কবি
কৌশিক বিশ্বাসের
কবিতা
*
কবি
কৌশিক বিশ্বাসের
পরিচিতির পাতায় . . .
প্রেমের ছড়া
কবি কৌশিক বিশ্বাস
প্রথম প্রকাশ ১৮.৯.২০১৫
তোর কথাতে একছুট্টে রাসবিহারী,
তোর কথাতে ভিড় বাসেতে উঠতে পারি।
তোর কথাতে ব্রিগেড ছেড়ে গড়ের মাঠ,
ধর্মতলায় জমিয়ে খাওয়া পাপড়ি চাট।।
তোর কথাতে ট্রাফিক কাকুর চোখরাঙানি,
তোর কথাতে কোচিং ক্লাসে কানভাঙানি।
তোর কথাতে শারুখ ছেড়ে শাহিদ কাপুর,
বৃষ্টি পড়ে, চোখের কোনে, টুপুর-টাপুর।।
তোর কথাতে লাস্ট ফুচকা, একটা ফ্রি-তে,
তোর কথাতে স্যান্ডো গায়ে হিমেল শীতে।
তোর কথাতে গাঁয়ে মানে না আপনি রাজা,
শুকনো খোলায় জমিয়ে খাওয়া বাদাম ভাজা।।
. **************************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি
কৌশিক বিশ্বাসের
পরিচিতির পাতায় . . .
প্রেমের দিব্যি
কবি কৌশিক বিশ্বাস
প্রথম প্রকাশ ১৮.৯.২০১৫
তোর চোখের কাজল দিস আজ। শ্বেতপত্রে খেলব কাটাকুটি।
আমার কিছু রাত পোয়াতি অকাজ। দাবার ছকে সাজানো ঘুটি॥
একটু দ্যাখো, বাড়ছি মাম্মি। উড়ছি আমি আকাশ পাড়ে।
হুজুক হলেই অনুগামী। ভুল ঠিকানা শিমুল ধারে॥
পাঁচমিশালী কাব্যি করো! ছন্দ ভাঙো নিয়মমতে।
সুখ-দুঃখেই পকেট ভরো। এক্কেবারে বাঁধা গতে॥
ইচ্ছেনদীর ডাক ভেসে যায়। তোমার শাড়ির আঁচল তলায়।
মনফকিরা বাউল মাতায়। একতারা আর ভরাট গলায়॥
মন ভোলা আজ সুরের খেয়াল। তোর প্রেমেতে পড়তে রাজি।
ইচ্ছেমতো রঙের দেওয়াল। জীবনকে আজ রাখব বাজি॥
. **************************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি
কৌশিক বিশ্বাসের
পরিচিতির পাতায় . . .
সমুদ্রপাড়ের শিশুটা
কবি কৌশিক বিশ্বাস
প্রথম প্রকাশ ১৮.৯.২০১৫
আহা! ঘুমোচ্ছে, ঘুমোতে দাও। ডাকছো কেন?
ঢেউয়ের পর ঢেউ। জুড়োচ্ছে গায়ের চাদর।
পরে নাহয় খেলো যুদ্ধ-যুদ্ধ, ক্ষয়ক্ষতি এহেন!
কার্তুজের গায়ে মাখামাখি আজ, গোলাপের আদর।।
কিছু কথা আজ, রয়ে গেল বাকি, সবকিছুর আড়ালে,
কাঁটাতারের বেড়া ভাঙে, তোর ছোট হাতদুটো বাড়ালে।
আয়, তোকে দেব রক্ত পলাশ। লাল শিমুলের তোড়া।
ওদের সঙ্গে খেলিস না হয়, অস্তরাগের পথে।
দুর পাহাড়ের চুড়োয় উঠে, তোর মুঠোর ফাগ ওড়া।
এগিয়ে চল। সবাই আছি। তোর দিগ্বিজয়ী রথে।।
. **************************
.
সূচিতে . . .
মিলনসাগর
*
কবি
কৌশিক বিশ্বাসের
পরিচিতির পাতায় . . .
তুই আর আমি
কবি কৌশিক বিশ্বাস
প্রথম প্রকাশ ১৮.৯.২০১৫
তোর দু'হাত নেমেছিল চোখে, তবু জল মানছিল না বাঁধ।
নিষ্পাপ কিছু মরিচিকার ঝোঁকে, দায়িত্ব নিয়েছিল আমার কাঁধ॥
মাথার ভেতর গলিঘুঁচি যত আজ, নিকোটিনের নেশায় মাতাল।
অনুভুতি ছোটে রোজ আদুল গায়ে, সোনাগাছি থেকে পাতাল॥
চোখে লেগেছে যত সুরমার নেশা, তোর ঠোঁট লাল হল রঙে।
বিশ্বাসঘাতকতা আমার পেশা, বিশ্বাস ভেঙেছে মরচে-জঙে॥
তোর দু'হাত নেমেছিল চোখে, তবু জল মানছিল না বাঁধ।
আমি আজ ছুটছি একরোখে, চাঁদের গায়ে লেগেছে চাঁদ॥
. **************************
.
সূচিতে . . .
মিলনসাগর