আলো রচনায় তুমি সূর্যকে হার মানালে কবি জটিলেশ্বর মুখোপাধ্যায় শিল্পী - জটিলেশ্বর মুখোপাধ্যায় জটিলেশ্বর মুখোপাধ্যায় রচিত “এ কোন সকাল” (২০০১ ) কাব্যগ্রন্থ থেকে নেওয়া |
আলো রচনায় তুমি সূর্যকে হার মানালে কোনো গোধূলিতে হয় না যা ম্লান এমনই আলোর কথা, তুমি তো প্রথম জানালে ||
যে ভাবনারা, আঁধারে মেলেনি আঁখি তোমারই ছোঁয়ায় তারা যে হল জোনাকি
কি যাদু মন্ত্র বলে কত সহজে তুমি অন্ধকে পথ চেনালে ||
ভরা নদী মানে পরাজয়, অঙ্গে অঙ্গে যে প্রাণের তরঙ্গ, কোনোদিন তার কোনো তুলনা কি হয় |
মুকুতা চেয়ে সাগরে যাবে না তো আর, নিজেরই মনের ঝিনুকে পেয়েছি হাজার, পাখিরা ধন্য হত যে সুর পেলে . তুমি সেই সুরে গান শোনালে ||
আমি পথে যেতে যেতে শুনি হঠাৎ কবি জটিলেশ্বর মুখোপাধ্যায় জটিলেশ্বর মুখোপাধ্যায় রচিত “এ কোন সকাল” (২০০১ ) কাব্যগ্রন্থ থেকে নেওয়া |
আমি পথে যেতে যেতে শুনি হঠাৎ . নাম ধরে ডাকে ও কে ? অনেকটা যেন তারই মত . যাকে ‘ভুল’ বলে লোকে | নিমেষে চরণ থেমে যায় . আমি পিছু ফিরে তাকাই সে বলে আমায় দেখ দেখ . আর চেন কিনা বল তাই, আমি কি করে বোঝাই সারাটা জীবন . ওকে নিয়ে আছি বুকে . যাকে ‘ভুল’ বলে লোকে ||
ও কি জানে আমি তোমায় পেয়েছি হারিয়েছি . ওরই কারণে ও কি জানে ক্ষণে ক্ষণে মরেছি বেঁচেছি . ওরই কারণে | এ পথ চলা হবে না জানি . ভুলের সঙ্গে ফুরাবে . ঠিকানা খোঁজার জ্বালা তবে . এখানেই বুঝি জুড়াবে আমি খুঁজে পেলেও তো তাকেই পাব . তোমার চোখের পলকে . যাকে ‘ভুল’ বলে লোকে ||
বারমাসের জ্বালায় আমি হায়রে জ্বালাতন কবি জটিলেশ্বর মুখোপাধ্যায় সুর : দেবাশিস্ দাশগুপ্ত ‘গরম ভাত’ ছবির গান জটিলেশ্বর মুখোপাধ্যায় রচিত “এ কোন সকাল” (২০০১ ) কাব্যগ্রন্থ থেকে নেওয়া |
বারমাসের জ্বালায় আমি হায়রে জ্বালাতন . বারটা মাস নয়তো যেন শত্রু বারজন | বোশেখ ঝড়ে ভাঙবে কি আর ঘরের বালাই নেই, জোষ্টি বাড়ায় হায় বড়জোর খিদের জ্বালাকেই, আষাঢ় কেন বারমাসই ঝরছে দুনয়ন ||
. শ্রাবণ মাসে চোখ রাঙানো বাজের কড়াৎকর, . ভাদর কি আর ছাউনি দেবে সেও যে তার দোসর, . কোথায় পুজো আশ্বিনে ঢাক বাজায় বিসর্জন ||