কবি কালিদাস ভদ্রর কবিতা ও ছড়া
|
কথার দাম কমে গেছে
কবি কালিদাস ভদ্র
কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও কবি কালিদাস ভদ্র সম্পাদিত “আবৃত্তির শ্রেষ্ঠ কবিতা” কাব্য
সংকলন (২০০৮) থেকে।
কথার দাম কমে গেছে
ল্যান্ডফোন পুরোনো এথন চিঠির মতন :
রাংচিতা গাছের বেড়ার উঠোনে লেটার বক্স
টিংটিঙে সিং
কবি কালিদাস ভদ্র
কবি কালিদাস ভদ্র সম্পাদিত “ছোটদের আবৃত্তির কবিতা” কাব্য সংকলন (২০০৬) থেকে।
গুবি গুবি আজগুবি
টিংটিঙে সিং
বাড়ি তার কাবুলেতে
তাম্রলিপ্ত শহরের ইতিকথা
কবি কালিদাস ভদ্র
কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও কবি কালিদাস ভদ্র সম্পাদিত “আবৃত্তির শ্রেষ্ঠ কবিতা” কাব্য
সংকলন (২০০৮) থেকে।
ইন্ডিয়ান অয়েল ম্যানেজমেন্ট অ্যকাডেমি অডিটোরিয়াম
তাম্রলিপ্ত শহরে আজ
বিশ্ববাংলা কবিতা উত্সব
শ্যামলকান্তি দাশ,
বুনে যায় স্বরলিপি
তমালিকা পণ্ডাশেঠ, আপনি তানপুরা . . .
. ***************
. সূচিতে . . .
মিলনসাগর
মেট্রো রেলে
কবি কালিদাস ভদ্র
কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও কবি কালিদাস ভদ্র সম্পাদিত “আবৃত্তির শ্রেষ্ঠ কবিতা” কাব্য
সংকলন (২০০৮) থেকে।
রবীন্দ্রসদন স্টেশনে দাঁড়িয়ে হাওয়া
পাতাবাহার আসছে এবার
লিট্ ল ম্যাগ মেলায়
খেলা
কবি কালিদাস ভদ্র
কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী ও কবি কালিদাস ভদ্র সম্পাদিত “আবৃত্তির শ্রেষ্ঠ কবিতা” কাব্য
সংকলন (২০০৮) থেকে।
চিতাকাঠে খেলা করে আগুন
গঙ্গার ঘাটে সারাদিন-রাত।
সিরিয়ালবালা
কবি কালিদাস ভদ্র
পার্থ ঘোষ ও কবি অনীশ ঘোষ সম্পাদিত “বড়োদের আবৃত্তির কবিতা সমগ্র” কাব্য
সংকলন (২০১২) থেকে।
মণীষার রং ফিকে হয়ে আসছে
দড়াদড়ি খোলা কাঠামো খড়
উন্মাদের মতো বকে যায়,
তবুও স্বপ্ন
কবি কালিদাস ভদ্র
পার্থ ঘোষ ও কবি অনীশ ঘোষ সম্পাদিত “বড়োদের আবৃত্তির কবিতা সমগ্র” কাব্য
সংকলন (২০১২) থেকে।
সারারাত হাঁটছি আমি। হাঁটছে চাঁদ। সেই চাঁদবুড়ি
পৌষালী কুয়াশায় ঘোমটাটানা যেন ঘুঁটেকুড়ানি
. পিঠে জ্যোত্স্নার ঝুড়ি ;
. বুড়ি ডাকছে...
খুলনায় খালিশপুর আমার শৈশব পড়াঘর, চিলেকোঠা ছাদে বাদুড় উড়ছে ;
ইদানিং
কবি কালিদাস ভদ্র
কবি আশিস সান্যাল ও কবি মৃণাল বসুচৌধুরী সম্পাদিত “বাংলা কবিতার ভূবন” কাব্য
সংকলন (২০০৭) থেকে।
টু টুটিং টিং, টু টুটিং টিং
বাজনা বাজছে বুক পকেটে
মেসেজ রিসিভিং বাজনা
ধুম
কবি কালিদাস ভদ্র
দেবদুলাল বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “সেরা আবৃত্তির কবিতার সংগ্রহ” কাব্য সংকলন
(২০০৯) থেকে।
এক রত্তি মেয়ে পুপুর
. পড়ার সে কি ধুম,
রাত থাকতে উঠতে হয়
কোনো কিশোরীকে
কবি কালিদাস ভদ্র
দেবদুলাল বন্দ্যোপাধ্যায় সম্পাদিত “সেরা আবৃত্তির কবিতার সংগ্রহ” কাব্য সংকলন
(২০০৯) থেকে।
চল, চলে যাই
আজ বিকেলে দু’জন মিলে
ওয়ারলেসের মাঠ ;
ডাহুক ডাকা পদ্মবিলে
ভয় লাগা সেই
প্রথম দিনের ভয় কেবলি