কবি যোগীন্দ্রনাথ বসু - উনিশ শতকের শেষ থেকে বিংশ শতকের প্রথমার্ধে তাঁর কবিতা জনপ্রিয়
হয়েছিল।
তাঁর রচিত দীর্ঘ আখ্যায়িকা কাব্যগুলির মধ্যে “পৃথ্বীরাজ” (১৯১৫) ও “শিবাজী” (১৯১৮) জনপ্রিয় হয়েছিল।
তাঁর রচনার মধ্যে রয়েছে কাব্যগ্রন্থ “আদর্শ কবিতা” (১৯০০), দুইখণ্ডে প্রকাশিত উপন্যাস “পতিব্রতা”, নাটক
“দেববালা” (১৯১৫), “সরল কৃত্তিবাস”, “সরল কাশীদাস”, “কঠোপনিষৎ কবিতানুবাদ”, “রামায়ণের ছবি ও কথা”
(ছবিতে অলঙ্কৃত গ্রন্থ, শিশুদের জন্য), “ছবি ও কবিতা ১ম ভাগ”, “ছবি ও কবিতা ২য় ভাগ”, “অহল্যা বাই”
প্রভৃতি। তাঁর সর্বাপেক্ষা পরিচিত রচনা “মাইকেল মধুসূদন দত্তের জীবনচরিত” (১৮৯৮)।
১৯১৭ সালে তাঁকে “কবিভূষণ” উপাধী প্রদান করা হয় রামমোহন লাইব্রেরী গৃহে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে
যেখানে অন্যান্যদের সঙ্গে উপস্থিত ছিলেন কৃষ্ণনগরের মহারাজ ক্ষৌণিশচন্দ্র, কাশিমবাজারের মহারাজা,
বাংলার বাঘ স্যার আশুতোষ মুখোপাধ্যায়, স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়, ডাঃ নীলরতন সরকার, অধ্যাপক
ব্রজেন্দ্র নাথ শীল, মহামহোপাধ্যায় সতীশচন্দ্র বিদ্যাভূষণ, কবি প্রমথনাথ রায়চৌধুরী, কলকাতার শেরিফ
হরিরাম গোয়েঙ্কা প্রমুখ।
আমরা মিলনসাগরে কবি যোগীন্দ্রনাথ বসুর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।
কবির একটি ছবি ও তাঁর জীবন সম্বন্ধে আরও তথ্য যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা, আমাদের
কৃতজ্ঞতাস্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।
উত্স - কবি শিশিরকুমার দাশ, সংসদ বাংলা সাহিত্য সঙ্গী, ২০০৩।
কবি যোগীন্দ্রনাথ বসুর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতা প্রথম প্রকাশ - ৩.৮.২০১৫
...