারে---
তুমি কি দেখেছো সেই প্রিয়তমারে ?
আকাশেতে হংস পথ রেখা---
মনে হয়, প্রীতমের প্রণয় পত্র লেখা--- প্রেম ফুলাগারে
.         তুমি কি দেখেছো সেই প্রিয়তমারে---
.                আজি মোর ব্যথাটুকু বহি’
.          যদি মেঘ-অনুরাগে তুমি যাও লহি’
.        দুটি কথা ক’য়ো কানে তার, ওগো বধূ
.                      ভুলনা, ভুলনা----- ভুলনা আমারে |

.                *************************            
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর   
*
বাউরী হয়েছে আজ শ্রীরাধা
রচনা – হীরেন বসু
সুর --   অনুপম ঘটক
শিল্পী --- গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়, ১৯৫৬

বাউরী হয়েছে আজ শ্রীরাধা!
শ্যামল বাদল মেঘে    শ্যামরূপে চিতে জাগে
.        কৃষ্ণ তনুতে তার তনুটি বাঁধা |
নয়ন কাজল কোলে    বিজলী খেলে
নয়নানন্দ সাথে   নয়ন মেলে
চরণের মঞ্জীরে   মত্ত ময়ূর ফিরে
মনপুর মন্দিরে   মিনতি সাধা |

.        *************************            
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর   
*
মরুতে মনসা কেন জেগে রয়
রচনা – হীরেন বসু
সুর --   অনুপম ঘটক
শিল্পী --- হেমন্ত মুখোপাধ্যায়,

শূন্যপত্র কাঁটা বুকে কেবল মরিছে ধুঁকে
তবু ফুল ফুটাইতে কেন এত অনুনয় |
বালু ধূলে আঁখি তুলে অতীত মেটাতে চায়
সে অতীত কেন পুনঃ মরুদ্যানে চমকায়
পান্থপাদপ ঘিরে কেন তার এ সঞ্চয় |
আকাশের রঙ কেন বার বার মুছে যায়
মেঘ যদি ঝরে পরিতাপে
অতীতের অনুরাগ কেন এসে ধুয়ে যায়
মন যদি কাঁপে অনুতাপে |
দিগন্তে প্রসারিত পাতা-ঝরা যে শাখা
কি আশার প্রলোভনে শুধু তার
জেগে থাকা
আদূরের মৃগতৃষা নিকটেতে
পায় লয় ||

.        *************************            
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর   
*
আমি তনু-চন্দন বাটি রাম-নামে পাষাণে
রচনা – হীরেন বসু
সুর --   অনুপম ঘটক
শিল্পী --- হেমন্ত মুখোপাধ্যায়
ছবি – শ্রী তুলসীদাস, ১৯৫০

আমি তনু-চন্দন বাটি রাম-নামে পাষাণে
নয়ন সলিল ঢালি তায়,
ভকতি সুরভি ক্ষরে---   মনতাপ ধেয়ানে
আলিম্পন আঁকি রাম-পায় |
মোর মনের মিনতি রাখো প্রভুজী !
নিজ হাতে লেপি’ লহ আপন বুঝি---
ললাট-শশাঙ্কে পরো, পরো সিত পঙ্কে
তুলসীর অঙ্কে রাখি কায় !
রঘুবর-পদ-রজ অগুরু-গন্ধ-চুয়া
তুলসী মাখো সারা গায় ||

.            *************************            
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর   
*
সেদিনের অপরাহ্নকালে
রচনা – হীরেন বসু
সুর --   অনুপম ঘটক
শিল্পী --- হেমন্ত মুখোপাধ্যায়

সেদিনের অপরাহ্নকালে
দেখেছিনু কালো দিঘি জলে
গগনের রক্ত-রবি-রেণু মাখি পঙ্খদলে
ঐ হংস মিথুন চলে যেন অস্তাচলে |
প্রভাতের ভিড় করা হংস সভাতলে
তারা কৈ যায় নি তো কলকুতূহলে
তারা শুধু নিরালায় প্রেমের মহলে
রচেছিল ফুলশয্যা শ্বেত-পদ্মদলে ||
মধ্যাহ্ন বিদ্রোহী-বিরহ খরতাপে
দুটি চোখে চেয়ে থাকে মূক-প্রেমালাপে |
গাহন খেলায় দোঁহে ওষ্ঠপুটে চাপে
মৃণালের মধুবৃন্তে, আলিঙ্গন ছলে |
প্রদোষের ধূপছায়ে বলাকা দেখে
তারা বুঝি প্রণয়ের ভাষণ শেখে
অনুরাগ অনুলিপি জলেতে লেখে
আর লেখে --- লেখে প্রীতমের হৃদয়-কমলে ||

.            *************************            
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর   
*
শুকনো শাখার পাতা ঝরে যায়
রচনা – হীরেন বসু
সুর --   অনুপম ঘটক
শিল্পী --- হেমন্ত মুখোপাধ্যায়, ১৯৪৮

শুকনো শাখার পাতা ঝরে যায়---
তবু ফোটে ফুল,                হায় একি ভুল,
পাখি তবু গান গায়॥
কেন কালো হ’লো কোকিলা বধুয়া        রাগিনীতে কেন বিদায়ের ধুয়া
কেন সুরভিত চন্দন চুয়া---        শুধু যদি জ্বলে যায়॥
নব কুসুমিত মুকুল সুবাস        যদি ধুয়ে নেয় পবনে
হারা ফুল দোলে প্রণয় শাখায় শতেক সুখের লগনে---
কেন ওঠে সুর বেণু ও বীণায়        যদি কেঁদে ফিরে বাণী বেদনায়,
কেন রূপ-ছবি গগনের গায়        নিতি যদি মুছে যায়॥

.            *************************            
.                                                                             
সূচিতে . . .    



মিলনসাগর