“মা” কবি মায়া মন্ডল শিশির মন্ডল প্রকাশিত “অনুভবের আকাশ” কাব্যগ্রন্থ থেকে নেওয়া
“মা” মধুমাখা পবিত্র একটি ছোট্ট শব্দ শব্দটার ভিতর লুকিয়ে আছে কি অফুরন্ত শক্তির ভাণ্ডার ! “মা” ছোট্ট শব্দ শব্দটিতে লুকিয়ে আছে কি অফুরন্ত স্নেহ, মায়া, মমতা. দয়া করুণা, ভালবাসার গভীর সমুদ্র ! “মা” শব্দটিতে লুকিয়ে আছে কি অসীম ক্ষমা ত্যাগ, সহিষ্ণুতা ! “মা” “মাগো” ---- এই আর্তিটিতে শুষে নেয় এক মুহূর্তে পৃথিবীর যত জ্বালা-যন্ত্রণা, দুখ-বেদনা | তাইতো তোমার কাছে প্রার্থনা “তোমার সকল তেজ আর শক্তি দিয়ে আবৃত করে আমাদের”--- ধ্বংস করে ফেলো যত লোভরূপী অসুরকে সৃষ্টি করো এক একটি মহাপ্রাণ || . **************** . সূচিতে . . .
অনুভব কবি মায়া মন্ডল শিশির মন্ডল প্রকাশিত “অনুভবের আকাশ” কাব্যগ্রন্থ থেকে নেওয়া
আমার ছোট্ট ফ্ল্যাটটার জানালায় দাঁড়িয়ে দেখছি অঝোর ধারায় বৃষ্টি | আকাশ কালো মেঘে ছেয়ে গেছে দূরের গাছপালা সব অস্পষ্ট---- আমি স্মৃতি-রোমন্থনে ডুবে গিয়েছি | মনে পড়ে সব অতীত দিনের কথা মেঘলা আকাশ দেখে --- মন কেমন করা মন কেমন করা দুপুর মেঘলা দিনে ছাদে দাঁড়িয়ে আকাশটাকে দেখতাম আলাদা একটা অনুভূতি ! ভাললাগা ! রোমান্টিকতা ভালবাসা সব যেন মিলেমিশে একাকার হয়ে যেতো | আজ পঞ্চাশোর্ধে দাঁড়িয়ে এই বৃষ্টি ভেজা দুপুরে এইরকমই একটা অনুভূতি ! এইরকমই একটা ভালবাসা ! আমরা যতই যান্ত্রিকতায় অভ্যস্ত হই না কেন কোথাও না কোথাও অবচেতন মনে আমাদের একটা আলাদা মন আছে--- যে মন দিয়ে আমরা এই সব অনুভূতিগুলো চিনতে পারি | প্রকৃতি দেয় বেঁচে থাকার রসদ--- অফুরন্ত জীবন শক্তি | তাইতো, বৃষ্টি ভেজা সোঁদা গন্ধ ভাল লাগে---- ভালোলাগে শরতের নীলাকাশ, বসন্তের মাতাল করা দখিনা হাওয়া, হিমের পরশ, পূর্ণিমার চাঁদ ভাল লাগে তোমাকে সেই আগের দিনের মতো || . **************** . সূচিতে . . .