কবি জোহরা উম্মে হাসান - জন্মগ্রহন করেন পাবনা শহরে। বাবা ছিলেন সরকারী কর্মকর্তা। বাবার
চাকরির সুবাদে নানা শহর ঘুরে বেড়াবার সুযোগ হয়েছে।

লেখাপড়ার মূল পাঠ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজী ভাষা ও সাহিত্যে নিয়ে। এরপর সরকারি কলেজে
অধ্যাপনা করেন অনেকদিন। পরবর্তীতে অনেক বছর প্রশাসনিক দায়িত্বপালন করেন। সরকারি চাকরি
থেকে অবসর গ্রহনের পর বর্তমানে উপদেষ্টা হিসাবে একটি বিদেশী সাহায্যপুষ্ট প্রকল্পে কর্মরতা।

বর্তমানে নানা কাজের পাশাপাশি বিভিন্ন ওয়েব পেইজে অনেককাল আগের কবিতা বা গল্প লেখার চর্চাটা
নুতন করে রপ্ত করার প্রচেষ্টা করছেন।


আমরা
মিলনসাগরে  কবি জোহরা উম্মে হাসান-এর কবিতা তুলে আনন্দিত।



উত্স - কবির সঙ্গে ইমেলে পত্রালাপ।    


কবির লঙ্গে যোগাযোগ -
ইমেল -
johraummehassan@yahoo.com           

        
কবি জোহরা উম্মে হাসান-এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন



আমাদের ই-মেল -
srimilansengupta@yahoo.co.in     


এই পাতা প্রথম প্রকাশ - ..২০১৬
...