কবি যোগীন্দ্রনাথ বসুর কবিতা
|
দেশ ভক্তি
কবি যোগীন্দ্রনাথ বসু
অরুণকুমার মুখোপাধ্যায় সম্পাদিত “বাংলা গীতিকবিতা উনিশ শতক”, ১৯৯৬, থেকে নেওয়া।
ভারতবর্ষের মানচিত্র
কবি যোগীন্দ্রনাথ বসু
যোগীন্দ্রনাথ সরকার সংকলিত “বন্দে মাতরম্” কাব্য সংকলন, ১৯০৫, থেকে নেওয়া।
শিক্ষক। দেখ বত্স! সম্মুখেতে প্রসারিত তব
. ভারতের মানচিত্র, আমা সবাকার
. পুণ্য জন্মভূমি এই, মাতৃস্তন্যে যথা,
. এ দেশের ফলে জলে পালিত আমরা ;
. কর প্রণিপাত, তুমি কর প্রণিপাত।