কবি কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায়ের কবিতা
|
একা
কবি কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায়
কবি বুদ্ধদেব বসু সম্পাদিত “আধুনিক বাংলা কবিতা” (১৯৪০) কাব্যসংকলন থেকে।
তিন দিন তিন রাত্রি বৃষ্টির পর
ধবধবে রোদ্দুর।
শরতের নীল। মন যায় কদ্দুর!
হঠাৎ শরতের নীল
হিন্দু-মুস্লিম মিল
---উঃ, ভীড়টা কমলে বাঁচি
পকেটমারের কাঁচি
ইনফ্লুয়েঞ্জার হাঁচি
---তিন দিন তিন রাত্রির পর
হঠাৎ সাদা রোদ্দুর
টালিগঞ্জ কদ্দুর
কী এনেছে তিন দিন তিন রাত্রির পর