কবি গীতিকার জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গান
*
এ কোন সকাল
কবি জটিলেশ্বর মুখোপাধ্যায়
জটিলেশ্বর মুখোপাধ্যায় রচিত “এ কোন সকাল” (২০০১ ) কাব্যগ্রন্থ থেকে নেওয়া |
শিল্পী : জটিলেশ্বর মুখোপাধ্যায়, এইচ.এম.ভি. থেকে ১৯৭৪ সালে রেকর্ড করা হয়।


এ কোন সকাল রাতের চেয়েও অন্ধকার
ওকি সূর্য নাকি স্বপনের চিতা !
ওকি পাখির কুজন নাকি হাহাকার ||

রাত্রি সে তো স্বভাবে মলিন
তাকে স’য়ে থাকা যায়
ভোরের পথের দিকে
চেয়ে থাকা যায়
সে ভোর অন্ধ হল নিজেই এখন
সে ভোর অন্ধ হল কি হবে এখন
তার যে কথা ছিল আলো দেবার ||

আজ থেকে বুঝি আমার রাত্রি ফুরিয়ে যাওয়া ফুরাল
আজ থেকে বুঝি আমার দিনেরা আকাশ-পথ হারাল ||

সূর্যটাকে কি জানি কি ভেবে
চেয়ে দুহাতে নিয়ে
জ্বেলে আবার সে
গেছে নিভিয়ে
যাবার সময় গেছে তাকে মাড়িয়ে
জ্বলতে না পেরে যেন কখনও আবার ||

.             ***************  
.                                                                               
 সূচীতে . . .    


মিলনসাগর
*
বধুয়া আমার চোখে জল এনেছে
কবি জটিলেশ্বর মুখোপাধ্যায়
জটিলেশ্বর মুখোপাধ্যায় রচিত “এ কোন সকাল” (২০০১) কাব্যগ্রন্থ থেকে নেওয়া |
সুর ও শিল্পী : জটিলেশ্বর মুখোপাধ্যায়। ১৯৬৮ সালে কবির প্রথম জনপ্রিয় গান।

বধুয়া আমার চোখে জল এনেছে
.        হায় বিনা কারনে
নীল আকাশ থেকে একি বাজ হেনেছে
.        হায় বিনা কারণে ||

দিনে দিনে মূল্য বিনে
.        সে যে আমায় নিলে কিনে
এ মনে যতন করে বিফল প্রেমের বীজ বুনেছে
.        হায় বিনা কারনে ||

আমি তো খুঁজি কারন
মন আমায় করে বারন
বলে কেন এমন মরণ বিনা কারনে ||

আমি বাদী আমি বিবাদী
কোথা উধাও অপরাধী
কেন সেই রূপের আগুন বুকে জ্বেলে
.    আছি বেঁচে হায় বিনা কারনে ||

.             ***************  
.                                                                               
 সূচীতে . . .    


মিলনসাগর
*
কেউ বলে ফাল্গুন
কবি জটিলেশ্বর মুখোপাধ্যায়
জটিলেশ্বর মুখোপাধ্যায় রচিত “এ কোন সকাল” (২০০১ ) কাব্যগ্রন্থ থেকে নেওয়া |
শিল্পী : জটিলেশ্বর মুখোপাধ্যায়


কেউ বলে ফাল্গুন
.             কেউ বলে পলাশের মাস
আমি বলি আমার সর্বনাশ |
.             কেউ বলে দখিনা
কেউ বলে মাতাল বাতাস
.             আমি বলি আমার দীর্ঘশ্বাস ||

.             কেউ বলে নদী, কেউ তটিনী
.             কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী
আমি তো তাকে কোনো নামে ডাকিনি
সে যে আমার চোখেই জলোচ্ছ্বাস ||

.              জোনাকির নাম নাকি আঁধার মানিক,
.              আমি তো দেখি আগুন জ্বলে ধিক্ ধিক্ |

.              খর বৈশাখে প্রথম যেদিন,
.              মেঘের মিছিলে ঐ আকাশ রঙিণ,
.              তৃষিত হৃদয়ে বাজে আনন্দবীন
.              আমি শুনি ঝড়ের পূর্বাভাস ||

.           
      ***************  
.                                                                               
 সূচীতে . . .    


মিলনসাগর
*
তোমার সংগে দেখা না হলে
কবি জটিলেশ্বর মুখোপাধ্যায়
জটিলেশ্বর মুখোপাধ্যায় রচিত “এ কোন সকাল” (২০০১ ) কাব্যগ্রন্থ থেকে নেওয়া |
শিল্পী : জটিলেশ্বর মুখোপাধ্যায়


তোমার সংগে দেখা না হলে,
ভালবাসার দেশটা আমার দেখা হত না,
.             তুমি না হাত বাড়িয়ে দিলে,
এমন একটি পথে চলা শেখা হত না,

.              বুকের মাঝে বোবা হয়ে ছিল কোয়েলা,
বুঝিনি ছিলাম যতদিন আমি একেলা,
.               তুমি ফাগুন এনে না দিলে,
সেই পাখিটার ডাকা হত না ||

.                ধু ধু এক মরু যেন নদী হয়েছে
ঢেউয়ে ঢেউয়ে উথাল-পাথাল,
.                       সুখে বয়েছে |

দিব রাত চোখেই গেছে মনে ধরেনি,
কোনো কিছু দিয়েই মনের পাতা ভরেনি,
.               তুমি আখর না চেনালে,
আজো কিছুই লেখা হত না ||

.                 ***************  
.                                                                               
 সূচীতে . . .    


মিলনসাগর
*
ফুলের ঘায়ে মূর্ছা গেছে ফুলের দেশের রাজকুমারী
কবি জটিলেশ্বর মুখোপাধ্যায়
জটিলেশ্বর মুখোপাধ্যায় রচিত “এ কোন সকাল” (২০০১ ) কাব্যগ্রন্থ থেকে নেওয়া |
শিল্পী : সন্ধ্যা মুখোপাধ্যায়


ফুলের ঘায়ে মূর্ছা গেছে ফুলের দেশের রাজকুমারী
আন্ ধরে আন্ বেঁধে আন্ ফুলের সাজা হবে ভারি
ফুল এত সাহস কোথা পায়
ভালবাসা বুক ভেঙে দিয়ে যায়
.            ঝ’রে ঝ’রে কান্না ঝরায়
এখনই জবাব দিতে হবে তারই ||

যুগে যুগে নাম যার প্রীতি অন্তর উপহার
কি কারণে গ্রন্থি আজ শৃংখল হলো তার |
.             ফুলে বলে আমার বেদনা
না জেনে মিছে ধরো না বেঁধো না
আমি যার দূত সেই এল না
আমি মিথ্যে মালায় দুলতে পারি ||

.                 ***************  
.                                                                               
 সূচীতে . . .    


মিলনসাগর
*
মোহনবাঁশি বাজে
কবি জটিলেশ্বর মুখোপাধ্যায়
জটিলেশ্বর মুখোপাধ্যায় রচিত “এ কোন সকাল” (২০০১ ) কাব্যগ্রন্থ থেকে নেওয়া |
শিল্পী : অজয় চক্রবর্তী


মোহনবাঁশি বাজে
শুনি বুকের মাঝে
কে যে বাজায় সুর ছুঁয়ে যায়
.        কিছুই বুঝি না যে ||

লতাপাতা ফুল হঠাৎ ব্যাকুল
কি গান শোনায় বিহঙ্গকুল
.          ভুল হয়ে যায় কাজে ||

বাঁশিতে মাতাল ঐ তারারা সবাই
অথৈ সূর্যালোকে বলে কোথা যাই
.           ফুল হয়ে যায় লাজে ||

.                 ***************  
.                                                                               
 সূচীতে . . .    


মিলনসাগর
*
আমার মন-দোতারার একটি তার
কবি জটিলেশ্বর মুখোপাধ্যায়
জটিলেশ্বর মুখোপাধ্যায় রচিত “এ কোন সকাল” (২০০১ ) কাব্যগ্রন্থ থেকে নেওয়া |
শিল্পী : উত্পলা সেন, জটিলেশ্বর মুখোপাধ্যায়


আমার মন-দোতারার একটি তার
.             বাজে বসন্তবাহারে
আর একটি তারে শুনি সেই চেনা সুর
‘দিন তো গেল সন্ধ্যা হল পার করো আমারে’ ||

.              আমার ফুলবাগানে ফোটেরে
.              ঐ একই বৃন্তে দুটি ফুল
তার একটি দখিন হাওয়া মেখে
.              সুখের আবেশে দোদুল
আর একটি নিথর নীরব চেয়ে থেকে ভাবে
এই ফাগুনেই পথ পাব কি দুঃখ সুখের পারে ||

আমার দুই নয়নের একটি নয়ন রূপের নেশায় মগন
আর একটি জলে ভাসে আকাশে বাতাসে খোঁজে অরূপরতন |

.              আমার সাধের নদী বহেরে
.              ঐ একই স্রোতে দুধারায়
.              তার একটি তীরে তীরে মাতে
.              মধুর জীবন মেলায়
আর একটি যেতে যেতে থমকে থেমে বলে
আর কতকাল বইব আমার ক্লান্ত জীবনটারে ||

.                      ***************  
.                                                                               
 সূচীতে . . .    


মিলনসাগর
*
আহা বৃষ্টি তো নয় যেন আশিস্ ধারা
কবি জটিলেশ্বর মুখোপাধ্যায়
জটিলেশ্বর মুখোপাধ্যায় রচিত “এ কোন সকাল” (২০০১ ) কাব্যগ্রন্থ থেকে নেওয়া |
শিল্পী : আরতি মুখোপাধ্যায় ( মধুসূদনের ‘কৃষ্ণকুমারী’ নাটকের নৃত্যগীতিনাট্য )

আহা বৃষ্টি তো নয় যেন আশিস্ ধারা
ধূসর রুক্ষ মাটি বুকে জাগায়
সবুজে সবুজে প্রাণের সাড়া ||

কি জ্বলনে জ্বলা বুকে শোনে ধরণী
বরষার ভরসার পদধ্বনি,
সিক্ত রসের ঐ মুক্তধারায় ভাসে
খরতাপে গড়া এক বন্ধকারা ||

মনগড়া যত জ্বালা যত অভিমান
ভেসে যাক্ ধুয়ে যাক্ সেই ব্যবধান |
ভুলি তাকে, বলি মুখে, ভোলা সেকি যায়
চোখে ভাসে সুমধুর ধারায় ধারায়
সুপ্তমনের সেই গুপ্তধনে
বিজলী ঝলে যেন পাগল পারা ||

.                      ***************  
.                                                                               
 সূচীতে . . .    


মিলনসাগর
*
ও বাউল গেরুয়াতো পরেছ, একতারাটি ধরেছ
কবি জটিলেশ্বর মুখোপাধ্যায়
জটিলেশ্বর মুখোপাধ্যায় রচিত “এ কোন সকাল” (২০০১ ) কাব্যগ্রন্থ থেকে নেওয়া |
শিল্পী : জটিলেশ্বর মুখোপাধ্যায়



ও বাউল গেরুয়াতো পরেছ, একতারাটি ধরেছ
দিকে দিকে ঘুরেছ ফিরেছ,
বলনা কোথায় পেলে তারে, নাকি খুঁজেই গেলে তারে ||

.        বল সেই মনের মানুষ
.        হায়গো সে জন কেমন মানুষ
দিশা যার খুঁজে খুঁজে নিজের পানে থাকে না হুঁশ,
গঙ্গা যমুনা বহে দুটি চোখের অঝোর ধারে,
বলনা পেলে কিনা তারে নাকি খুঁজেই গেলে তারে ||

আমার এই কিছু বোঝা শুধুই ‘বোঝা’
.        বাড়ে দিনে দিনে
এ বোঝা নামে না এ যে কমেনা
.        জ্বালা থাকে না গুরু বিনে |

আমাকে দুভাগ করে একটি ঘরে রেখেছ হে
আর একটি চুরি করে গেরুয়াতে ঢেকেছ হে,
দেখেছি বিবাদ ভারি মন দোতারার দুটি তারে,
জানি না কে জেতে, কে হারে, এই খেলারই সংসারে ||

.                      ***************  
.                                                                               
 সূচীতে . . .    


মিলনসাগর
*
অনেক শহর গ্রাম ছাড়িয়ে
কবি গীতিকার জটিলেশ্বর মুখোপাধ্যায়
সুব্রত রুদ্র সম্পাদিত “গণসঙ্গীত সংগ্রহ” (১৯৯০) সংকলন থেকে। এই গানটি পূরবী
মুখোপাধ্যায়, অনুশ্রী-বিপুল, লোপামুদ্রা মিত্র, নীতিশ রায় প্রমুখ জানা অজানা বহু শিল্পী,
পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে পরিবেশন করেন।


অনেক শহর গ্রাম ছাড়িয়ে
.                অনেক দূর সে গ্রাম
.                কেউ জানো কি তার নাম?
সে গ্রামের আজব খবর কানে আসে
সেকানের মানুষ নাকি মানুষ পেলে ভালোবাসে।

সে গ্রামের নেই তো কারো ঘরের অভার
কেননা ঘরে ডাকাই তাদের স্বভাব
সেখানে কথায় কথায় হয় না কোনো কথার নীলাম।

সে গ্রামের চবি আহা --- জীবন ভরে
দেবো না মুছে তে হঠাৎ ঝড়ে
যেখানেই থাকো তুমি বন্ধু
.                তোমায় একথা দিলাম।

সে গ্রাম . . .
কেউ জানো কি তার নাম . . .

.                      ***************  
.                                                                               
 সূচীতে . . .    


মিলনসাগর