ভুলবো না আর কথায় তোমাদের কথা ও সুর - কালাচাঁদ দালাল স্বপন দাসাধিকারী সম্পাদিত সত্তরের শহীদ লেখক শিল্পী , ১৯৯৮ থেকে নেওয়া। এই গানটি গেয়ে শুনিয়েছিলেন রুবি বা জয়শ্রী ভট্টাচার্য। কালাচাঁদ দালালের খাতার কথার সঙ্গে রুবি ভট্টাচার্যের গানের কথার কিছু অমিল আছে। হয়তো বা লেখার পর গাওয়ার সময় কথাগুলি পরিবর্তিত হয়েছিলো। এখানে রুবি ভট্টাচার্যের কথাগুলি রেখেই স্বরলিপি ছাপানো হয়েছে। --- সম্পাদক সত্তরের শহীদ লেখক শিল্পী।
ভুলবো না আর কথায় তোমাদের ( ভুলবো নাহে ) তোমাদের হাতের রাজদণ্ড দেয় যে মোদের বেদনা তোমরাই তো বলেছিলে ভাল ভাল কথা একে একে মিলিয়ে দেখি বুল যে বইয়ের পাতা সেই পাতাতেই হবে যে তোমাদের . কবর রচনা ধাপ্পা দেওয়া চল্ বে না আর . বুঝতে মোরা পেরেছি
মুখে মুখে ভাল সেজেছ হয়েছ দেশদরদী মজুর মারা কল তোমাদের মানুষ মারা কল তোমাদের, সবার মেরে ধনী তাই টাটা বিড়লা গোয়েঙ্কা . তোমাদের মাথার মণি সেই গরীব মেরে মণির আলোয় . পথ চলা আর যাবে না ভুলবো না ভুলবো না ---
শোন শোন দেশবাসী কথা ও সুর – কালাচাঁদ দালাল স্বপন দাসাধিকারী সম্পাদিত সত্তরের শহীদ লেখক শিল্পী , ১৯৯৮ থেকে নেওয়া
শোন শোন দেশবাসী . ভুলে যেও না বেইমান বলে যেটা কাজে সেটা করে না | নিপীড়িত আজো যত জন . নিজের সাথে মিলিয়ে দেখ . কে পর কে আপন আপন জনে মাথায় রেখ নিচে যেন পড়ে না | নয়া সংশোধনবাদী দিল মন্ত্র শান্তিপূর্ণ সমাজতন্ত্র আনতে হবে গণতন্ত্র, অশান্তিতে যাবো না | ----------- শোন শোন দেশবাসী------ কৃষক আন্দোলন বন্ধ রেখে দাও মজুর আন্দোলন বন্ধ রেখে . উত্পাদন বাড়াও
যুক্তফ্রন্টের আদেশ হলো . আর নাই তো ভাবনা শোন দেশবাসী ভুলে যেও না |
ভাল করে পড়গা যা কথা ও সুর – কালাচাঁদ দালাল স্বপন দাসাধিকারী সম্পাদিত সত্তরের শহীদ লেখক শিল্পী , ১৯৯৮ থেকে নেওয়া
ভাল করে পড়গা যা মার্কসইজিমের পাঠশালে, সেথা মার্কস এঙ্গেল্ স লেনিন ষ্ট্যালিন ( এখন ) মাও সেতুং দীপ জ্বালে মাও সেতুং এর চিন্তাধারা . কৃষকের প্রাণে জাগায় সাড়া মাও সেতুং এর চিন্তাধারা . জনতার প্রাণে জাগায় সাড়া নয়া সংশোধনবাদ দিশাহারা বুঝি নেতাগিরি যায় চলে | নিপীড়িত জাতির নেতা . মাও তত্ত্ব মাওএর কথা এখন বিশ্ব জুড়ে চাষী মজুর মাও-এর নির্দেশিত পথে চলে