কবি কৌশিক বিশ্বাসের কবিতা
*
আলোর বরাত
কবি কৌশিক বিশ্বাস
প্রথম প্রকাশ ১৮.৯.২০১৫

তোর আগুন নেভাতে চাইনি আমি
          চেয়েছিলাম তোর মন,
জলের ফোঁটায় আজ, যাক না ধুয়ে
          বিরহী প্রেম, সারাক্ষণ॥

আমার রাত ফুরানো স্বপ্নেরা খুব মিষ্টি
         তোর দুঃস্বপ্নেরা বড় একলা,
পূর্ণিমা হাঁটছে আজ, অমাবস্যার পথে
   আকাশটা না জানি কেন, মেঘলা!

তোর মৃত্যুর কাছে মাথা নত করি
        জ্বালেনি আলো, এ রাত,
নিকষ আঁধার মিশবে জানি
          খুলবে আলোর বরাত।

.                 **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
বিষ
কবি কৌশিক বিশ্বাস
প্রথম প্রকাশ ১৮.৯.২০১৫

আজও ঘুরেফিরে আসে
ব্যস্ততার চারপাশে,
সবমিলে ঝালেঝোলে উপহাস,

রাতপরীরাই ছিল ভাল
আঁধারটা জমকালো,
বাকীটা প্রেমহীন অন্তর্যাস॥

আজও নাকি তাড়া আছে
সময়ের খুব কাছে,
ছিঁড়ে ফেলি বেকুব অন্তর্জাল,

ভাবনারা কিলবিল
নিশ্চুপ অন্তমিল,
অপেক্ষাদের বড়ই আকাল`॥

.      **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
বৃষ্টির গান
কবি কৌশিক বিশ্বাস
প্রথম প্রকাশ ১৮.৯.২০১৫

বৃষ্টি তোকে দেখতে ইচ্ছে করে
পারলে তুই আজ বিকেলে আয়,
দু'জনেতে ভিজব সারারাত
উষ্ণ চুমুক কফির পেয়ালায়॥

বৃষ্টি তোর কিসের অভিমান
কথায় কথায় ভাসাস চোখের জল,
সত্যি বলছি, প্রেমের দিব্যি তোর
তোর জন্য মিথ্যে কোলাহল॥

বৃষ্টি পড়ে টাপুর টুপুর
নদে এল বাণ
চল তোকে আজ শোনাব
জলপরীদের গান॥

.      **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
চিঠি
কবি কৌশিক বিশ্বাস
প্রথম প্রকাশ ১৮.৯.২০১৫

তোমার কথায় কথায় মেঘ
জল ছড়ালো বুকে,
তোমার ধন্য অহংকার
রাত জাগলো সুখে।

তোমার ধরা পড়ার ভয়ে
বুড়িছোঁয়ার পাড়,
তোমার দখিন বাতাসিয়া
খোলা জানলার  ধার॥

.      **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
চোর
কবি কৌশিক বিশ্বাস
প্রথম প্রকাশ ১৮.৯.২০১৫

ছেলেটা উদভ্রান্তের মতো ছুটছে।
পিছনে ছুটছে জনা দশ।
সবাই দাঁড়িয়ে মসকো দেখছে রাস্তায়
গুটিকতক সত‌্যিই বিবশ।

কানাঘুষো এল...
এটা নাকি চুরির সাজা।
পাশের দোকানে বেসুরো আওয়াজ,
আজা জানেমন আজা।

ছেলেটা উদভ্রান্তের মতো ছুটছে।
পেরোলো মন্দির, পেরোলো মসজিদ,
পেরোলো গির্জার ঘন্টা...
এরা কী মানুষ, নাকি শুধুই পাষান!
একটু গলেনা মনটা?

সার্কাসটা বেশ মজার...
সম্পর্কটা শুধু খাদ্য-খাদকের
অপেক্ষা খালি খোঁজার।

আমার কৌতুহলী প্রশ্ন,
কী হাতালো, অর্থ নাকি সোনা-দানা?
"ধুর দাদা, ওসব কিচ্ছু নয়,
এখনও গজিয়েছে নাকি ডানা?

এখনও তো ও দুধের শিশু,
কোথায় ওর এত অওকাত?
খিদের জ্বালা সহ্য হয়নি, তাই
চুরি করেছে, দু-মুঠো ভাত।

ছেলেটা উদভ্রান্তের মতো ছুটছে।
পিছনে ছুটছে জনা দশ।
সবাই দাঁড়িয়ে মসকো দেখছে রাস্তায়
আমরা আজ সত‌্যিই বিবশ।

.      **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
একমুঠো রোদ্দুর
কবি কৌশিক বিশ্বাস
প্রথম প্রকাশ ১৮.৯.২০১৫

রাত চেয়েছিল আরও গভীর হতে
আঁধার বোঝেনি তার মানে,
রাতের নেশায় মাতাল আমি
তবু এক শীতলতা মাঝখানে।

আসছে না ঘুম, আসছে না কথা
আসছে না অভিসার আজ রাতে,
দুঃস্বপ্নেরা তবু হানা দেয় বুকে
তোর এই ভালবাসা আটকাতে।

মুঠোর ভেতরে ছিল আবদার যত
নিমেষে গেল তা উড়ে,
আজও আমি তোকে, ভালবেসে যাই
একমুঠো রোদ্দুরে।

.            **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
এলোমেলো
কবি কৌশিক বিশ্বাস
প্রথম প্রকাশ ১৮.৯.২০১৫

জানলার ওপারটা মেঘলা বড়
বৃষ্টি বোধহয় আসবে,
টুকরো কাগজ, এলোমেলো
নৌকো আবার ভাসবে॥

নৌকো চলে বুক ফুলিয়ে
তেরো নদীর পাড়ে,
মনের খেয়াল, কাঁচের দেয়াল
নীরব অভিসারে॥

রাত্তির তোর আজকে আবার
নীরব অভিমান,
আয়রে ছুটে, বাঁধন জুটে
নতুন প্রেমের গান॥

.        **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
হ-য-ব-র-ল
কবি কৌশিক বিশ্বাস
প্রথম প্রকাশ ১৮.৯.২০১৫

আমার স্বপ্নভেজা দিন,
     মিষ্টি বেরঙীন,
ইচ্ছেগুলো যাচ্ছে উড়ে বেশ

আমার মনখারাপের রাত,
        নাজুক অওকাত্
তোমার কোলে চিন্তারা ভাবলেশ॥

আমার ডুব সাগরের তীর,
     একলা মনের ভিড়,
স্বপ্নরা আজ ভীষন এলোমেলো

আমার বৃষ্টি জলে ঝুপ
     ভাবনারা নিশ্চুপ
তোমার স্বপ্ন রামধনু রং পেল॥

.            **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
মন
কবি কৌশিক বিশ্বাস
প্রথম প্রকাশ ১৮.৯.২০১৫

মন বলে, তুই জটিল বড়
মিথ্যে সাজাস সত্যি বলে,
মনফকিরার ড়াক দিয়ে যা
সত্যি-মিথ্যে ভাঁওতা ছলে॥

মন ওরে, তোর ভাবনা ভারী
সরল কথায় গরল জল,
মনপুরার ওই দেশে ভেসে
নিজের কাছে তুই-ই অচল॥

মনের রাজা, মনের সাজা
অপার্থিব রাতই জানে,
মনমাতালের নেশার ঘোরে
অবাক দৃষ্টি মনের পানে॥

.        **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর
*
অবলুপ্তি
কবি কৌশিক বিশ্বাস
প্রথম প্রকাশ ১৮.৯.২০১৫

কিছু রাত চেনা ছিল
কিছু রঙ মাখে হাতে,
কিছু সময়ের লুকোচুরি
কালসিটে আঘাতে॥

কিছু বিকেলের লুকোচুরি
কিছু মেঘমল্লারে লাগে দোল,
কিছু আমি আজও ভ্যাবাচাকা
হাতে ধরে এগরোল॥

কিছু থাকে বন্দী জীবন
কিছু চায় মুক্তি,
কিছু প্রেম চায় পুনর্জন্ম
হোক না অবলুপ্তি॥

.        **************************  
.                                                                                
সূচিতে . . .    


মিলনসাগর