কবি কালীকিঙ্কর সেনগুপ্তর কবিতা
|
সপ্তপদী
কবি কালীকিঙ্কর সেনগুপ্ত
এই কবিতাটি কবির সহধর্মিণী শ্রীমতী ইন্দিরা সুন্দরী দেবীকে উত্সর্গ করা, সপ্তপদী
(১৯৫৪) কাব্যগ্রন্থ থেকে নেওয়া।
আগে সাতপদ চলিয়াছি পরে
. সাত সাতে ঊনপঞ্চাশ
সেই হ’তে যেই চলা হ’ল শুরু
. উভয়েরি নাই অবকাশ।
চমকি চকিত চপল চরণে
খুসি ও খেয়ালে চলি আনমনে
ঘুমঘোরে গাঁথি স্বপ্ন সোনালি
. কল্পনাতীত যত্নে
পরাইয়া দিনু সাতনরীখানি
. মণি-মাণিক্য-রত্নে।
পথেচলা এই পথিক-প্রণয়
. হে পথিক-বধু! তোমারে
পথের বাঁধন নাগপাশখানি
. বাঁধিয়া বাঁধিল আমারে।
কাটেনা ছেড়েনা খোলেনাকো যাহা
. দেখা যায় কিবা যায় না
বাঁধা গেছে যা’রা ভাবিছে তাহারা
. ছাড়া চায় কিবা চায় না!
চলেছি দুজনে পথের পন্থী
বন্ধন নয় এ মহাগ্রন্থী
এ নহে এ নহে কখনো এ নহে
. মুক্তির পরিপন্থী
টানিলে বাড়িবে, বাড়িয়া চলিবে
. তবু খুলিবে না গ্রন্থী।
সূতা নাই তবু বাঁধন ইহার