কবি জিয়াদ আলি – জন্মগ্রহণ করেন পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বাইড়িয়ায়।
প্রেসিডেন্সি কলেজ ও কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়া শেষ করে সাংবাদিকতাকে পেশা হিসেবে গ্রহণ
করেন। তাঁর সম্পাদিত পত্র-পত্রিকার মধ্যে রয়েছে মাসিক “স্বাধিকার”, পাক্ষিক “বাউড়িয়া বার্তা”। এ ছাড়া
তিনি একাধিক প্রবন্ধ গ্রন্থও রচনা করেছেন।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “লু সুন জীবন ও সাহিত্য”।
আমরা মিলনসাগরে কবি জিয়াদ আলির কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।
উত্স - অসিতকুমার বন্দ্যোপাধ্যায়, বাংলা কবিতা সমুচ্চয়, ২খণ্ড, ২৫শে বৈশাখ ১৪০০ (১৯৯৩)
কবি জিয়াদ আলির মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রথম প্রকাশ - ৩০.০৪.২০১৫
...