কবি লীলা মিত্র – আমরা কবিতাটি পেয়েছি কেশবচন্দ্র গুপ্ত ও কৃষ্ণদাস চন্দ্র সম্পাদিত
“অর্চ্চনা” পত্রিকা, ভাদ্র ১৩৩০ সংখ্যা (অগাস্ট ১৯২৩) থেকে।
এ ছাড়া এই কবির জীবন ও কবিতা সম্বন্ধে আর কোনো তথ্য আমাদের কাছে নেই।
কবি লীলা মিত্র ও তাঁর কবিতা সম্বন্ধে তথ্য ও তাঁর একটি ছবি যদি কেউ আমাদের পাঠান তাহলে আমরা,
আমাদের কৃতজ্ঞতা স্পরূপ প্রেরকের নাম এই পাতায় উল্লেখ করবো।
আমরা মিলনসাগরে কবি লীলা মিত্রর কবিতা তুলে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারলে এই
প্রচেষ্টার সার্থকতা।
উত্স - কেশবচন্দ্র গুপ্ত ও কৃষ্ণদাস চন্দ্র সম্পাদিত “অর্চ্চনা” পত্রিকা, ভাদ্র ১৩৩০ সংখ্যা (অগাস্ট ১৯২৩)।
কবি লীলা মিত্রর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১৫.৮.২০১৫
...