কবি গীতিকার জটিলেশ্বর মুখোপাধ্যায়ের গান
*
কলস কাঁখে নিয়ে দীঘির ঘাটে এলেই
কবি জটিলেশ্বর মুখোপাধ্যায়
শিল্পী - বনশ্রী সেনগুপ্ত
জটিলেশ্বর মুখোপাধ্যায় রচিত “এ কোন সকাল” (২০০১ ) কাব্যগ্রন্থ থেকে নেওয়া |


কলস কাঁখে নিয়ে দীঘির ঘাটে এলেই
.        জল কি ভরা যায়
দীঘির কালো জল নয়নে,
কখন টলমল, কে জানে
.        সবি ভাসে চোখের বরষায় ( হায় ) ||

সময় বুঝে হাওয়া আসে জলে জাগে ঢেউ,
কেমন করে কলস ভাসে বুঝবে নাতো কেউ
শূণ্য হাতে এখন ঘরে ফেরা দায় ||

কুল গেছে পথে এসে যায় কারনে,
সে মনের কূল মেলে না হাজার মরণে |

ফিরে গেলে সবাই মিলে শুধাবে যখন,
কোথায় গেল জলাঞ্জলি, কলস, কোথা মন,
কথা তো থাকে না কিছুই, চোখে হায় হায় ||

.             ***************  
.                                                                               
 সূচীতে . . .    


মিলনসাগর
*
কি কখন বলে বাঁশি
কবি জটিলেশ্বর মুখোপাধ্যায়
শিল্পী - জটিলেশ্বর মুখোপাধ্যায়
জটিলেশ্বর মুখোপাধ্যায় রচিত “এ কোন সকাল” (২০০১ ) কাব্যগ্রন্থ থেকে নেওয়া |


কি কখন বলে বাঁশি
.        রাধা না হলে কেউ বোঝে না |
আঁধারে কি ধন আছে,
.        চোখ না জ্বেলে কেউ বোঝে না ||

চেনা পথ কেন তবু পথ যে ভোলে
.                কেউ বোঝে না,
ঠিকানা ঠিকই থাকে,
.        মনই টলে কেউ বোঝে না ||

নিশীথে কখন সে কোন সূর্য জ্বলে,
.        কেউ বোঝে না |
চোখে চোখ রেখে দুজন,
.        সময় গেলেও কেউ বোঝে না |

কি সুখে থেকে লোকে দুঃখ ভোলে
.        কেউ বোঝে না
দু চোখে সাগর আছে
.   জল না ঢেলে কেউ বোঝে না ||

.             ***************  
.                                                                               
 সূচীতে . . .    


মিলনসাগর
*
কোনো হাতে মানায় কাঁকন কোথাও বাজুবন্ধ
কবি জটিলেশ্বর মুখোপাধ্যায়
সুর - অশোক রায়
জটিলেশ্বর মুখোপাধ্যায় রচিত “এ কোন সকাল” (২০০১ ) কাব্যগ্রন্থ থেকে নেওয়া |


কোনো হাতে মানায় কাঁকন কোথাও বাজুবন্ধ |
কোনো রাতে মানায় তারা কোথাও ফুলের গন্ধ ||

.        কোনো চোখ কাজল মেখে,
.                আলোয় আলো |
কেউ বা আবার কাজল ছাড়াই,
.                আরও কালো,
কোনো চোখে কান্না মানায়
.        কোথাও মনের দ্বন্দ্ব ||

কোনো কথা বলে বলেও ফুরায় না যে
কোনো কথা না বলাতেই বাঁশি বাজে |
কোনো নদী স্রোতে স্রোতে
.                রূপবতী
কেউ বা ছায়া বুকে ধরেই যশোমতী
কোনো মন নদী যখন
.   গতি বেগেই অন্ধ ||

.             ***************  
.                                                                               
 সূচীতে . . .    


মিলনসাগর
*
কাঁদে গো শচীমাতা নিমাই নিমাই
কবি জটিলেশ্বর মুখোপাধ্যায়
শিল্পী - জটিলেশ্বর মুখোপাধ্যায়
জটিলেশ্বর মুখোপাধ্যায় রচিত “এ কোন সকাল” (২০০১ ) কাব্যগ্রন্থ থেকে নেওয়া |


কাঁদে গো শচীমাতা নিমাই নিমাই
.       প্রতিধ্বনি বলে ‘নাই  নাই  নাই’ ||

.        কোটি কোটি নরনারী,
.        সকলে আপন তারই,
.        অপরাধ হলো ভারি
.        জননী বলে কি তাই ||

সূর্য সে মুক্তির আলোয় গড়া
.        বিষ্ণুপ্রিয়ার ঘরে যায় না ধরা |

.        প্রেম বিলানো কাজে
.        কেউ বাকি থাকে না যে
.        শুধু সেই লীলা মাঝে
.        বিষ্ণুপ্রিয়ার কোথা ঠাঁই ||

.             ***************  
.                                                                               
 সূচীতে . . .    


মিলনসাগর
*
কত ভালো হত
কবি জটিলেশ্বর মুখোপাধ্যায়
শিল্পী - জটিলেশ্বর মুখোপাধ্যায়
জটিলেশ্বর মুখোপাধ্যায় রচিত “এ কোন সকাল” (২০০১ ) কাব্যগ্রন্থ থেকে নেওয়া |


কত ভাল হ’ত ---
পৃথিবীর যেখানে যত খাঁচার পাখি
উড়িয়ে দেওয়া যেত যদি |
হেলা ভরে ফেলে দেওয়াদের
যতন করে কুড়িয়ে নেওয়া যেত যদি ||

.        কোথাও আলো সূর্য সমান,
.        কোথাও চির অমানিশা,
.        কেথা অগুন্তিধারা বহমান
.        কোথাও মরুর তৃষা
.        সে আলো সে জল
সমানুপাতে ছড়িয়ে দেওয়া যেত যদি ||

.        কত ভালো হ’ত---
যদি ফাগুনের সৌখিন ফুলটাকে একবার
.  বৈশাখী ঝড়ে দুলতে শেখান যেতো |
.        
.        কোথাও শুধুই চাওয়া চাওয়া,
     কোথাও পাওয়ার ক্লান্তি,
.        কোথাও হিসাব নিজেই মেলে,
      কোথাও শুধু ভুলভ্রান্তি,
চাওয়া পাওয়াকে জড়িয়ে রেখে
.    হারিয়ে যাওয়া যেতো যদি ||

.             ***************  
.                                                                               
 সূচীতে . . .    


মিলনসাগর
*
কোনো ভোরের পাখি কখনো কি বলবে
কবি জটিলেশ্বর মুখোপাধ্যায়
জটিলেশ্বর মুখোপাধ্যায় রচিত “এ কোন সকাল” (২০০১ ) কাব্যগ্রন্থ থেকে নেওয়া |

কোনো ভোরের পাখি কখনো কি বলবে
.        আজ ভোর হবে না, ভোর হবে না |
কোনো ফুল কখনো কি বলতে পারে
.        ভোমরা বঁধূ মধূ-চোর হবে না ||

অনেকে বলে আলো চাই
শুধু শুধু কেন ঐ আঁধার বালাই
ময়ুরীও বলবে কি সেই কথাটাই
.        কখনো বরষার ঘন ঘোর হবে না ||

ঝড়ো হাওয়াতে ঝরে ঝরে ফুল ফুল
দুখ জাগে মনে লাগে এতে নেই ভুল |
.        তবু যদি ভালবাসা ঝড় হয়ে আসে
সে ঝড় কি মন দোলানর হবে না ||

.             ***************  
.                                                                               
 সূচীতে . . .    


মিলনসাগর
*
কখনো কখনো মাটির প্রদীপ
কবি জটিলেশ্বর মুখোপাধ্যায়
জটিলেশ্বর মুখোপাধ্যায় রচিত “এ কোন সকাল” (২০০১ ) কাব্যগ্রন্থ থেকে নেওয়া |

কখনো কখনো মাটির প্রদীপ
.        সূর্যশক্তি পায়
তার সে আলো ছড়িয়ে পড়ে
ঘরের দেয়াল তুচ্ছ করে
.        ঐ আকাশ যে ভেসে যায় ||

গোষ্পদ কোন কোনদিন
.        মহাসাগরের ঢেউ তোলে
কিশলয় এক বিশালতা পেয়ে
.        ঝড়ের খুশিতে দোলে
ঘূণ ধরা যত ভিতে নাড়া
.        যে পড়ে চকিতে
.        আশা যে দিশা চেনায় ||

অন্ধ দু’চোখ অন্ধকারে পূর্ণিমা রাত জ্বালে
ভীরু অন্তর ভুলে যায় কি আছে না আছে কপালে ||

দখিণায় কেন কোনদিন আহা
.        ঝড়ের বাঁশিটি বাজে
জীবনের সোনা মিলে মিশে যায়
.        পথের ধূলির মাঝে
ক্ষণে ক্ষণে নব তারে বীণা যে
.        বাজে বাহারে
.        মল্লারে ছুঁয়ে যায় ||

.             ***************  
.                                                                               
 সূচীতে . . .    


মিলনসাগর
*
চঞ্চল তোর ঐ পাখাতে
কবি জটিলেশ্বর মুখোপাধ্যায়
শিল্পী - শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়
সুর - অশোক রায়
জটিলেশ্বর মুখোপাধ্যায় রচিত “এ কোন সকাল” (২০০১ ) কাব্যগ্রন্থ থেকে নেওয়া |


চঞ্চল তোর ওই পাখাতে
ঘুরে বেড়াস্ মেঘ মাখাতে
ওরে পাখি আর একটি বার আয়
আমার এ ফুল শাখাতে ||

অনেক কিছু হারিয়ে
.        বিষণ্ণ এ অন্তর
তোরই প্রাণের ভাষা নিয়ে
.        আবার হবে যে মুখর

এ মনোবীণা যে কেমন ক’রে বাজে
সে তার বেঁধে যা রে আপন হাতে ||

ওই দূর দিগন্ত হায় রে তোরে
কি মায়া বাঁধনে রাখে বন্দী করে |

কেমন ক’রে সব ভোলা যায়
.        আমায় বলে দিয়ে যা
মিছে বাঁধা এই রাখি
.        না হয় খুলে দিয়ে যা
কি জানি সে কবে সময় তোর হবে
.        হৃদয় চেয়ে রয় সে আশাতে ||

.             ***************  
.                                                                               
 সূচীতে . . .    


মিলনসাগর
*
ছড়িয়ে রয়েছে কেন
কবি জটিলেশ্বর মুখোপাধ্যায়
জটিলেশ্বর মুখোপাধ্যায় রচিত “এ কোন সকাল” (২০০১ ) কাব্যগ্রন্থ থেকে নেওয়া |

ছড়িয়ে রয়েছ কেন
.        কোটি কোটি তারা ছড়িয়ে রয়েছ কেন |
একবার হলে জড়
আলোর প্রতিযোগিতায় তোমরা সূর্যের চেয়ে বড় ||

.        পথে পড়ে থাকা নুড়ি
.        তোমরা খণ্ড খণ্ড বলে
যার খুশি যায় তোমাদের পায়ে দলে,
ভুল না তোমরা ভুল না
তোমরা জমলে পাহাড় গড় ||

.        একটি ধানের শিষ
.                তোমায় দেখবে না কেউ চেয়ে,
.        সেখানে সোনার ঢেউ,
.                যেখানে লাখে লাখে আছ চেয়ে |

.        জলবিন্দুরা শোনো
.                যতদিন বিন্দু বিন্দু রবে
হাওয়ায় শুকাতে চোখেই লুকাতে হবে
.        মিলে মিশে দেখো তোমরা
.        কেমন সমুদ্র হতে পার ||

.             ***************  
.                                                                               
 সূচীতে . . .    


মিলনসাগর
*
আনমনে কত কিছু লিখে
কবি জটিলেশ্বর মুখোপাধ্যায়
শিল্পী - অসীমা ভট্টাচার্য
জটিলেশ্বর মুখোপাধ্যায় রচিত “এ কোন সকাল” (২০০১ ) কাব্যগ্রন্থ থেকে নেওয়া |


আনমনে কত কিছু লিখে
যেখানে থম্ কে দাঁড়ালাম
সেখানেই দেখি লেখা রয়েছে
.        তোমার নাম--- তোমারই নাম ||

পাড়ি দিয়ে দিয়ে ক্লান্ত ডানায়
যেখানে আকাশ ফুরিয়ে যায়
খুঁজে খুঁজে নীড় নয়ন অধীর
হৃদয়ে চম্ কে তাকালাম
সেখানেই দেখি লেখা রয়েছে
.        তোমার নাম---- তোমারই নাম ||

জয়ের নেশায় হারাতে তোমায়
.        বার বার যেথা নিজে হার মানলাম
সেখানেই দেখি লেখা রয়েছে
.        তোমার নাম---- তোমারই নাম ||

আলো খুঁজে খুঁজে ভোর হলে
তখনি দু’চোখ রাত ভোলে
মেঘে ঢাকা ঐ সকাল দেখে
রাত চেয়ে হাত বাড়ালাম
সেখানেই দেখি লেখা রয়েছে
.        তোমার নাম--- তোমারই নাম ||

.             ***************  
.                                                                               
 সূচীতে . . .    


মিলনসাগর