কবি মাহমুদ টোকন - জন্মগ্রহণ করেন বাংলাদেশের মাদারীপুর জেলার গোপালপুরে।
কবি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স উত্তীর্ণ হয়েছেন। তাঁর বিষয়ের মধ্যে রয়েছে ইংরেজি ভাষা ও সাহিত্য
এবং সোস্যাল ওয়ার্ক এন্ড রিসার্চ।
তিনি সাংবাদিকতা দিয়ে কর্মজীবন শুরু করেন। বর্তমানে একটি বেসরকারী উন্নয়ন সংস্থার তিনি কর্মকর্তা।
গবেষণা ও প্রায়োগিক ক্ষেত্রে কাজ করছেন ২০০৫ থেকে। তিনি আমেরিকা থেকে প্রকাশিত একটি মাসিক
ম্যাগাজিনের বাংলাদেশ সম্পাদক।
মূলত: তিনি কবি। লিখছেন ছোটগল্প, উপন্যাস এবং প্রবন্ধও। তাঁর লেখা প্রকাশিত হয়েছে বাংলাদেশ,
ভারত, জাপান, আমেরিকাসহ কয়েকটি দেশের লিটলম্যাগ, দৈনিক ও সাময়ীকিতে।
তাঁর প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে “আত্মপ্রকাশ” ( ২০০৯, ঢাকা ), “জমজ দিনের ঘ্রাণ” ( ২০১২,
কোলকাতা ), “বিমূর্ত ইস্তেহার” ( ২০১৫, ঢাকা ) প্রভৃতি। রয়েছে “আমার আকাশ আমার নদী” নামে ছোটদের
বই ( ২০১৫, ঢাকা )। তাঁর প্রকাশিতব্য উপন্যাসের মধ্যে রয়েছে “মাটিরস্বর্গ”, “রক্তফুলের দিন” প্রভৃতি।
আমরা মিলনসাগরে কবি মাহমুদ টোকন-এর কবিতা তুলে আনন্দিত। আমরা কবির কাছে কৃতজ্ঞ কারন
তিনি তাঁর কবিতা নিজেই আমাদের টাইপ করে পাঠিয়েছেন।
উত্স - কবির সঙ্গে ইমেলে পত্রালাপ।
কবি মাহমুদ টোকন-এর মূল পাতায় যেতে এখানে ক্লিক করুন।
কবির সঙ্গে যোগাযোগ -
ইমেল - mahmudtokon@denbd.com
আমাদের ই-মেল - srimilansengupta@yahoo.co.in
এই পাতার প্রথম প্রকাশ - ১৩.১১.২০১৫
...