কবি কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায় – অনুবাদক, কবি ও ছোট গল্পের রচয়িতা ছিলেন। পিতা
বসন্তকুমার চট্টোপাধ্যায়।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে শবরী (১৯৩৭), মৈনাক (১৯৪০), রাজধানীর তন্দ্রা (১৯৪২), শিবির
(১৯৪২) প্রভৃতি। তাঁর ছোটগল্পের মধ্যে রয়েছে দ্বিতীয় (১৯৪৩), পারুলদি (১৯৫০) প্রভৃতি। তাঁর ছোটদের
গল্পের মধ্যে রয়েছে ছাতুবাবুর ছাতা (১৯৪৩), ঘনশ্যামের ঘোড়া প্রভৃতি। ১৯৪৩ থেকে ১৯৪৮ সময়কালে
তিনি রংমশাল পত্রিকাটি সম্পাদনা করেছেন।
আমরা মিলনসাগরে কবি কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায়ের কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে
পারলে এই প্রচেষ্টার সার্থকতা।
উত্স - ডঃ শিশির কুমার দাশ, সংসদ সাহিত্য সঙ্গী ২০০৩।
কবি কামাক্ষীপ্রসাদ চট্টোপাধ্যায়ের মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ২৯.০৬.২০১৫
...