কবি গীতিকার কালাচাঁদ দালালের গীত
*
ভুলবো না আর কথায় তোমাদের
কথা ও সুর - কালাচাঁদ দালাল
স্বপন দাসাধিকারী সম্পাদিত সত্তরের শহীদ লেখক শিল্পী , ১৯৯৮ থেকে নেওয়া।
এই গানটি গেয়ে শুনিয়েছিলেন রুবি বা জয়শ্রী ভট্টাচার্য। কালাচাঁদ দালালের খাতার কথার
সঙ্গে রুবি ভট্টাচার্যের গানের কথার কিছু অমিল আছে। হয়তো বা লেখার পর গাওয়ার
সময় কথাগুলি পরিবর্তিত হয়েছিলো। এখানে রুবি ভট্টাচার্যের কথাগুলি রেখেই স্বরলিপি
ছাপানো হয়েছে। --- সম্পাদক সত্তরের শহীদ লেখক শিল্পী।

গানটির স্বরলিপির জন্য এখানে ক্লিক্ করুন। গেয়েছিলেন রুবি বা জয়শ্রী ভট্টাচার্য,
স্বরলিপিকার সুদেষ্ণা দাস অধিকারী


ভুলবো না আর কথায় তোমাদের ( ভুলবো নাহে )
তোমাদের হাতের রাজদণ্ড দেয় যে মোদের বেদনা
তোমরাই তো বলেছিলে ভাল ভাল কথা
একে একে মিলিয়ে দেখি বুল যে বইয়ের পাতা
সেই পাতাতেই হবে যে তোমাদের
.                                  কবর রচনা
ধাপ্পা দেওয়া চল্ বে না আর
.                     বুঝতে মোরা পেরেছি

মুখে মুখে ভাল সেজেছ হয়েছ দেশদরদী
মজুর মারা কল তোমাদের
মানুষ মারা কল তোমাদের, সবার মেরে ধনী
তাই টাটা বিড়লা গোয়েঙ্কা
.                      তোমাদের মাথার মণি
সেই গরীব মেরে মণির আলোয়
.                      পথ চলা আর যাবে না
ভুলবো না ভুলবো না ---

.                 **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
ভাঙ্গা মেঘ আর ভাঙ্গা চাঁদ
কথা ও সুর – কালাচাঁদ দালাল
স্বপন দাসাধিকারী সম্পাদিত সত্তরের শহীদ লেখক শিল্পী , ১৯৯৮ থেকে নেওয়া

ভাঙ্গা মেঘ আর ভাঙ্গা চাঁদ
.          করে লুকোচুরি খেলা
খর নদী পরে তরী বেয়ে যাই
.          মুক্তির পাল তোলা
করে লুকোচুরি খেলা-----
হেলে যাওয়া চাঁদ প্রভাতী তারা
সন্ধান দেয় আলোর ইসারা
দোয়েলের গানে কোকিলার তানে
.          চলেছে সুরের মেলা -------
করে লুকোচুরি খেলা ------
ঝরাপাতা আজ যাক  ঝরে যাক
.          নতুনের আজ বান ডেকে যাক
দূষিত বাতাস দূরে চলে যাক
সাথে যাক ধুলাগুলা

.            **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
যেথা আশার আশে বাঁধ্ লি বাসা
কথা ও সুর – কালাচাঁদ দালাল
স্বপন দাসাধিকারী সম্পাদিত সত্তরের শহীদ লেখক শিল্পী , ১৯৯৮ থেকে নেওয়া
                                             
যেথা আশার আশে বাঁধ্ লি বাসা
ভুলের ঠিকানা, যত্ন করে গাছ পুঁতিলি
.                  ফল তো পেলিনা  ( ২ )
একূলে ওকূলে রে তোর শুধু আনাগোনা
মাঝ দরিয়ায় ডুবলি রে তুই কিনারা পেলিনা
ভুলের মাসুল দিয়েও রে তুই
.                   রিহায় পেলি না ( ২ )
যত রে দুঃখের বোঝা ওদের হাতে
.                              তৈরী ওটা
.                         বুঝতে পারিস না
তোদের মাথায় প্রদীপ জ্বেলে দেখে ওদের নিশানা
ফেলে দে তোর মাথার প্রদীপ
.             শয়তানের ফুরাল কামনা | ( ২ )

.            **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
সবুজ খেতে ফলাল ধান কারা
কথা ও সুর – কালাচাঁদ দালাল
স্বপন দাসাধিকারী সম্পাদিত সত্তরের শহীদ লেখক শিল্পী , ১৯৯৮ থেকে নেওয়া

সবুজ খেতে ফলাল ধান কারা
.           মটকা ভাঙ্গা দেওয়াল নাই
.           অনাহারে যারা
ঘরে বধূ ফুঁপিয়ে কাঁদে জীর্ণ জরা চাষী
নিজ হাতে ফলাই ধান নিজেই উপবাসী
এদের ঔষধ অভাবে রোগ সারে না
.                ভয়ে দিশাহারা
( সবুজ খেতে ফলালো ধান কারা )
বাঁচাও বাঁচাও ওদের বাঁচাও
ওরা যদি বাঁচে তবে বাঁচিব আমরা
.               ভাইরে বাঁচিব আমরা
এরা ধান ফলালো মন মাতালো
.               নতুন সমাজ গড়া
সবার জীবন মধুময় সুখের পসরা
.               হবে সুখের পসরা

.            **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
শোন শোন দেশবাসী
কথা ও সুর – কালাচাঁদ দালাল
স্বপন দাসাধিকারী সম্পাদিত সত্তরের শহীদ লেখক শিল্পী , ১৯৯৮ থেকে নেওয়া

শোন শোন দেশবাসী
.             ভুলে যেও না
বেইমান বলে যেটা কাজে সেটা করে না |
নিপীড়িত আজো যত জন
.                 নিজের সাথে মিলিয়ে দেখ
.                      কে পর কে আপন
আপন জনে মাথায় রেখ নিচে যেন পড়ে না |
নয়া সংশোধনবাদী দিল মন্ত্র
শান্তিপূর্ণ সমাজতন্ত্র
আনতে হবে গণতন্ত্র, অশান্তিতে যাবো না |
----------- শোন শোন দেশবাসী------
কৃষক আন্দোলন বন্ধ রেখে দাও
মজুর আন্দোলন বন্ধ রেখে
.                   উত্পাদন বাড়াও

যুক্তফ্রন্টের আদেশ হলো
.               আর নাই তো ভাবনা
শোন দেশবাসী ভুলে যেও না |

.            **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
ভাল করে পড়গা যা
কথা ও সুর – কালাচাঁদ দালাল
স্বপন দাসাধিকারী সম্পাদিত সত্তরের শহীদ লেখক শিল্পী , ১৯৯৮ থেকে নেওয়া

ভাল করে পড়গা যা
মার্কসইজিমের পাঠশালে,
সেথা মার্কস এঙ্গেল্ স লেনিন ষ্ট্যালিন
( এখন ) মাও সেতুং দীপ জ্বালে
মাও সেতুং এর চিন্তাধারা
.              কৃষকের প্রাণে জাগায় সাড়া
মাও সেতুং এর চিন্তাধারা
.               জনতার প্রাণে জাগায় সাড়া         
নয়া সংশোধনবাদ দিশাহারা
বুঝি নেতাগিরি যায় চলে |
নিপীড়িত জাতির নেতা
.               মাও তত্ত্ব মাওএর কথা
এখন বিশ্ব জুড়ে চাষী মজুর
মাও-এর নির্দেশিত পথে চলে

.            **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর